ETV Bharat / state

লকডাউনের বাড়ছে কালোবাজারি, জলপাইগুড়ির ব্যবসায়ীদের হুঁশিয়ারি DM-এর - জলপাইগুড়ি

লকডাউনের মাঝেই জেলায় বাড়ছে কালোবাজারি । বৈঠকে ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই সুর বদলালো জলপাইগুড়ির জেলাশাসকের । জানিয়ে দিলেন, চড়া দামে বিক্রি করা যাবে না কোনও জিনিস ।

DM Office
জলপাইগুড়ি
author img

By

Published : Apr 11, 2020, 11:25 AM IST

জলপাইগুড়ি, 11 এপ্রিল : লকডাউনের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ সেরকম নেই । তারই সুযোগ নিচ্ছে কিছু ব্যবসায়ী । চড়া দামে বিক্রি করছে চাল, ডাল, সবজির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস । আর তাই জেলার ব্যবসায়ীদের এবিষয়ে হুঁশিয়ার করলেন জলপাইগুড়ির জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি । জানিয়ে দেন, কোনও জিনিসের দাম বেশি নিলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ।

গতকাল নিজের দপ্তরে জেলার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি ও জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি । বৈঠকে ব্যবসায়ীদের সঙ্গে বাজারে খাদ্যদ্রব্যের মজুত আছে কি না, নিত্য প্রয়োজনীয় জিনিস জেলায় আনার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হচ্ছে কি না তা নিয়ে আলোচনা করেন তাঁরা । সেখানেই ব্যবসায়ীরা জানান, খাদ্যদ্রব্যের মজুত আছে । কোনও সমস্যা হচ্ছে না । কিন্তু লকডাউনের সুযোগ নিয়ে কয়েকজন ব্যবসায়ী কালোবাজারি করছে । বেশি দামে জিনিস বিক্রি করছে ।

কালোবাজারির কথা শোনার পরই সুর বদলায় জেলা শাসকের । স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনও জিনিসের দাম বেশি নেওয়া যাবে না । জেলা শাসক বলেন, "কোনও জিনিসের দাম বেশি নেওয়া হলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধ কড়া পদক্ষেপ করা হবে । আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।" পাশাপাশি তিনি জানান, আজ থেকে জেলায় ফ্লাইং স্কয়্যাড ঘুরবে । কোনও ব্যবসায়ীকে চড়া দামে জিনিস দিতে দেখা গেলেই কড়া পদক্ষেপ করা হবে ।

জলপাইগুড়ি, 11 এপ্রিল : লকডাউনের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ সেরকম নেই । তারই সুযোগ নিচ্ছে কিছু ব্যবসায়ী । চড়া দামে বিক্রি করছে চাল, ডাল, সবজির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস । আর তাই জেলার ব্যবসায়ীদের এবিষয়ে হুঁশিয়ার করলেন জলপাইগুড়ির জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি । জানিয়ে দেন, কোনও জিনিসের দাম বেশি নিলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ।

গতকাল নিজের দপ্তরে জেলার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারি ও জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি । বৈঠকে ব্যবসায়ীদের সঙ্গে বাজারে খাদ্যদ্রব্যের মজুত আছে কি না, নিত্য প্রয়োজনীয় জিনিস জেলায় আনার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হচ্ছে কি না তা নিয়ে আলোচনা করেন তাঁরা । সেখানেই ব্যবসায়ীরা জানান, খাদ্যদ্রব্যের মজুত আছে । কোনও সমস্যা হচ্ছে না । কিন্তু লকডাউনের সুযোগ নিয়ে কয়েকজন ব্যবসায়ী কালোবাজারি করছে । বেশি দামে জিনিস বিক্রি করছে ।

কালোবাজারির কথা শোনার পরই সুর বদলায় জেলা শাসকের । স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনও জিনিসের দাম বেশি নেওয়া যাবে না । জেলা শাসক বলেন, "কোনও জিনিসের দাম বেশি নেওয়া হলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধ কড়া পদক্ষেপ করা হবে । আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।" পাশাপাশি তিনি জানান, আজ থেকে জেলায় ফ্লাইং স্কয়্যাড ঘুরবে । কোনও ব্যবসায়ীকে চড়া দামে জিনিস দিতে দেখা গেলেই কড়া পদক্ষেপ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.