ETV Bharat / state

Driver Save Elephant Life : ট্রেনের ব্রেক কষে হাতির প্রাণ বাঁচালেন চালক

রবিবার বামনহাট-শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের চালকের জন্য প্রাণে বাঁচল হাতি (Driver Save Elephant Life) ৷

Driver Save Elephant Life
ট্রেনের ব্রেক কষে হাতির প্রাণ বাঁচালেন চালক
author img

By

Published : May 30, 2022, 7:35 AM IST

জলপাইগুড়ি, 30 মে : ট্রেন দাঁড় করিয়ে রেললাইন থেকে বুনো হাতি বাঁচালেন ট্রেন চালক ৷ আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে বিভাগ সুত্রে জানা গিয়েছে, রবিবার বামনহাট-শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট একে মিশ্রা ও অভিষেক সাউ লক্ষ্য করেন রেলওয়ে ট্র‍্যাকের পাশেই দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে । ধীরে ধীরে হাতিটি রেল লাইনের ওপরে উঠে আসছে । সেই সময় প্যাসেঞ্জার ট্রেনের ব্রেক কষে হাতিকে বাঁচান ট্রেনের চালক (Driver Save Elephant Life)।

জানা যায়, নাগরাকাটা ও চালসার মাঝে রেলওয়ে ট্র‍্যাকের ওপর হাতিটি জঙ্গলের মধ্যে রেললাইন পারাপার করছিল । দূর থেকে দেখে ট্রেন চালক ব্রেক কষে হাতিটিকে বাঁচান ।

জঙ্গলের মধ্যে রেললাইন পারাপার করছে হাতি

আরও পড়ুন : ফের দু‘টি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি ঢুকল বীরভূমে

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সুত্রে জানানো হয়েছে, জঙ্গলের মাঝে প্রতিনিয়ত হাতি রেললাইনের ওপর দিয়ে পারাপার করে । ট্রেন চালকরা স্পিড লিমিট সঠিক রেখে বন্যপ্রাণীর দুর্ঘটনা রুখে দিয়ে প্রমাণ করল যে ওয়াইল্ডলাইফ ক্রসিং জোনে ট্রেনের গতিবেগ কম থাকে । যার ফলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে ।

জলপাইগুড়ি, 30 মে : ট্রেন দাঁড় করিয়ে রেললাইন থেকে বুনো হাতি বাঁচালেন ট্রেন চালক ৷ আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে বিভাগ সুত্রে জানা গিয়েছে, রবিবার বামনহাট-শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট একে মিশ্রা ও অভিষেক সাউ লক্ষ্য করেন রেলওয়ে ট্র‍্যাকের পাশেই দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে । ধীরে ধীরে হাতিটি রেল লাইনের ওপরে উঠে আসছে । সেই সময় প্যাসেঞ্জার ট্রেনের ব্রেক কষে হাতিকে বাঁচান ট্রেনের চালক (Driver Save Elephant Life)।

জানা যায়, নাগরাকাটা ও চালসার মাঝে রেলওয়ে ট্র‍্যাকের ওপর হাতিটি জঙ্গলের মধ্যে রেললাইন পারাপার করছিল । দূর থেকে দেখে ট্রেন চালক ব্রেক কষে হাতিটিকে বাঁচান ।

জঙ্গলের মধ্যে রেললাইন পারাপার করছে হাতি

আরও পড়ুন : ফের দু‘টি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি ঢুকল বীরভূমে

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সুত্রে জানানো হয়েছে, জঙ্গলের মাঝে প্রতিনিয়ত হাতি রেললাইনের ওপর দিয়ে পারাপার করে । ট্রেন চালকরা স্পিড লিমিট সঠিক রেখে বন্যপ্রাণীর দুর্ঘটনা রুখে দিয়ে প্রমাণ করল যে ওয়াইল্ডলাইফ ক্রসিং জোনে ট্রেনের গতিবেগ কম থাকে । যার ফলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.