ETV Bharat / state

Dhupguri Forest: বনকর্মীর গুলিতে প্রাণ গেল বন বস্তিবাসীর, কড়া শাস্তির দাবি তুললেন স্থানীয়রা - ধূপগুড়ি ফরেস্ট

বনে গিয়েছিলেন কাঠ কুড়াতে ৷ সেখানেই বনকর্মীর ছোড়া গুলিতে মৃত্যু হল এক বনবস্তিবাসীর ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ।

Etv Bharat
মৃত বন বস্তিবাসীর
author img

By

Published : Jul 4, 2023, 6:07 PM IST

বনকর্মীর গুলিতে প্রাণ বন বস্তিবাসীর প্রাণ যাওয়ায় স্থানীয়দের বক্তব্য

ধূপগুড়ি, 4 জুলাই: বনকর্মীর গুলিতে প্রাণ হারালেন এক বস্তিবাসী । প্রতিবাদে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন বনবস্তি এলাকার বাসিন্দারা । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছলে তাদের সামনেও বিক্ষোভ দেখানো হয় । পুলিশের সামনেই দেহ রেখে বিক্ষোভ দেখান বনবস্তির বাসিন্দারা । মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের খুট্টিমারী এলাকার ঘটনা ।

স্থানীয়দের দাবি কোনওমতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিতে দেওয়া হবে না, যতক্ষণ না পর্যন্ত বন দফতরের আধিকারিকরা এসে ঠিক কী কারণে গুলি করা হল ওই ব্যক্তিকে যদি তার উত্তর না দেন । মৃত ব্যক্তির নাম জিতেন রাভা (44) । স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন ৷ সেই সময় বনকর্মীরা গুলি চালায় । তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলার সময় মৃত্যু হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ।

খবর পেতেই ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া-সহ ধূপগুড়ি থানার আইসি । এদিকে পরিস্থিতি আরও বেগতিক হতেই ধূপগুড়ি থানার তরফে ডেকে নেওয়া হয় র‍্যাফ বাহিনীকে ।

বন বস্তিবাসীদের দাবি, জঙ্গলের মধ্যে বসবাসকারী মানুষদের বংশানুক্রমে জঙ্গলের কাঠকুটো কুড়িয়ে আসছে । যদি তাকে অপরাধী বলে মনে হয় তাহলে গ্রেফতার করা যেত । কিন্তু নৃশংসভাবে খুন করা হয়েছে । ওই ব্যক্তির দেহ তাঁর নিজের বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকায় উত্তেজনা দেখা দেয় । এরপর অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া স্থানীয় বাসিন্দা রবি রাভাকে বন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিলে পরিস্থিতি স্থিতিশীল হয় ।

রবি রাভার দাবি, কেন গুলি চালানো হল, বনকর্মীদের মধ্যে কে গুলি চালাল তাকে অবিলম্বে সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কড়া শাস্তি দিতে হবে ৷ মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সহযোগিতা করতে হবে ৷ তাহলেই এলাকার লোকজন ক্ষান্ত হবে, না হলে দেহ নিয়ে জাতীয় সড়কে বিক্ষোভে বসবে ৷

আরও পড়ুন : 'গ্যাসের দাম কমাক সরকার', কাতর আর্জি আলিপুয়ারদুয়ারের চা-শ্রমিকদের

বনকর্মীর গুলিতে প্রাণ বন বস্তিবাসীর প্রাণ যাওয়ায় স্থানীয়দের বক্তব্য

ধূপগুড়ি, 4 জুলাই: বনকর্মীর গুলিতে প্রাণ হারালেন এক বস্তিবাসী । প্রতিবাদে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন বনবস্তি এলাকার বাসিন্দারা । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছলে তাদের সামনেও বিক্ষোভ দেখানো হয় । পুলিশের সামনেই দেহ রেখে বিক্ষোভ দেখান বনবস্তির বাসিন্দারা । মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের খুট্টিমারী এলাকার ঘটনা ।

স্থানীয়দের দাবি কোনওমতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিতে দেওয়া হবে না, যতক্ষণ না পর্যন্ত বন দফতরের আধিকারিকরা এসে ঠিক কী কারণে গুলি করা হল ওই ব্যক্তিকে যদি তার উত্তর না দেন । মৃত ব্যক্তির নাম জিতেন রাভা (44) । স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন ৷ সেই সময় বনকর্মীরা গুলি চালায় । তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলার সময় মৃত্যু হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ।

খবর পেতেই ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া-সহ ধূপগুড়ি থানার আইসি । এদিকে পরিস্থিতি আরও বেগতিক হতেই ধূপগুড়ি থানার তরফে ডেকে নেওয়া হয় র‍্যাফ বাহিনীকে ।

বন বস্তিবাসীদের দাবি, জঙ্গলের মধ্যে বসবাসকারী মানুষদের বংশানুক্রমে জঙ্গলের কাঠকুটো কুড়িয়ে আসছে । যদি তাকে অপরাধী বলে মনে হয় তাহলে গ্রেফতার করা যেত । কিন্তু নৃশংসভাবে খুন করা হয়েছে । ওই ব্যক্তির দেহ তাঁর নিজের বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকায় উত্তেজনা দেখা দেয় । এরপর অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া স্থানীয় বাসিন্দা রবি রাভাকে বন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিলে পরিস্থিতি স্থিতিশীল হয় ।

রবি রাভার দাবি, কেন গুলি চালানো হল, বনকর্মীদের মধ্যে কে গুলি চালাল তাকে অবিলম্বে সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কড়া শাস্তি দিতে হবে ৷ মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সহযোগিতা করতে হবে ৷ তাহলেই এলাকার লোকজন ক্ষান্ত হবে, না হলে দেহ নিয়ে জাতীয় সড়কে বিক্ষোভে বসবে ৷

আরও পড়ুন : 'গ্যাসের দাম কমাক সরকার', কাতর আর্জি আলিপুয়ারদুয়ারের চা-শ্রমিকদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.