ETV Bharat / state

লোকালয়ে হানা 'মস্তান'-এর, সাবাড় মজুত খাবার - ধুপগুড়ি

এলাকায় ঢুকে চার-পাঁচটি বাড়িতে হামলা চালাল হাতি ৷ ঘরের দেওয়াল ভেঙে মজুত চাল খেয়ে ফেলে ৷ তারপর স্থানীয়রা বাজি ফাটালে পালিয়ে জঙ্গলে ঢুকে যায় ৷

মস্তান
মস্তান
author img

By

Published : Jan 1, 2020, 9:46 PM IST

Updated : Jan 1, 2020, 10:43 PM IST

ধুপগুড়ি, 1 জানুয়ারি : বছরের শুরুতেই লোকালয়ে ঢুকে পড়ল 'মস্তান' ৷ তারপরই হামলা বাড়িতে বাড়িতে ৷ ঢুকতে না পেরে বাড়ির দেওয়াল ভেঙে সাবাড় করল মজুত খাবারও ৷ বর্ষবরণ শেষে যখন মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন হাতির তাণ্ডবের এমনই ঘটনা নজরে এল ধুপগুড়ি ব্লকের নিরঞ্জন পাট, পূর্বাপাড়া এলাকায় ৷

আজ ভোররাতে সোনাখালি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি ৷ তারই নাম 'মস্তান' ৷ এলাকায় ঢুকে কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় সে ৷ তার হানায় ক্ষতিগ্রস্ত হয় চার-পাঁচটি বাড়ি ৷ সঙ্গে সঙ্গে খবর যায় বন বিভাগে ৷ তবে স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেয়নি ৷

বাড়ির দেওয়াল ভেঙে মজুত চাল খেয়ে ফেলে 'মস্তান'

ভোর পেরিয়ে সকাল হতেই দাঁতালটি বিকাশ রায় নামে এক ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করে ৷ ঘরের দেওয়াল ভেঙে মজুত রাখা চাল খেয়ে ফেলে ৷ স্থানীয়রা বাজি ফাটাতে শুরু করলে হাতিটি জঙ্গলে ঢুকে যায় ৷ পাঁচ-ছ'বছর পর এভাবে হাতি তাণ্ডব চালাল বলে জানান স্থানীয়রা ৷

ধুপগুড়ি, 1 জানুয়ারি : বছরের শুরুতেই লোকালয়ে ঢুকে পড়ল 'মস্তান' ৷ তারপরই হামলা বাড়িতে বাড়িতে ৷ ঢুকতে না পেরে বাড়ির দেওয়াল ভেঙে সাবাড় করল মজুত খাবারও ৷ বর্ষবরণ শেষে যখন মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন হাতির তাণ্ডবের এমনই ঘটনা নজরে এল ধুপগুড়ি ব্লকের নিরঞ্জন পাট, পূর্বাপাড়া এলাকায় ৷

আজ ভোররাতে সোনাখালি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি ৷ তারই নাম 'মস্তান' ৷ এলাকায় ঢুকে কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় সে ৷ তার হানায় ক্ষতিগ্রস্ত হয় চার-পাঁচটি বাড়ি ৷ সঙ্গে সঙ্গে খবর যায় বন বিভাগে ৷ তবে স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেয়নি ৷

বাড়ির দেওয়াল ভেঙে মজুত চাল খেয়ে ফেলে 'মস্তান'

ভোর পেরিয়ে সকাল হতেই দাঁতালটি বিকাশ রায় নামে এক ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করে ৷ ঘরের দেওয়াল ভেঙে মজুত রাখা চাল খেয়ে ফেলে ৷ স্থানীয়রা বাজি ফাটাতে শুরু করলে হাতিটি জঙ্গলে ঢুকে যায় ৷ পাঁচ-ছ'বছর পর এভাবে হাতি তাণ্ডব চালাল বলে জানান স্থানীয়রা ৷

Intro:Body:নতুন বছরে লোকালয়ে মস্তান,বাড়িতে ঢুকতে না পেরে ঘর ভেঙ্গে সাবার মজুত খাবার।বর্ষবরন সেরে বাড়ির লোক যখন ঘুমোচ্ছেন তখনই লোকালয়ে হানা দিল মস্তান। ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাট, পূর্বাপাড়া এলাকায় বুধবার ভোর রাতে সোনাখালি জঙ্গল থেকে ঢুকে পড়ে একটি দাতাল হাতি।বনদফতরের ভাষায় ঐ দাঁতালের নাম মস্তান।এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়িতে তান্ডব চালায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় ৪-৫ টি বাড়ি।ঘটনার খবর দেওয়া হয় বনদফতরে। তবে বনদফতরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ।এদিকে ভোর গড়িয়ে সকাল হতেই দাঁতালটি স্থানীয় বিকাশ রায় নামে এক ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করে।শেষ পর্যন্ত তার বাড়ির একটি ঘর ভেঙ্গে ঘরে মজুত রাখা চাল খেয়ে এলাকা ছাড়ে।এদিকে গ্রামবাসীরা হাতির উপস্থিতিতে পটকা ফাটাতে শুরু করলে হাতিটি জঙ্গলে ঢুকে যায়।

স্থানীয়বাসিন্দাদের দাবি এই এলাকায় সচরাচর হাতি আসে না।প্রায় ৫-৬ বছর আগে হাতি এসেছিল।সকলেই আতঙ্কে রয়েছে।বনদফতরকে জানানো হলে কোনো সাড়া পাওয়া যায়নি।তারা ঘটনাস্থলে আসেনি।Conclusion:
Last Updated : Jan 1, 2020, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.