ETV Bharat / state

Bison in Lataguri : লোকালয়ে বাইসনের তাণ্ডব, উদ্ধার করতে গিয়ে আহত বনকর্মী

লাটাগুড়িতে লোকালয়ে বাইসন (Bison in Lataguri) ৷ আতঙ্কিত গ্রামবাসী ৷ দিনভর তাণ্ডব চালানোর পর অবশেষে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় ৷ কিন্তু কাবু করে গাড়িতে তোলার সময় বাইসনের ঝাঁকুনিতে গাড়ি থেকে পড়ে আহত হন এক বনকর্মী ৷

Bison in Lataguri News
লাটাগুড়িতে লোকালয়ে বাইসন
author img

By

Published : May 10, 2022, 8:49 PM IST

লাটাগুড়ি, 10 মে : লোকালয়ে দাপিয়ে বেড়াল বাইসন । ঘুমপাড়ানি গুলি করে কাবু বাইসনকে নিয়ে যাবার পথে ঘটল বিপত্তি । বন্যপ্রাণীটির ঝাঁকুনিতে গাড়ি থেকে পড়ে আহত হলেন বনকর্মী । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে লাটাগুড়িতে (Bison in Lataguri) ।

জানা গিয়েছে, এদিন লাটাগুড়ির জঙ্গল থেকে একটি বাইসন ক্রান্তি ব্লকের দাসপাড়া এলাকায় ঢুকে পড়ে । দিনভর তাণ্ডব চালাতে থাকে । অবশেষে এদিন দুপুরে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা । চাষের জমিতে বাইসন থাকায় কৃষক এবং এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন ।

লাটাগুড়িতে লোকালয়ে বাইসন

অপরদিকে গ্রামে বাইসন আসার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বাইসন দেখতে প্রচুর মানুষ ছুটে আসেন । কেউ আবার মোবাইল দিয়ে বাইসনের ছবি তুলতেও থাকেন । এরপর গ্রামে এসে পৌঁছন বনকর্মীরা । খবর পেয়ে জলপাইগুড়ি থেকে ছুটে যায় বনদফতরের ট্রাঙ্কুলাইজার এক্সপার্ট টিম । এরপর তারা বেশ কয়েক ঘণ্টা বাইসনটিকে জঙ্গলে ফেরাবার চেষ্টা করেন । কিন্তু বাইসনটি জঙ্গলে না ফিরে গেলে তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে গরুমারা প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু বাইসনটিকে নিয়ে যাওয়ার সময় গাড়িতে তুলতে গেলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হওয়ার পরও বাইসনটি ঝাঁকুনি দিয়ে ওঠে । সেই সময় গাড়ি থেকে পড়ে গিয়ে আহত হন চিরঞ্জিৎ কাঠাম নামে এক বনকর্মী ৷ তিনি আপালচাঁদ বনদফতরের কর্মী । তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।

আরও পড়ুন : Elephant Entered Locality: দিনভর গোপীবল্লভপুরে দাপিয়ে বেড়াল দলছুট দাঁতাল

বাইসনটি গরুমারা প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে । সুস্থ হয়ে গেলেই বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।

লাটাগুড়ি, 10 মে : লোকালয়ে দাপিয়ে বেড়াল বাইসন । ঘুমপাড়ানি গুলি করে কাবু বাইসনকে নিয়ে যাবার পথে ঘটল বিপত্তি । বন্যপ্রাণীটির ঝাঁকুনিতে গাড়ি থেকে পড়ে আহত হলেন বনকর্মী । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে লাটাগুড়িতে (Bison in Lataguri) ।

জানা গিয়েছে, এদিন লাটাগুড়ির জঙ্গল থেকে একটি বাইসন ক্রান্তি ব্লকের দাসপাড়া এলাকায় ঢুকে পড়ে । দিনভর তাণ্ডব চালাতে থাকে । অবশেষে এদিন দুপুরে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা । চাষের জমিতে বাইসন থাকায় কৃষক এবং এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন ।

লাটাগুড়িতে লোকালয়ে বাইসন

অপরদিকে গ্রামে বাইসন আসার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বাইসন দেখতে প্রচুর মানুষ ছুটে আসেন । কেউ আবার মোবাইল দিয়ে বাইসনের ছবি তুলতেও থাকেন । এরপর গ্রামে এসে পৌঁছন বনকর্মীরা । খবর পেয়ে জলপাইগুড়ি থেকে ছুটে যায় বনদফতরের ট্রাঙ্কুলাইজার এক্সপার্ট টিম । এরপর তারা বেশ কয়েক ঘণ্টা বাইসনটিকে জঙ্গলে ফেরাবার চেষ্টা করেন । কিন্তু বাইসনটি জঙ্গলে না ফিরে গেলে তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে গরুমারা প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু বাইসনটিকে নিয়ে যাওয়ার সময় গাড়িতে তুলতে গেলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হওয়ার পরও বাইসনটি ঝাঁকুনি দিয়ে ওঠে । সেই সময় গাড়ি থেকে পড়ে গিয়ে আহত হন চিরঞ্জিৎ কাঠাম নামে এক বনকর্মী ৷ তিনি আপালচাঁদ বনদফতরের কর্মী । তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।

আরও পড়ুন : Elephant Entered Locality: দিনভর গোপীবল্লভপুরে দাপিয়ে বেড়াল দলছুট দাঁতাল

বাইসনটি গরুমারা প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে । সুস্থ হয়ে গেলেই বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.