ETV Bharat / state

Durga Puja 2022: ষষ্ঠী টু দশমী সম্পন্ন একই দিনে, এমনই দুর্গাপুজো রংধামালীতে - অন্য পুজো

দুর্গাপুজো, তাও আবার একদিনে ? হ্যাঁ, অবাক করার মতো হলেও সত্যি এটাই (Durga Puja 2022)৷ জলপাইগুড়ি জেলার রংধামালীতে একদিনেই সম্পন্ন হয় দশভূজার আরাধনা ৷

ETV Bharat
জলপাইগুড়ির রংধামালীতে একদিনের দুর্গাপুজো
author img

By

Published : Oct 13, 2022, 10:23 PM IST

জলপাইগুড়ি, 13 অক্টোবর: প্রতি বছর সপরিবারে উমা আসেন এখানে ৷ তবে চারদিনের লম্বা সফরে নয় ৷ আসেন একদিনের জন্য ৷ একদিনেই ষষ্ঠী থেকে দশমীর পুজো সম্পন্ন হয় (Durga Puja of One day in Jalpaiguri)৷ দীর্ঘ 141 বছর ধরে এমনই একদিনের দুর্গাপুজো চলে আসছে জলপাইগুড়ির রংধামালীতে ৷

এখানে মহিলারা বনদুর্গা পুজোর দিন নতুন শাঁখা পরেন । এটাই ঐতিহ্য জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালী এলাকার মহারাজ মেলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির । একদিনের এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো (One Day Durga Puja)৷ তবে শুধু দুর্গাই নন, তার পাশাপাশি তিনটি কালী প্রতিমারও পুজো হয় একসঙ্গে ৷ যার মধ্যে দু'টি শ্যামবর্ণা ও একটি নীলবর্ণের কালী প্রতিমা (Different Durga Puja)৷

আরও পড়ুন : দশমীর পর দুর্গাপুজোয় মাতে এই গ্রাম, দেবী পূজিত হন সোনামতি রূপে

কথিত আছে বৈকুন্ঠপুরের রাজ্য প্রসন্নদেব রায়কত স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন ৷ যেখানে স্বপ্ন দিয়ে দেবী জানিয়েছিলেন, লক্ষ্মীপুজোর পরে আগত বৃহস্পতিবারে তাঁর আরাধনা করার কথা ৷ তারপর থেকেই শুরু হয় এই পুজো ৷

জলপাইগুড়ির রংধামালীতে একদিনের দুর্গাপুজো

এই বিষয়ে পুজো কমিটির সভাপতি কৃষ্ণ দাস বলেন, "আমাদের এখানে এমন একটা পুজো হয় যেখানে গ্রামের সবাই বাইরে থেকে চলে আসেন । কোনও মহিলা বাইরে থাকেন না । এমনকি একদিনের এই পুজোয় মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় নতুন শাঁখাও পরেন । এই পুজোকে ঘিরে ভক্ত সমাগম হয় প্রচুর ৷ বসে মেলাও ৷"

আরও পড়ুন : নবমীতে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নয় কুমারীর পুজো

জলপাইগুড়ি, 13 অক্টোবর: প্রতি বছর সপরিবারে উমা আসেন এখানে ৷ তবে চারদিনের লম্বা সফরে নয় ৷ আসেন একদিনের জন্য ৷ একদিনেই ষষ্ঠী থেকে দশমীর পুজো সম্পন্ন হয় (Durga Puja of One day in Jalpaiguri)৷ দীর্ঘ 141 বছর ধরে এমনই একদিনের দুর্গাপুজো চলে আসছে জলপাইগুড়ির রংধামালীতে ৷

এখানে মহিলারা বনদুর্গা পুজোর দিন নতুন শাঁখা পরেন । এটাই ঐতিহ্য জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালী এলাকার মহারাজ মেলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির । একদিনের এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো (One Day Durga Puja)৷ তবে শুধু দুর্গাই নন, তার পাশাপাশি তিনটি কালী প্রতিমারও পুজো হয় একসঙ্গে ৷ যার মধ্যে দু'টি শ্যামবর্ণা ও একটি নীলবর্ণের কালী প্রতিমা (Different Durga Puja)৷

আরও পড়ুন : দশমীর পর দুর্গাপুজোয় মাতে এই গ্রাম, দেবী পূজিত হন সোনামতি রূপে

কথিত আছে বৈকুন্ঠপুরের রাজ্য প্রসন্নদেব রায়কত স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন ৷ যেখানে স্বপ্ন দিয়ে দেবী জানিয়েছিলেন, লক্ষ্মীপুজোর পরে আগত বৃহস্পতিবারে তাঁর আরাধনা করার কথা ৷ তারপর থেকেই শুরু হয় এই পুজো ৷

জলপাইগুড়ির রংধামালীতে একদিনের দুর্গাপুজো

এই বিষয়ে পুজো কমিটির সভাপতি কৃষ্ণ দাস বলেন, "আমাদের এখানে এমন একটা পুজো হয় যেখানে গ্রামের সবাই বাইরে থেকে চলে আসেন । কোনও মহিলা বাইরে থাকেন না । এমনকি একদিনের এই পুজোয় মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় নতুন শাঁখাও পরেন । এই পুজোকে ঘিরে ভক্ত সমাগম হয় প্রচুর ৷ বসে মেলাও ৷"

আরও পড়ুন : নবমীতে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নয় কুমারীর পুজো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.