ETV Bharat / state

Childrens Day Market: শিশু দিবসে জলপাইগুড়ির চা বাগানে 'বিনে পয়সায় বাজার' - Childrens Day Market

ইচ্ছে মতো জিনিস যদি বাজার থেকে বিনামূল্যে পাওয়া যায় তবে তার থেকে ভালো আক কীই বা হতে পারে ৷ শিশু দিবসে চা বাগানের কচিকাচাদের আনন্দ দিতে এমনই 'বিনে পয়সায় বাজার' বসাল জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন (Childrens Day Market)৷

Etv Bharat
বিনে পয়সায় বাজার
author img

By

Published : Nov 14, 2022, 10:54 PM IST

Updated : Nov 14, 2022, 11:06 PM IST

জলপাইগুড়ি, 14 নভেম্বর: চা বাগানের মাঝে আজ প্রথম বাজার বসেছে । যেখানে রয়েছে খেলার সামগ্রী, সাজগোজের জিনিস, খাতা-কলম, আঁকার খাতা, বাঁশি, গাড়ি থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন খাবার সামগ্রী ৷ তবে এই বাজার সম্পূর্ণ বিনে পয়সার । শুনতে অবাক হলেও সোমবার শিশু দিবস উপলক্ষে বসেছিল এমনই বাজার ৷ চা বাগানের শিশুদের কথা চিন্তা করে বিনে পয়সার বাজার বসানো হয়(Free Market for Childrens at Jalpaiguri Tea Garden)। আর সেই বাজার থেকে নিজের খুশি মত যার যা ইচ্ছে বাচ্চারা তাই সংগ্রহ করল ৷

শিশু দিবস উপলক্ষে গ্রিন জলপাইগুড়ি(Green Jalpaiguri)নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জলপাইগুড়ি শহরের কিছু শুভানুধ্যায়ীরা টিলাবাড়ি চা বাগানে এই বিনে পয়সার বাজার বসান । এই বাজার থেকে চা বাগানের শ্রমিক পরিবারের কয়েকশো শিশু বিনামূল্যে খাবার, শিক্ষা, খেলনা ও সাজগোজের বিভিন্ন সামগ্রী বিনামূল্যে কেনার সুযোগ পেয়েছে ।

এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে শিশুদের কথা চিন্তা করে এই বিনে পয়সায় বাজার বসানো হয় । খুব ভালো লাগছে এটা দেখে যে, বাচ্চারা তাদের নিজের খুশি মতো সামগ্রী বাজার থেকে নিয়ে বাড়ি গেল ।

জলপাইগুড়ি, 14 নভেম্বর: চা বাগানের মাঝে আজ প্রথম বাজার বসেছে । যেখানে রয়েছে খেলার সামগ্রী, সাজগোজের জিনিস, খাতা-কলম, আঁকার খাতা, বাঁশি, গাড়ি থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন খাবার সামগ্রী ৷ তবে এই বাজার সম্পূর্ণ বিনে পয়সার । শুনতে অবাক হলেও সোমবার শিশু দিবস উপলক্ষে বসেছিল এমনই বাজার ৷ চা বাগানের শিশুদের কথা চিন্তা করে বিনে পয়সার বাজার বসানো হয়(Free Market for Childrens at Jalpaiguri Tea Garden)। আর সেই বাজার থেকে নিজের খুশি মত যার যা ইচ্ছে বাচ্চারা তাই সংগ্রহ করল ৷

শিশু দিবস উপলক্ষে গ্রিন জলপাইগুড়ি(Green Jalpaiguri)নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জলপাইগুড়ি শহরের কিছু শুভানুধ্যায়ীরা টিলাবাড়ি চা বাগানে এই বিনে পয়সার বাজার বসান । এই বাজার থেকে চা বাগানের শ্রমিক পরিবারের কয়েকশো শিশু বিনামূল্যে খাবার, শিক্ষা, খেলনা ও সাজগোজের বিভিন্ন সামগ্রী বিনামূল্যে কেনার সুযোগ পেয়েছে ।

এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে শিশুদের কথা চিন্তা করে এই বিনে পয়সায় বাজার বসানো হয় । খুব ভালো লাগছে এটা দেখে যে, বাচ্চারা তাদের নিজের খুশি মতো সামগ্রী বাজার থেকে নিয়ে বাড়ি গেল ।

আরও পড়ুন : অভিনব শিশু দিবস, বিনামূল্যে টয়ট্রেনে ভ্রমণ বিশেষভাবে সক্ষম ও অনাথদের

Last Updated : Nov 14, 2022, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.