জলপাইগুড়ি, 22 ডিসেম্বর : হাতির হানায় মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে ৷ রাজ্য সরকারের এই ঘোষণা মতো চাকরি না পেয়ে এবার জলপাইগুড়ি জেলা পুলিশের দ্বারস্থ হল মৃতদের পরিবার (Agitation in Police Superintendent Office for Job demand in Jalpaiguri) ৷ জলপাইগুড়ি বনবিভাগের একাংশ আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ৷ ফলে তাঁদের চাকরির ব্যবস্থা কারা করবে ? সেই নিয়ে বিপাকে পড়েছেন হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যরা ৷
হাতির হানায় মৃতের পরিবারকে (Elephant Attack Death in Jalpaiguri) চাকরি দেবে রাজ্য সরকার ৷ গত বছর 20 নভেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ রাজ্যের 11টি জেলার 434 জনকে হোম গার্ডে চাকরি দেওয়ার কথা বলা হয় সেই বিজ্ঞপ্তিতে ৷ যার মধ্যে আলিপুরদুয়ারের 104 জন, জলপাইগুড়ি 110 জনের নাম ছিল ৷ যেখানে 2015 সাল থেকে 2020 সালের অগস্ট মাস পর্যন্ত হাতির হানায় মৃতদের পরিবারের একজনকে চাকরির কথা বলা ছিল ৷ অভিযোগ সেই ঘোষণার এক বছর হয়ে গেলেও এখনও চাকরি পাননি মৃতদের পরিবারের সদস্যরা ৷
আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা সুজাতা বিশ্বাস আচার্য জানান, তাঁর স্বামী হাতির হানায় মারা গিয়েছেন ৷ সরকারের ঘোষণা মত এখনও তাঁরা চাকরি পাননি ৷ তিনি বলেন, ‘‘আমরা ফালাকাটার বাসিন্দা হওয়ায় সমস্যায় পড়েছি ৷ ফালাকাটা জেলা আলিপুরদুয়ারে হলেও, জলপাইগুড়ি বনবিভাগের অন্তর্গত দলগাও এলাকায় আমার স্বামী হাতি হানায় মারা যান ৷ ফলে আমাদের চাকরি কোন জেলার পুলিশ দেবে ? কারা বিষয়টি দেখছে ? তা আমরা বুঝে উঠতে পারছি না ৷ আমরা তাই জলপাইগুড়ি বনবিভাগেও যোগাযোগ করেছি ৷ এমনকি জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দ্বারস্থও হয়েছি ৷
আরও পড়ুন : Elephant : গরু চরাতে গিয়ে নকশালবাড়িতে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের
এ নিয়ে আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দা শিবা ওড়াও বলেন, আমার মাও হাতির হানায় মারা গেছেন । কিন্তু, বীরপাড়া জলপাইগুড়ি বনবিভাগের অন্তর্গত হওয়ায় আমরাও বিপাকে পড়েছি ৷ এ দিকে কেএলও জঙ্গিদের গুলিতে নিহতদের পরিবারের ছয় সদস্য এখনও চাকরি পাননি ৷ তাঁরাও আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন চাকরির দাবিতে ৷ তবে, জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারের ঘোষণা মতো হাতির হানায় মৃতদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে ৷