ETV Bharat / state

Tunnel missing : জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক - জম্মুতে সুড়ঙ্গে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক

জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির পাঁচ যুবক (jammu tunnel missing) ৷ সুরঙ্গে কাজ করার সময় ধস নেমে এই বিপত্তি ঘটে ৷ এদিকে নিখোঁজদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ৷

Tunnel missing news
জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক
author img

By

Published : May 20, 2022, 7:24 PM IST

ধূপগুড়ি, 20 মে : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একসঙ্গে নিখোঁজ হলেন বাংলার পাঁচ যুবক (jammu tunnel missing)। চলতি মাসের 3 তারিখে ধূপগুড়ি থেকে ওই যুবকরা জম্মুর রাম্বনে সুড়ঙ্গের কাজ করতে যান । তাঁরা সকলেই ধূপগুড়ি ব্লকের বাসিন্দা ।

নিখোঁজদের মধ্যে রয়েছে ধূপগুড়ি যাত্রাবাড়ী এলাকার অর্থাৎ গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের তিনজন এবং মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিক পাড়া এলাকার দু'জন ৷ বলে। এই পাঁচ জনের মধ্যে সকলের বয়স 20-35 এর মধ্যে। নিখোঁজদের নাম পরিমল রায় (35), দীপক রায় (30), সুধীর রায় (31), যাদব রায় (23), গৌতম রায় (22) ৷

জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক

আরও পড়ুন : Landslide in Andal : অন্ডালে কুয়োর পাশে মাটিতে ধস, জলসংকটে সিদুলি গ্রাম

জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, একটি দুর্ঘটনার খবর মিলেছে ৷ বৃহস্পতিবার সুরঙ্গে কাজ করার সময় ধস নামে । তাতে ধূপগুড়ির পাঁচ যুবক রয়েছে বলে খবর এসেছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । শুক্রবার নিখোঁজের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ৷ পরিবারের সঙ্গে কথা বললেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত । তিনি পরিবারের লোকজনকে জানান, একটি দুর্ঘটনা ঘটেছে । তবে খোঁজ নেওয়া হচ্ছে । এলাকায় থানার অফিসার রাখা হচ্ছে । দরকারে জানাতে বলা হয়েছে । পুলিশ পাশে থাকবে ।

এদিকে নিখোঁজ যাদব রায়ের জামাইবাবু সুনীল রায় বলেন, "সুড়ঙ্গের কাজ করতে গিয়েছিল । পরিবারের কাছে খবর এসেছে গতকাল কাজ করার সময় ধস নামে । শুনেছি 10 থেকে 12 জন আটকে পড়েছে । এখনও বের করা সম্ভব হয়নি । সেখানে পশ্চিম মল্লিকপাড়া এলাকার দু'জন যুবক ছিল।"

ধূপগুড়ি, 20 মে : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একসঙ্গে নিখোঁজ হলেন বাংলার পাঁচ যুবক (jammu tunnel missing)। চলতি মাসের 3 তারিখে ধূপগুড়ি থেকে ওই যুবকরা জম্মুর রাম্বনে সুড়ঙ্গের কাজ করতে যান । তাঁরা সকলেই ধূপগুড়ি ব্লকের বাসিন্দা ।

নিখোঁজদের মধ্যে রয়েছে ধূপগুড়ি যাত্রাবাড়ী এলাকার অর্থাৎ গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের তিনজন এবং মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিক পাড়া এলাকার দু'জন ৷ বলে। এই পাঁচ জনের মধ্যে সকলের বয়স 20-35 এর মধ্যে। নিখোঁজদের নাম পরিমল রায় (35), দীপক রায় (30), সুধীর রায় (31), যাদব রায় (23), গৌতম রায় (22) ৷

জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক

আরও পড়ুন : Landslide in Andal : অন্ডালে কুয়োর পাশে মাটিতে ধস, জলসংকটে সিদুলি গ্রাম

জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, একটি দুর্ঘটনার খবর মিলেছে ৷ বৃহস্পতিবার সুরঙ্গে কাজ করার সময় ধস নামে । তাতে ধূপগুড়ির পাঁচ যুবক রয়েছে বলে খবর এসেছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । শুক্রবার নিখোঁজের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ৷ পরিবারের সঙ্গে কথা বললেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত । তিনি পরিবারের লোকজনকে জানান, একটি দুর্ঘটনা ঘটেছে । তবে খোঁজ নেওয়া হচ্ছে । এলাকায় থানার অফিসার রাখা হচ্ছে । দরকারে জানাতে বলা হয়েছে । পুলিশ পাশে থাকবে ।

এদিকে নিখোঁজ যাদব রায়ের জামাইবাবু সুনীল রায় বলেন, "সুড়ঙ্গের কাজ করতে গিয়েছিল । পরিবারের কাছে খবর এসেছে গতকাল কাজ করার সময় ধস নামে । শুনেছি 10 থেকে 12 জন আটকে পড়েছে । এখনও বের করা সম্ভব হয়নি । সেখানে পশ্চিম মল্লিকপাড়া এলাকার দু'জন যুবক ছিল।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.