ETV Bharat / state

জলপাইগুড়িতে অনশন মঞ্চেই ইদ পালন জমিদাতাদের - Eid celebrated at Jalpaiguri

চাকরির দাবিতে অনশনে বসেছিলেন ৷ আজ সেই অনশন মঞ্চেই নমাজ় পড়লেন জমিদাতারা ৷

ইদ পালন
author img

By

Published : Aug 12, 2019, 10:11 PM IST

জলপাইগুড়ি, 12 অগাস্ট : ভাবতেই পারেননি পরিবার-পরিজন ছাড়া পালন করতে হবে ইদ ৷ কিন্তু নিজেদের দাবি পূরণের জন্য আজ অনশন মঞ্চে নমাজ় পড়ে ইদ পালন করলেন জলপাইগুড়ির জমিদাতারা ৷ ইতিমধ্যেই অুসস্থ হওয়ায় চিকিৎসাধীন 12 জন অনশনকারী ৷

চাকরি পাবে ৷ তাই জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনের এলাকায় সরকারি প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার শতাধিক মানুষ ৷ কিন্তু চাকরি পায়নি কেউই ৷ চাকরির দাবিতে 9 অগাস্ট (শুক্রবার) অনশনে বসেন তাঁরা ৷ আজ সকালে অনশন মঞ্চেই ইদের নমাজ় পড়েন 11 জন অনশনকারী ৷

অনশনরত রোশন করিম বলেন, "কোনওদিন ভাবিনি অনশন মঞ্চে ইদের নমাজ় পড়তে হবে ৷ আজ বাড়ি থেকে দূরে পরিবার ছেড়ে ইদ পালন করলাম ৷"

অনশনকারী নজরুল রহমান বলেন, "যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাব ৷ নেতা ও আধিকারিকরা অনশন মঞ্চে এসে মৌখিক আশ্বাস দিচ্ছেন ৷ কিন্তু তার বেশি কিছুই করছেন না ৷ তাই আমরা অনশন তুলতে চাই না ৷"

জলপাইগুড়ি, 12 অগাস্ট : ভাবতেই পারেননি পরিবার-পরিজন ছাড়া পালন করতে হবে ইদ ৷ কিন্তু নিজেদের দাবি পূরণের জন্য আজ অনশন মঞ্চে নমাজ় পড়ে ইদ পালন করলেন জলপাইগুড়ির জমিদাতারা ৷ ইতিমধ্যেই অুসস্থ হওয়ায় চিকিৎসাধীন 12 জন অনশনকারী ৷

চাকরি পাবে ৷ তাই জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনের এলাকায় সরকারি প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার শতাধিক মানুষ ৷ কিন্তু চাকরি পায়নি কেউই ৷ চাকরির দাবিতে 9 অগাস্ট (শুক্রবার) অনশনে বসেন তাঁরা ৷ আজ সকালে অনশন মঞ্চেই ইদের নমাজ় পড়েন 11 জন অনশনকারী ৷

অনশনরত রোশন করিম বলেন, "কোনওদিন ভাবিনি অনশন মঞ্চে ইদের নমাজ় পড়তে হবে ৷ আজ বাড়ি থেকে দূরে পরিবার ছেড়ে ইদ পালন করলাম ৷"

অনশনকারী নজরুল রহমান বলেন, "যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাব ৷ নেতা ও আধিকারিকরা অনশন মঞ্চে এসে মৌখিক আশ্বাস দিচ্ছেন ৷ কিন্তু তার বেশি কিছুই করছেন না ৷ তাই আমরা অনশন তুলতে চাই না ৷"

Intro:জলপাইগুড়িঃ- "কোনদিন ভাবতেই পারিনি যে অনশন মঞ্চে থেকে ঈদের নামাজ পরতে হবে। আজ বাড়িতে পরিবার ছেড়ে আজ অনশন করছি "আমরা বলে কেঁদে ফেললেন অনশনরত রোশন করিম। জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে সরকারি প্রকল্পের জন্য জমি দিয়ে চাকরি পায়নি শতাধিক ভুমিদাতারা।চাকরির দাবিতে তারা আমরন অনশনে বসেছেন।অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন।আজ অনশনমঞ্চেই ঈদের নামাজের ব্যবস্থা করা হয়।

Body:অনশনরত রোশন করিম জানান আজ বাড়িতে আমাদের ঈদের দিনের আনন্দ করার কথা। কিন্তু আমরা আজ অনশন করছি।ঈদের দিনে বাড়িতে পরিবারের সাথে না থেকে অনশন মঞ্চে নামাজ পরতে হল আমাদের। সরকারি প্রকল্পের জন্য জমি দিয়ে আজ আমরা নিঃস্ব।চাকরির দাবিতে আমরা অনশন করছি দিদিকে বলব আমাদের বিষয়টি আপনি দেখুন। দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ।জলপাইগুড়ি জেলা শাসকের দফতরের সামনে অনশন মঞ্চে বসেই ঈদ পালন করলেন জমিদাতা ১১জন অনশনকারী।আজ সকালে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে অনশন মঞ্চের সামনে বসে ঈদের নামাজ পাঠ করলেন ১১অনশনকারী।

Conclusion:আন্দোলনকারীদের নজরুল রহমানের দাবি, যতদিন না পর্যন্ত আমাদের চাকরির দাবি পুরন হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাবেন তারা।আজ আমরা অনশন মঞ্চেই ঈদের নামাজ পরলাম।একের পর এক নেতা ও আধিকারিকরা অনশন মঞ্চে এসে মৌখিক আশ্বাস দিচ্ছেন কিন্তু তার বেশি কিছু করছেন না।তাই আমরা অনশন তুলতে চাই না।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.