ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে মহিলাকে গণপিটুনি, মার খেয়ে বাঁচালেন 2 পুলিশকর্মী

ছেলেধরা সন্দেহে অজ্ঞাতপরিচয় মূক ও বধির মহিলার পথ আটকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা । মূক ও বধির হওয়ায় তাদের কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই মহিলা ৷ এরপরই তাকে মারধর শুরু করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুই পুলিশকর্মী ৷ তাঁরা সেখান থেকে ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন ৷ স্থানীয়রা তাঁদেরও মারধর শুরু করে ৷ ভারত-ভুটান সীমান্ত এলাকায় জিতি চা বাগানের বর্ডার লাইন শ্রমিক বস্তির ঘটনা ।

ছেলেধরা সন্দেহে মহিলাকে গণপিটুনি
author img

By

Published : Jul 24, 2019, 10:05 AM IST

Updated : Jul 24, 2019, 1:36 PM IST

জলপাইগুড়ি, 24 জুলাই : ফের ছেলেধরা সন্দেহে এক মূক ও বধির মহিলাকে গণপিটুনি ৷ তাঁকে বাঁচাতে গিয়ে জখম হলেন দুই পুলিশকর্মী ৷ ভারত-ভুটান সীমান্ত এলাকায় জিতি চা বাগানের বর্ডার লাইন শ্রমিক বস্তির ঘটনা । জখম ওই দুই অফিসার সঞ্জয় ঘোষ এবং শুভজিৎ চক্রবর্তী ।

nagrakata
জখম 2 পুলিশকর্মী

গতকাল ছেলেধরা সন্দেহে অজ্ঞাপরিচয় ওই মূক ও বধির মহিলার পথ আটকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা । মূক ও বধির হওয়ায় তাদের কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই মহিলা ৷ এরপরই তাঁকে মারধর শুরু করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দুই পুলিশকর্মী ৷ তাঁরা সেখান থেকে ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন ৷ স্থানীয়রা তাঁদেরও মারধর শুরু করে ৷ খবর পেয়ে নাগারাটা থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তাঁরা ওই মহিলাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন ৷ প্রসঙ্গত, সোমবার নাগরাকাটায় গণপিটুনিতে খুন হন এক বহুরূপী । ওই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : নাগরাকাটায় ছেলেধরা সন্দেহে মাথা থেঁতলে খুন

কিন্তু, বারবার কেনও ঘটছে একই ঘটনা? কারা কী কারণে ছড়াচ্ছে এই গুজব? এই কাজে ইন্ধনই বা যোগাচ্ছে কারা?
এই নিয়ে প্রশ্ন উঠছে একাধিক ৷ মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, "এই ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে । যারা এই কাজে জড়িত বা যারা ইন্ধন যোগাচ্ছে কাউকে ছাড়া হবে না ।"

জলপাইগুড়ি, 24 জুলাই : ফের ছেলেধরা সন্দেহে এক মূক ও বধির মহিলাকে গণপিটুনি ৷ তাঁকে বাঁচাতে গিয়ে জখম হলেন দুই পুলিশকর্মী ৷ ভারত-ভুটান সীমান্ত এলাকায় জিতি চা বাগানের বর্ডার লাইন শ্রমিক বস্তির ঘটনা । জখম ওই দুই অফিসার সঞ্জয় ঘোষ এবং শুভজিৎ চক্রবর্তী ।

nagrakata
জখম 2 পুলিশকর্মী

গতকাল ছেলেধরা সন্দেহে অজ্ঞাপরিচয় ওই মূক ও বধির মহিলার পথ আটকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা । মূক ও বধির হওয়ায় তাদের কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই মহিলা ৷ এরপরই তাঁকে মারধর শুরু করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন দুই পুলিশকর্মী ৷ তাঁরা সেখান থেকে ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন ৷ স্থানীয়রা তাঁদেরও মারধর শুরু করে ৷ খবর পেয়ে নাগারাটা থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তাঁরা ওই মহিলাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন ৷ প্রসঙ্গত, সোমবার নাগরাকাটায় গণপিটুনিতে খুন হন এক বহুরূপী । ওই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : নাগরাকাটায় ছেলেধরা সন্দেহে মাথা থেঁতলে খুন

কিন্তু, বারবার কেনও ঘটছে একই ঘটনা? কারা কী কারণে ছড়াচ্ছে এই গুজব? এই কাজে ইন্ধনই বা যোগাচ্ছে কারা?
এই নিয়ে প্রশ্ন উঠছে একাধিক ৷ মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, "এই ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে । যারা এই কাজে জড়িত বা যারা ইন্ধন যোগাচ্ছে কাউকে ছাড়া হবে না ।"

Intro:nullBody:ফের ছেলেধরা সন্দেহে এক মূক ও বধির মহিলাকে আটক করে গনপিটুনির অভিযোগ উঠল।মহিলাকে উদ্ধার করতে গিয়ে গনপিটুনিতে জখম হলেন দুই পুলিশ অফিসার।বিশালপুলিশ বাহিনীর উপস্থিতিতে শেষ পর্যন্ত উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে ।ঘটনাটি ঘটেছে ভারত ভূটান সীমান্ত এলাকায় জিতি চাবাগানের বর্ডার লাইন শ্রমিক বস্তিতে।জানা যায় এদিন এক অঞ্জাত পরিচয় মূক ও বধির মহিলাকে ছেলেধরা সন্দেহে বেশ কিছু লোক আটক করে।মূক ও বধির হওয়ায় কিছু না বলায় ঐ মহিলাকে শুরু হয় নিগ্রহ।ঘটনার খবর পেয়ে দুই পুলিশ অফিসার ঘটনাস্থলে গেলে গনপিটুনির হাত থেকে মহিলাকে সরাতে গিয়ে আহত হয় দুই পুলিশ অফিসারও।আহত দুই অফিসার সঞ্জয় ঘোষ এবং শুভজিৎ চক্রবর্তী। শেষ পর্যন্ত নাগরাকাটা থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ঐ মহিলাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রশ্ন উঠতে শুরু করেছে এই গুজব কারা এবং কেন ছড়াচ্ছে? কারাই বা এই কাজে ইন্ধন যোগাচ্ছে?
মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী বলেন, এই ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। যারা এই কাজে জরিত বা যারা ইন্ধন যোগাচ্ছে কাউকে ছাড়া হবে না।
Conclusion:null
Last Updated : Jul 24, 2019, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.