ETV Bharat / state

গজোলডোবায় 'জয়শ্রীরাম' ধ্বনি দিয়ে চাষ কৃষকদের

জয়শ্রীরাম ধ্বনি দিয়ে গেরুয়া আবির খেলে গজোলডোবায় চাষাবাদ শুরু করল আন্দোলনরত কৃষকরা ।

কৃষকরা লাঙল চাষ করছে
author img

By

Published : Jun 10, 2019, 6:37 PM IST

জলপাইগুড়ি, 10 জুন : কৃষক আন্দোলনের কাছে আগেই হার মেনেছিল রাজ্য সরকার । সেইমতো রাজ্য সরকারের 'ভোরের আলো' প্রকল্পের আওতায় গজোলডোবার জমিতে হেলিপ্যাডের জন্য লাগানো সাইনবোর্ড খুলে নিয়েছিল দু'দিন আগে । আজ সেই জমিতে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে গেরুয়া আবির খেলে লাঙল চাষ করল কৃষকরা । ভূমি রক্ষা কমিটি ও কিষাণ মোর্চার সদস্যরা আজ দাঁড়িয়ে থেকে সেখানে চাষাবাদ করান ।

রাজ্য সরকারের 'ভোরের আলো' প্রকল্পের জন্য গজোলডোবার মিলনপল্লিতে হেলিপ্যাড তৈরির পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার । সেইমতো কাজ শুরু করে প্রশাসন । কিন্তু তখনই বেঁকে বসেন জমির কৃষকরা । তাঁদের অভিযোগ, সম্পূর্ণ অন্ধকারে রেখেই সেই জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । এরপরেই BJP-র ছাতার তলায় এসে ভূমি রক্ষা কমিটির নাম দিয়ে আন্দোলনে নামেন কৃষকরা । আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামে ভারতীয় কিষাণ মোর্চা । শান্তিপূর্ণভাবে আন্দোলন করে কোনও সুরাহা না হওয়ায় 3 জুন বৈঠকে বসেন স্থানীয় কৃষকরা । উপস্থিত ছিলেন BJP-র কিষাণ সভার রাজ্য নেতারাও । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমিতে থাকা সরকারি খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে ।

8 জুন সেখানে গৌতম দেব গেলে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয় । তিনি জানান, কৃষকদের পাট্টা সঠিক থাকলে এক ইঞ্চি জমি নেওয়া হবে না । এরপরেই জমির কোনও পাট্টা আছে কি না তা খতিয়ে দেখা হয় । বেশ কিছু জায়গায় রাজ্য সরকারের তরফে জমির পাট্টা দেওয়া হয়েছে বলে জানা যায় । তাই সরকারি খাস জমিতে প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর । তারপরেই প্রশাসনের তরফে প্রকল্পের সাইনবোর্ড খুলে নেওয়া হয় । আজ সেই জায়গায় চাষাবাদ শুরু করল কৃষকরা ।

গজোলডোবা ভূমিরক্ষা কমিটির চেয়ারম্যান নকুল দাস বলেন, "কৃষকদের পাট্টা থাকা জমিতে রাজ্য সরকার হেলিপ্যাড তৈরি করছিল । আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম । আজ সেখানে চাষ করল কৃষকরা । আমরা কৃষকদের পাট্টা পাওয়া জমি কিছুতেই রাজ্য সরকারকে নিতে দেব না । কৃষকদের পাশে BJP-র কিষাণ মোর্চা আছে ও থাকবে ।"

জলপাইগুড়ি, 10 জুন : কৃষক আন্দোলনের কাছে আগেই হার মেনেছিল রাজ্য সরকার । সেইমতো রাজ্য সরকারের 'ভোরের আলো' প্রকল্পের আওতায় গজোলডোবার জমিতে হেলিপ্যাডের জন্য লাগানো সাইনবোর্ড খুলে নিয়েছিল দু'দিন আগে । আজ সেই জমিতে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে গেরুয়া আবির খেলে লাঙল চাষ করল কৃষকরা । ভূমি রক্ষা কমিটি ও কিষাণ মোর্চার সদস্যরা আজ দাঁড়িয়ে থেকে সেখানে চাষাবাদ করান ।

রাজ্য সরকারের 'ভোরের আলো' প্রকল্পের জন্য গজোলডোবার মিলনপল্লিতে হেলিপ্যাড তৈরির পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার । সেইমতো কাজ শুরু করে প্রশাসন । কিন্তু তখনই বেঁকে বসেন জমির কৃষকরা । তাঁদের অভিযোগ, সম্পূর্ণ অন্ধকারে রেখেই সেই জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । এরপরেই BJP-র ছাতার তলায় এসে ভূমি রক্ষা কমিটির নাম দিয়ে আন্দোলনে নামেন কৃষকরা । আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামে ভারতীয় কিষাণ মোর্চা । শান্তিপূর্ণভাবে আন্দোলন করে কোনও সুরাহা না হওয়ায় 3 জুন বৈঠকে বসেন স্থানীয় কৃষকরা । উপস্থিত ছিলেন BJP-র কিষাণ সভার রাজ্য নেতারাও । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমিতে থাকা সরকারি খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে ।

8 জুন সেখানে গৌতম দেব গেলে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয় । তিনি জানান, কৃষকদের পাট্টা সঠিক থাকলে এক ইঞ্চি জমি নেওয়া হবে না । এরপরেই জমির কোনও পাট্টা আছে কি না তা খতিয়ে দেখা হয় । বেশ কিছু জায়গায় রাজ্য সরকারের তরফে জমির পাট্টা দেওয়া হয়েছে বলে জানা যায় । তাই সরকারি খাস জমিতে প্রকল্পের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর । তারপরেই প্রশাসনের তরফে প্রকল্পের সাইনবোর্ড খুলে নেওয়া হয় । আজ সেই জায়গায় চাষাবাদ শুরু করল কৃষকরা ।

গজোলডোবা ভূমিরক্ষা কমিটির চেয়ারম্যান নকুল দাস বলেন, "কৃষকদের পাট্টা থাকা জমিতে রাজ্য সরকার হেলিপ্যাড তৈরি করছিল । আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম । আজ সেখানে চাষ করল কৃষকরা । আমরা কৃষকদের পাট্টা পাওয়া জমি কিছুতেই রাজ্য সরকারকে নিতে দেব না । কৃষকদের পাশে BJP-র কিষাণ মোর্চা আছে ও থাকবে ।"

Intro:জলপাইগুড়ি ঃকাঁধে লাঙল নিয়ে জয় শ্রীরাম ধ্বনী দিয়ে গেরুয়া আবির খেলে গাজোলডোবায় হেলিপ্যাডের জমিতে লাঙল দিয়ে চাষ করল কৃষকরা। কৃষকদের আন্দোলনের কাছে হার মেনে রাজ্য সরকার গাজোলডোবাতে হেলিপ্যাডের জন্য লাগানো সাইনবোর্ড খুলে নিয়েছিল দুদিন আগে।আজ সেই জায়গায় কৃষকরা নিজেদের জমিতে চাষাবাদ শুরু করল।যে যার পাট্টার জমিতে ট্রাক্টর, লাঙল দিয়ে চাষাবাদ শুরু করল।কৃষকদের চাষের জমি অধিগ্রহণ করে হেলিপ্যাড সহ ভোরের আলো প্রকল্পের কাজ করার জন্য জমি চিহ্নিতকরন করেছিল। কিন্তু এর পরেই বিজেপির ছাতার তলায় এসে ভুমি রক্ষা কমিটির নাম দিয়ে আন্দোলন্র নামে কৃষকরা।কৃষকদের আন্দোলনের চাপে পরে কার্য্র পিছু হাটতে হয় রাজ্য সরকারকেও। ।

জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গজল ডোবার মিলন পল্লীতে সরকারিভাবে অধিকৃত জমি পুনরুদ্ধার করল এলাকার চাষীরা, জমি ফিরে পাওয়ার আনন্দে গেরুয়া আবীর মাখলেন সমস্ত কৃষক আন্দোলন কারীরা, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোর জন্য গাজলডোবা মিলন পল্লীতে হেলিপ্যাড তৈরি করবার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার, আর সেই কারণে জমি চিহ্নিত করা হয়েছিল, কিন্তু এলাকার চাষীদের দাবি দীর্ঘ চল্লিশ বছর ধরে ওই জমিতে চাষাবাদ করত।কিন্তু , সরকার জমি নেওয়ার পর থেকেই আন্দোলনের নামে ভূমি রক্ষা কমিটি তাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামে ভারতীয় জনতা কিষাণ মোর্চা, আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যের পর্যটন মন্ত্রীকেও

ভুমি রক্ষা কমিটির আন্দোলন ফলে কৃষকরা পর্যটন মন্ত্রী ঘটনাস্থলে এলে রাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় দুদিন আগে। এরপরেই জমির কোন পাট্টা আছে কিনা তা খতিয়ে দেখা হয়।দেখা যায় বেশ কিছু জায়গায় জমির পাট্টা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।তাই সেই জায়গা থেকে প্রকল্প তুলে নিয়ে সরকারি খাস জমিতে প্রকল্পের কাজ করা হবে বলে সিদ্ধান্ত হয় বলে সুত্রের খবর।

এর আগেই পর্যট গৌতম দেব জানিয়েছিল কৃষকদের পাট্টা সঠিক থাকলে এক ইঞ্চি জমি নেওয়া হবে না, তারপরেই প্রশাসন প্রকল্পের ফলক তুলে নিয়ে চলে আসে।আজ সেই জায়গায় চাষাবাদ শুরু করল সেখানকার কৃষকরা।কিষান মোর্চা ও ভুমি রক্ষা কমিটির সদস্যরা দাঁড়িয়ে থেকে চাষাবাদ শুরু করান।

এদিকে গাজোলডোবা ভুমিরক্ষা কমিটির চেয়ারম্যান নকুল দাস বলেন কৃষকদের পাট্টা থাকা জমিতে রাজ্য সরকার হেলিপ্যাড বানাচ্ছিল আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম।আজ কৃষকরা কৃষকদের জমিতে চাষাবাদ শুরু করল।আমরা কৃষকদের পাট্টা পাওয়া জমি কিছুতেই রাজ সরকারকে নিতে দেব না।
কৃষকদের পাশে বিজেপির কিষান মোর্চা আছে এবং থাকবে।কোন ভাবেই কৃষকের জমি সরকারকে ছিনিয়ে নিতে আমরা দেব না। কিষান মোর্চা কৃষকদের পাশে থেকে তাদের প্রাপ্য জমি তাদের ফিরিয়ে দিল বলে নকুল দাস জানান।Body:WB_JAL_10JUNE_KISHAN_MORCHA_GAJOLDOBA_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_10JUNE_KISHAN_MORCHA_GAJOLDOBA_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.