ETV Bharat / state

North Bengal Weather: অতি বৃষ্টিতে ভাসছে পাহাড়, বিপর্যস্ত জনজীবন

পাহাড়ের জলে প্লাবিত সমতল । বিরবি সেতু ভেঙে ভারত ভুটানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েগিয়েছে । তিস্তা, জলঢাকা, তোর্ষা নদীর সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করছে সেচ দফতর ৷

ETV Bharat
অতি বৃষ্টিতে ভাসছে পাহাড়
author img

By

Published : Jul 13, 2023, 5:20 PM IST

অতি বৃষ্টিতে ভাসছে পাহাড়

জলপাইগুড়ি, 13 জুলাই: তিস্তা, জলঢাকা নদীতে লাল সতর্কতা জারি করল সেচ দফতর । পাশাপাশি আলিপুরদুয়ারের তোর্সা নদীর তীরবর্তী এলাকাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে । এদিকে তিস্তা ও জলপাইগুড়ি নদীর সংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর ৷ জলের তোড়ো ভেসে গিয়েছে বিরবি সেতু ৷ তার জেরেই ভারতের সঙ্গে ভুটানের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷

পাহাড়ে অবিরাম বৃষ্টিতে ভাসেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা । আলিপুরদুয়ারের ভারত-ভুটান সীমান্তের কালচিনি ব্লকও জলমগ্ন । অন্যদিকে, জলপাইগুড়ি জেলায় ভুটানের জলে হাতিনালার জলে হড়পাবানে প্লাবিত হয়েছে ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা ৷ বিন্নাগুড়ি, কালচিনি এলাকার একাধিক চা বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে ।

সিকিম পাহাড়ে একাধিক বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী । তিস্তা নদী এলকার গাজোল ডোবা ব্যারেজ থেকে ইতিমধ্যেই 2500 কিউসেক জল ছাড়া হয়েছে । নদী সংলগ্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে । এছাড়া ডুয়ার্সের 31 নম্বর জাতীয় সড়কের নিকচবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । মেচপাড়ার বানভাসীদের উদ্ধারে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগ, দক্ষিণে বৃষ্টির লুকোচুরি

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ডায়নাতে সর্বোচ্চ 289.4 মিলিমিটার, মূর্তিতে 188.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে । এছাড়াও সিকিমের মঙ্গনে 247 মিলিমিটার, আলিপুরদুয়ারের বক্সাতে 210.2 মিলিমিটার, কুমারগ্রামে 136.2 মিলিমিটার, চম্পাসারিতে 154.6 মিলিমিটার, ঝালঙে 199.3 মিলিমিটার, গাজোলডোবায় 167.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে । বিশেষত তিস্তা নদীর কালিম্পং, সিকিম এলাকাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে ।

অতি বৃষ্টিতে ভাসছে পাহাড়

জলপাইগুড়ি, 13 জুলাই: তিস্তা, জলঢাকা নদীতে লাল সতর্কতা জারি করল সেচ দফতর । পাশাপাশি আলিপুরদুয়ারের তোর্সা নদীর তীরবর্তী এলাকাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে । এদিকে তিস্তা ও জলপাইগুড়ি নদীর সংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর ৷ জলের তোড়ো ভেসে গিয়েছে বিরবি সেতু ৷ তার জেরেই ভারতের সঙ্গে ভুটানের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷

পাহাড়ে অবিরাম বৃষ্টিতে ভাসেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা । আলিপুরদুয়ারের ভারত-ভুটান সীমান্তের কালচিনি ব্লকও জলমগ্ন । অন্যদিকে, জলপাইগুড়ি জেলায় ভুটানের জলে হাতিনালার জলে হড়পাবানে প্লাবিত হয়েছে ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা ৷ বিন্নাগুড়ি, কালচিনি এলাকার একাধিক চা বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে ।

সিকিম পাহাড়ে একাধিক বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী । তিস্তা নদী এলকার গাজোল ডোবা ব্যারেজ থেকে ইতিমধ্যেই 2500 কিউসেক জল ছাড়া হয়েছে । নদী সংলগ্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে । এছাড়া ডুয়ার্সের 31 নম্বর জাতীয় সড়কের নিকচবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । মেচপাড়ার বানভাসীদের উদ্ধারে উদ্ধারকারীদের পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগ, দক্ষিণে বৃষ্টির লুকোচুরি

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ডায়নাতে সর্বোচ্চ 289.4 মিলিমিটার, মূর্তিতে 188.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে । এছাড়াও সিকিমের মঙ্গনে 247 মিলিমিটার, আলিপুরদুয়ারের বক্সাতে 210.2 মিলিমিটার, কুমারগ্রামে 136.2 মিলিমিটার, চম্পাসারিতে 154.6 মিলিমিটার, ঝালঙে 199.3 মিলিমিটার, গাজোলডোবায় 167.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে । বিশেষত তিস্তা নদীর কালিম্পং, সিকিম এলাকাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.