শিলিগুড়ি ও জলপাইগুড়ি, 25 জানুয়ারি : জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা ইশুতে রাজ্য সরকার ও BJP-র মধ্যে সংঘাত অব্যাহত ৷ গতকালই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তার পালটা দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বললেন, "জলপাইগুড়িকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে ৷ এটা কে আগে জানল সেটা বড় কথা নয় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে তো রাজ্যের খুশি হওয়া উচিত ৷"
জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই সংক্রান্ত চিঠি আসে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ৷ এই নিয়ে রাজ্য সরকার ও BJP-র মধ্যে সংঘাত শুরু হয় ৷ রাজ্যের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার বিষয়টি তাদের আগে জানানো ৷ অথচ তা না করে দিলীপ ঘোষকে জানানো হল ৷ কেন্দ্র আসলে রাজ্যকে অন্ধকারে রাখতে চাইছে ৷ এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পক্ষে ক্ষতিকর ৷ গতকাল যেমন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী যে ওঁকে আগে জানানো হল?"
এদিকে রাজ্য সরকারকে জবাব দিতে আসরে নেমেছেন খোদ দিলীপ ঘোষ ৷ কাকে আগে জানানো হল এই নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ আসন্ন পৌরভোটকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে শিলিগুড়িতে রয়েছেন দিলীপবাবু ৷ তিনি বলেন, "জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করবে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আমার কাছে চিঠি এসেছে ।" কেন্দ্রীয় সরকারের চিঠি দেওয়া ইশুতে রাজ্যের সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, "রাজ্যের উচিত এই সিদ্ধান্তে খুশি হওয়া । জলপাইগুড়িতে আমাদের দলের সাংসদ রয়েছেন । তিনি নিজে ডাক্তার । তিনিও চেষ্টা করেছিলেন । মনে রাখবেন উত্তরবঙ্গে AIIMS-এর ধাঁচে হাসপাতাল হওয়ার কথা ছিল । কিন্তু, সেই হাসপাতাল কল্যাণীতে নিয়ে গিয়েছিল এই রাজ্য সরকারই । কেন্দ্রীয় প্রকল্পে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হবেই । আমার সরকারকে বলেছি, এই রাজ্যে যা করবে আগে আমাকে জানাবে ৷ তাই ওরা আমাকে জানিয়েছে ৷"
তৃণমূলের উত্তরবঙ্গ কোর কমিটির সম্পাদক গৌতম দেব বলেন, "রাজনৈতিক প্রচারে ফায়দা পেতে দিলীপ ঘোষ এসব বলছে ৷ মুখ্যমন্ত্রীর চেষ্টার একাধিক জেলায় স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে । রাজ্য সরকারকে না জানিয়ে কেন কেন্দ্র সরকার দিলীপ ঘোষের কাছে কেন চিঠি দিল?"
দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনা করেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জি ৷ তাঁর অভিযোগ, "কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন না দিয়েই রাজ্য সরকারকে অবজ্ঞা করে দিলীপ ঘোষকে চিঠি পাঠাল ৷ এটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করা বলে মনে করি ৷ 2017 সালেই রাজ্য ঘোষণা করেছিল, জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে ৷ সেই কাজও শুরু হয়েছে ৷ দিলীপ ঘোষকে চিঠি দেওয়াতে আমাদের কিছু যায় আসে না ৷"