ETV Bharat / state

Guwahati Bikaner Express Derail : প্রাণে বাঁচলেও খোয়া গিয়েছে বিয়ের টাকা, উদ্ধারের আশায় ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে পাত্র-পাত্রী পক্ষ - Guwahati Bikaner Express Derailed

প্রাণে বেঁচে গিয়েছেন বটে ৷ কিন্তু খোয়া গিয়েছে মেয়ের বিয়ের জন্য ধার করে আনা সমস্ত টাকা, বিয়ের সমস্ত অলংকার ৷ হারিয়েছেন এক প্রিয়জনকেও ৷ দুর্ঘটনার পর তাঁদেরও উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপাতালে ৷ শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই কনেপক্ষ হাজির হয়েছিল দুর্ঘটনাস্থলে ৷

Guwahati Bikaner Express Derail
দুর্ঘটনায় খোয়া গিয়েছে সব, মেয়ের বিয়ের জমানো অর্থের খোঁজে ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে বাবা
author img

By

Published : Jan 15, 2022, 6:50 PM IST

ময়নাগুড়ি, 15 জানুয়ারি : কোচবিহারে দেশের বাড়ি থেকে মেয়ের বিয়ে দেবেন ৷ তাই সপরিবারে জয়পুর থেকে আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসে ফিরছিলেন নরেশ বর্মন ৷ মেয়ের বিয়ের জন্য গচ্ছিত টাকাপয়সা, গয়না সবই ছিল সঙ্গে ৷ কিন্তু বৃহস্পতিবার ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনায় সব খুঁইয়ে কার্যত সর্বস্বান্ত তিনি (Father lost all the savings for his daughter marriage in Mainaguri train derail incident) ৷

প্রাণে বেঁচে গিয়েছেন বটে ৷ কিন্তু খোয়া গিয়েছে মেয়ের বিয়ের জন্য ধার করে আনা সমস্ত টাকা, বিয়ের সমস্ত অলংকার ৷ হারিয়েছেন এক প্রিয়জনকেও ৷ দুর্ঘটনার পর তাঁদেরও উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপাতালে ৷ শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পাত্রীপক্ষ হাজির হয়েছিল দুর্ঘটনাস্থলে ৷ আশা নেই, তবুও খোয়া যাওয়া নগদ টাকা, সোনার গয়নার খোঁজেই দুর্ঘটনাস্থলে আসা তাঁদের ৷

পাত্রীপক্ষ কেবল নয় ৷ দুর্ঘটনার কবলে পড়া আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসে ফিরছিল পাত্রপক্ষও ৷ পাত্র পরিবারের সকলে সুরক্ষিত থাকলেও বিয়ের জন্য সঞ্চিত অর্থ খুঁইয়ে দিশাহীন তারাও ৷ ঘটনার আকস্মিকতা ছেড়ে এখনও বেরিয়ে আসতে পারেনি কেউই ৷ যদিও রেলের তরফে খোয়া যাওয়া সমস্ত জিনিস ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে দুই পরিবারকে ৷

আরও পড়ুন : Bikaner Guwahati Express Derail : জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনায় মৃত্যু আসানসোলের রেলকর্মীর, জানে না অন্তঃসত্ত্বা স্ত্রী

বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয় 15633 আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ওই এক্সপ্রেসের 12টি বগি লাইনচ্যুত হয় ৷ মারা যান ন‘জন ৷

ময়নাগুড়ি, 15 জানুয়ারি : কোচবিহারে দেশের বাড়ি থেকে মেয়ের বিয়ে দেবেন ৷ তাই সপরিবারে জয়পুর থেকে আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসে ফিরছিলেন নরেশ বর্মন ৷ মেয়ের বিয়ের জন্য গচ্ছিত টাকাপয়সা, গয়না সবই ছিল সঙ্গে ৷ কিন্তু বৃহস্পতিবার ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনায় সব খুঁইয়ে কার্যত সর্বস্বান্ত তিনি (Father lost all the savings for his daughter marriage in Mainaguri train derail incident) ৷

প্রাণে বেঁচে গিয়েছেন বটে ৷ কিন্তু খোয়া গিয়েছে মেয়ের বিয়ের জন্য ধার করে আনা সমস্ত টাকা, বিয়ের সমস্ত অলংকার ৷ হারিয়েছেন এক প্রিয়জনকেও ৷ দুর্ঘটনার পর তাঁদেরও উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপাতালে ৷ শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পাত্রীপক্ষ হাজির হয়েছিল দুর্ঘটনাস্থলে ৷ আশা নেই, তবুও খোয়া যাওয়া নগদ টাকা, সোনার গয়নার খোঁজেই দুর্ঘটনাস্থলে আসা তাঁদের ৷

পাত্রীপক্ষ কেবল নয় ৷ দুর্ঘটনার কবলে পড়া আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসে ফিরছিল পাত্রপক্ষও ৷ পাত্র পরিবারের সকলে সুরক্ষিত থাকলেও বিয়ের জন্য সঞ্চিত অর্থ খুঁইয়ে দিশাহীন তারাও ৷ ঘটনার আকস্মিকতা ছেড়ে এখনও বেরিয়ে আসতে পারেনি কেউই ৷ যদিও রেলের তরফে খোয়া যাওয়া সমস্ত জিনিস ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে দুই পরিবারকে ৷

আরও পড়ুন : Bikaner Guwahati Express Derail : জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনায় মৃত্যু আসানসোলের রেলকর্মীর, জানে না অন্তঃসত্ত্বা স্ত্রী

বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয় 15633 আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ওই এক্সপ্রেসের 12টি বগি লাইনচ্যুত হয় ৷ মারা যান ন‘জন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.