জলপাইগুড়ি, 25 জুন : বনদপ্তরের কর্মীদের জন্য নতুনআর্থিক সাহায্যের ঘোষণা বনদপ্তরের । আজ বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, চোরাচালান রুখতে বা বন্যপ্রাণী তাড়াতেগিয়ে কোনও বনরক্ষী বা আধিকারিক আহত বা নিহত হলে সরকারি প্যাকেজ ছাড়াও তাঁদের বিমারব্যবস্থা করবে বনদপ্তর । নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহত ব্যক্তিকেএক লাখ টাকা দেওয়া হবে ।
গোরুমারাজাতীয় উদ্যানের গেটের সামনে আজ চেক পোস্টের উদ্বোধন করেন বনমন্ত্রী রাজীববন্দ্যোপাধ্যায় । গোরুমারা জাতীয় উদ্যানের খুনিয়াতে ওয়াচ টাওয়ার ও চেক পোস্টেরউদ্বোধন হয় ।
আজরাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “এইচেক পোস্টের দীর্ঘদিন প্রয়োজন ছিল । 24 ঘণ্টা এখান থেকে নজরদারি করা হবে । সবসময়ের জন্য বনকর্মীরা থাকবেন এই চেকপোস্টে । CCTV-ও লাগানো হয়েছে । জাতীয় উদ্যানেবেআইনি প্রবেশ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে ।”
লকডাউনেরজেরে জঙ্গল বন্ধ ছিল । আবারও তিনমাসের জন্য জঙ্গল বন্ধ । ফলে কোনওভাবেই ছাড় দেওয়াযায় কি না তা নিয়ে আধিকারিকদের নিয়ে একটা বৈঠক করা হবে । আগামীকাল সিদ্ধান্তের কথাজানাতে পারবেন বলে বনমন্ত্রী জানান । তিনি বলেন, “আমরা বনকর্মী নিয়োগের বিষয়েমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । আশা করি আমরা রাজ্য সরকারের সবুক সংকেত পেয়ে যাব। এরপরেই কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে ।” আজ বনমন্ত্রীর সঙ্গে ছিলেন নাগরাকাটারবিধারক শুক্রা মুণ্ডা, DFO নিশাগোস্বামী, CCF উজ্জ্বলঘোষ এবং CF বিপিনকুমারসুদ সহ অন্যান্যরা ।