শিলিগুড়ি, 12 ফেব্রুয়ারি : পুলিশকে লক্ষ্য করে DYFI-র মিছিল থেকে ঢিল ছোড়া হয়েছে । জখম তিন পুলিশকর্মী । মিছিলের পর সাংবাদিক বৈঠকে একথা জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার অথর্ব ত্রিপুরারি । মিছিলের অনুমতি ছিল না বলেও জানান অথর্ব ত্রিপুরারি ।
বেকারদের কর্মসংস্থানের দাবিতে আজ উত্তরকন্যা অভিযান কর্মসূচি ছিল DYFI-এর ৷ বিরোধিতা ছিল NRC, NPR, CAA-রও । এয়ারভিউ মোড় সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয় ৷ 800 কর্মী সমর্থকদের নিয়ে উত্তরকন্যার দিকে রওনা দেন নেতৃত্বরা । কিন্তু, তিনবাত্তির মোড়ে সেই মিছিল আটকে দেয় শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ ৷ বাধা অতিক্রম করে এগোনোর চেষ্টা করে বাম কর্মী-সমর্থকরা ৷
ভাঙা হয় পুলিশ ব্যারিকেড । পুলিশের অভিযোগ, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় । ঘটনায় তিনজন পুলিশ কর্মী আহত হন । এরপরেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান চালানো হয় । যদিও এদিনের ঘটনায় লাঠিচার্জ হয়নি বলেই দাবি পুলিশ কমিশনারের । অন্যদিকে, DYFI নেতৃত্বের অভিযোগ, তাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ৷ কিন্তু, পুলিশ তাদের বাধা দেয় ৷ বিনা প্ররোচনায় তাদের পথ আটকে দেয় ও আক্রমণ নামিয়ে আনে ৷
DYFI-র উত্তরকন্যা অভিযান শেষে এক জরুরিকালীন বৈঠকে পুলিশ কমিশনার অথর্ব ত্রিপুরারি বলেন, অনুমতি ছাড়াই মিছিল করা হয়েছিস । বাধা দেওয়া হলে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করা হয় । পুলিশ কর্মীদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয় । আহত হন তিনজন পুলিশ কর্মী । ঘটনায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি । যদিও ভিডিয়ো ফুটেজ রয়েছে । সেগুলি খতিয়ে দেখা হবে । নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে ।