জলপাইগুড়ি, 24 নভেম্বর : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে (Alipurduar Student Murder) ৷ আলিপুরদুয়ারের ফালাকাটার খলিসামারি গ্রামের ঘটনা ৷ অভিযোগ প্রতিবেশী যুবক স্বপন বিশ্বাস আজ সকালে দশম শ্রেণির ছাত্রী অঙ্কিতা শীলের বাড়িতে ঢুকে তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ মারে (Girl Murderd for Rejection of Love Proposal) ৷ ঘটনাস্থলেই অঙ্কিতার মৃত্যু হয় তাঁর ৷ পুলিশ অভিযুক্ত স্বপন বিশ্বাসকে গ্রেফতার করেছে ৷ সেই সঙ্গে তাঁর পরিবারের 6 জনকে আটক করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ফালাকাটার খলিসামারি গ্রামের বাসিন্দা অঙ্কিতা শীল স্থানীয় পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ৷ প্রতিবেশী যুবক স্বপন বিশ্বাস কয়েকদিন আগে তাঁকে প্রেমের প্রস্তাব দেয় ৷ কিন্তু, অঙ্কিতা তা নাকচ করে দেয় ৷ অভিযোগ সেই আক্রশে আজ সকালে অঙ্কিতার বাড়িতে হানা দেয় স্বপন ৷ সেই সময় অঙ্কিতার বাড়িতে কেউ ছিলেন না ৷ অঙ্কিতা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ৷ সেই সময় স্বপন বাড়ির ভিতরে ঢুকে অঙ্কিতার গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে ৷ ঘটনায় অঙ্কিতার ধর থেকে মাথা কার্যত আলাদা হয়ে যায় ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন : kolkata Murder Case : কলকাতার ব্যবসায়ী খুনে দ্রুত চার্জশিট পেশ করতে চাইছে পুলিশ
পুলিশের তরফে জানানো হয়েছে, কিছুক্ষণ পর ঘটনাটি চাউর হতেই গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত স্বপন বিশ্বাসের বাড়িতে হামলা চালায় ৷ বাড়িতে ভাঙচুর করে গ্রামবাসীরা ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ ফালাকাটা থানা থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অঙ্কিতার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ সেইসঙ্গে অভিযুক্ত স্বপন বিশ্বাসকে গ্রেফতার করেছে এবং তার পরিবারের 6 সদস্যকে আটক করেছে পুলিশ ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷