ETV Bharat / state

বিন্নাগুড়ি সেনাছাউনিতে উদ্ধার হাতির দেহ - elephant dies in binnaguri

বিন্নাগুড়ি সেনাছাউনিতে দুই হাতির লড়াইয়ে এক হাতির মৃত্যু হয় ৷

binnaguri army camp
হাতির মৃত্যু
author img

By

Published : Aug 17, 2020, 7:30 PM IST

জলপাইগুড়ি, 17 অগাস্ট : বিন্নাগুড়ি সেনা ছাউনিতে উদ্ধার হল হাতির মৃতদেহ । আজ সকালে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে রাস্তার পাশেই হাতিটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থানে আসেন গোরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের কর্মীরা । ঘটনাস্থানে পৌঁছান অনানারি ওয়াল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি।


জানা গেছে, গতরাতে দু'টি হাতির লড়াইয়ের জেরে একটি হাতির মৃত্যু হয়েছে । মৃত হাতিটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ।

সেনাছাউনিতে হাতির মৃত্যু

রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, প্রাপ্তবয়স্ক পুরুষ হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজেদের মধ্যে মারপিটের ফলেই ওই হাতির মৃত্যু হয়েছে । মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে । ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ।

জলপাইগুড়ি, 17 অগাস্ট : বিন্নাগুড়ি সেনা ছাউনিতে উদ্ধার হল হাতির মৃতদেহ । আজ সকালে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে রাস্তার পাশেই হাতিটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থানে আসেন গোরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের কর্মীরা । ঘটনাস্থানে পৌঁছান অনানারি ওয়াল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি।


জানা গেছে, গতরাতে দু'টি হাতির লড়াইয়ের জেরে একটি হাতির মৃত্যু হয়েছে । মৃত হাতিটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ।

সেনাছাউনিতে হাতির মৃত্যু

রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, প্রাপ্তবয়স্ক পুরুষ হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজেদের মধ্যে মারপিটের ফলেই ওই হাতির মৃত্যু হয়েছে । মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে । ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.