ETV Bharat / state

জলপাইগুড়িতে ফের হাতির মৃতদেহ উদ্ধার - jalpaiguri

জলপাইগুড়িতে হাতির মৃত্যু ৷ তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 28, 2020, 1:40 PM IST

জলপাইগুড়ি , 28 অগাস্ট : ফের লোকালয়ে এসে হাতির মৃত্যু । জলপাইগুড়ির বানারহাটের ঘটনা ৷ সেখানকার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডুডুমারি গ্রামে সকালে একটি হাতির মৃতদেহ উদ্ধার হয় ।

গোরুমারা বন্যপ্রাণী বিভাগ সূত্রে খবর, আজ সকালে ওই পুরুষ হাতিটির দেহ পড়তে দেখেন এলাকার বাসিন্দারা ৷ বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে আসেন বনকর্মীরা ৷ তাঁদের বক্তব্য, কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি । ময়নাতদন্তের পরই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

হাতির মৃতদেহ উদ্ধার

১৬ অগাস্ট বিন্নাগুড়ি সেনা ছাউনিতে দুটি হাতির লড়াইয়ের জেরে একটি হাতির মৃত্যু হয় । এরপর নাগরাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর একটি হাতির মৃত্যু হয় ।

জলপাইগুড়ি , 28 অগাস্ট : ফের লোকালয়ে এসে হাতির মৃত্যু । জলপাইগুড়ির বানারহাটের ঘটনা ৷ সেখানকার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডুডুমারি গ্রামে সকালে একটি হাতির মৃতদেহ উদ্ধার হয় ।

গোরুমারা বন্যপ্রাণী বিভাগ সূত্রে খবর, আজ সকালে ওই পুরুষ হাতিটির দেহ পড়তে দেখেন এলাকার বাসিন্দারা ৷ বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে আসেন বনকর্মীরা ৷ তাঁদের বক্তব্য, কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি । ময়নাতদন্তের পরই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

হাতির মৃতদেহ উদ্ধার

১৬ অগাস্ট বিন্নাগুড়ি সেনা ছাউনিতে দুটি হাতির লড়াইয়ের জেরে একটি হাতির মৃত্যু হয় । এরপর নাগরাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর একটি হাতির মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.