জলপাইগুড়ি, 9 সেপ্টেম্বর: জামানত বাজেয়াপ্ত হল সিপিএম প্রার্থীর। শুক্রবার ফল ঘোষণা হয়েছে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ৷ সেখানে সিপিএম ভোট পেয়েছে 6.52 শতাংশ। ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে মোট ভোট পরেছিল দুই লক্ষ 10 হাজার 935টি। যেখানে বিজেপি'র প্রাপ্ত ভোটের শতাংশ 44.23 ৷ তৃণমূল ভোট পেয়েছে 46.28 শতাংশ, সিপিএম ভোট পেয়েছে 6.52 শতাংশ, অন্যন্যরা ভোট পেয়েছে 0.55 শতাংশ ৷
ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। চার হাজার 309 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। ধুপগুড়ির আসনে বিজেপি প্রার্থী 2021 সালে জয়ী হয়েছিলেন চার হাজার 355 ভোটে। বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন 93 হাজার 304টি ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় পেয়েছেন 97 হাজার 613টি ভোট। সিপিএম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় পেয়েছেন 13 হাজার 758টি ভোট। কেপিপি প্রার্থী রঞ্জিত রায় পেয়েছেন 1 হাজার 161টি ভোট। নোটাতে ভোট পরেছে এক হাজার 220টি ভোট।
2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি রায়কে হারিয়েছিলেন। বিষ্ণুপদ রায় পেয়েছিলেন এক লক্ষ চার হাজার 688টি ভোট, মিতালি রায় পেয়েছিলেন এক লক্ষ 333টি ভোট। চার হাজার 355 ভোটে তৃণমুল প্রার্থী মিতালি রায়কে হারিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী বিষ্ণুপদ রায়। তিনি পেয়েছিলেন 46 শতাংশ ভোট ৷ অন্যদিকে মিতালি রায় পেয়েছিলেন 44 শতাংশ ভোট।
উল্লেখনীয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় শ্বাসকষ্ট জনিত কারণে গত 25 জুলাই এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন। তাঁর মৃত্যুর পর ধুপগুড়ির বিধানসভার আসনটি ফাঁকা হয়। সেই আসনেই ফের নির্বাচন করা হল। বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "সংখ্যালঘু ভোট না পাওয়ার ফলেই আমাদের হার হয়েছে। ধুপগুড়ি শহরের মানুষ আমাদের ভোট দিলেও সংখ্যালঘু এলাকার ভোটাররা আমাদের ভোট দেননি। আমরা লড়াই করেছি। বারোঘরিয়া, মাগুরমারি, গাদং এলাকায় আমাদের নিরাশ করেছে ৷ এই এলাকাগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সাংগঠনিকভাবে আমরা ভালো কাজ করতে পারিনি।"
আরও পড়ুন: 'মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, কী করতে চলেছি'; ব্রাত্যকে পালটা হুঁশিয়ারি রাজ্যপালের
অন্যদিকে, তাদের ভোট কমেনি, বরং পঞ্চায়েতের নিরিখে ভোট বেড়েছে বলে জানান বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায়। তিনি বলেন, "পঞ্চায়েতে তৃণমুল প্রায় সব গ্রামপঞ্চায়েতই দখল করেছিল ৷ সেই নিরিখে মানুষ আমাদের অনেক ভোট দিয়েছে।" তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেন, "টাকা দিয়ে ভোট কেনা যায় না, তা প্রমানিত হল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে মানুষ আছে তা আরও একবার প্রমাণ হল। তবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ধুপগুড়ি মহকুমা ঘোষণা করার ফলে আমাদের পক্ষে জেতা সুবিধা হয়েছে। সংখ্যালঘুরা আমাদের পাশে আছে।" সিপিএম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় বলেন, "এতটা খারাপ ফল হবে ভাবতেই পারিনি। মানুষের রায় মাথা পেতে নিতে হবে।"