ETV Bharat / state

জলপাইগুড়িতে দিলীপের নেতৃত্বে মেডিকেল কলেজ? 'রাজনীতি' দেখছে তৃণমূল - রাজ্য সরকারকে আক্রমণ দিলীপের

জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা ইশুতে এবার আসরে নামলেন দিলীপ ঘোষ ৷ বললেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে রাজ্য সরকারের খুশি হওয়া উচিত ৷ অথচ তারা কাকে আগে চিঠি পাঠানো হল তা নিয়ে মাথা ঘামাচ্ছে ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 25, 2020, 1:40 PM IST

Updated : Jan 25, 2020, 2:20 PM IST

শিলিগুড়ি ও জলপাইগুড়ি, 25 জানুয়ারি : জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা ইশুতে রাজ্য সরকার ও BJP-র মধ্যে সংঘাত অব্যাহত ৷ গতকালই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তার পালটা দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বললেন, "জলপাইগুড়িকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে ৷ এটা কে আগে জানল সেটা বড় কথা নয় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে তো রাজ্যের খুশি হওয়া উচিত ৷"

জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই সংক্রান্ত চিঠি আসে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ৷ এই নিয়ে রাজ্য সরকার ও BJP-র মধ্যে সংঘাত শুরু হয় ৷ রাজ্যের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার বিষয়টি তাদের আগে জানানো ৷ অথচ তা না করে দিলীপ ঘোষকে জানানো হল ৷ কেন্দ্র আসলে রাজ্যকে অন্ধকারে রাখতে চাইছে ৷ এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পক্ষে ক্ষতিকর ৷ গতকাল যেমন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী যে ওঁকে আগে জানানো হল?"

দিলীপ ঘোষের বক্তব্য...

এদিকে রাজ্য সরকারকে জবাব দিতে আসরে নেমেছেন খোদ দিলীপ ঘোষ ৷ কাকে আগে জানানো হল এই নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ আসন্ন পৌরভোটকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে শিলিগুড়িতে রয়েছেন দিলীপবাবু ৷ তিনি বলেন, "জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করবে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আমার কাছে চিঠি এসেছে ।" কেন্দ্রীয় সরকারের চিঠি দেওয়া ইশুতে রাজ্যের সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, "রাজ্যের উচিত এই সিদ্ধান্তে খুশি হওয়া । জলপাইগুড়িতে আমাদের দলের সাংসদ রয়েছেন । তিনি নিজে ডাক্তার । তিনিও চেষ্টা করেছিলেন । মনে রাখবেন উত্তরবঙ্গে AIIMS-এর ধাঁচে হাসপাতাল হওয়ার কথা ছিল । কিন্তু, সেই হাসপাতাল কল্যাণীতে নিয়ে গিয়েছিল এই রাজ্য সরকারই । কেন্দ্রীয় প্রকল্পে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হবেই । আমার সরকারকে বলেছি, এই রাজ্যে যা করবে আগে আমাকে জানাবে ৷ তাই ওরা আমাকে জানিয়েছে ৷"

তৃণমূলের উত্তরবঙ্গ কোর কমিটির সম্পাদক গৌতম দেব বলেন, "রাজনৈতিক প্রচারে ফায়দা পেতে দিলীপ ঘোষ এসব বলছে ৷ মুখ্যমন্ত্রীর চেষ্টার একাধিক জেলায় স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে । রাজ্য সরকারকে না জানিয়ে কেন কেন্দ্র সরকার দিলীপ ঘোষের কাছে কেন চিঠি দিল?"

দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনা করেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জি ৷ তাঁর অভিযোগ, "কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন না দিয়েই রাজ্য সরকারকে অবজ্ঞা করে দিলীপ ঘোষকে চিঠি পাঠাল ৷ এটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করা বলে মনে করি ৷ 2017 সালেই রাজ্য ঘোষণা করেছিল, জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে ৷ সেই কাজও শুরু হয়েছে ৷ দিলীপ ঘোষকে চিঠি দেওয়াতে আমাদের কিছু যায় আসে না ৷"

শিলিগুড়ি ও জলপাইগুড়ি, 25 জানুয়ারি : জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা ইশুতে রাজ্য সরকার ও BJP-র মধ্যে সংঘাত অব্যাহত ৷ গতকালই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তার পালটা দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বললেন, "জলপাইগুড়িকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে ৷ এটা কে আগে জানল সেটা বড় কথা নয় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে তো রাজ্যের খুশি হওয়া উচিত ৷"

জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই সংক্রান্ত চিঠি আসে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ৷ এই নিয়ে রাজ্য সরকার ও BJP-র মধ্যে সংঘাত শুরু হয় ৷ রাজ্যের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার বিষয়টি তাদের আগে জানানো ৷ অথচ তা না করে দিলীপ ঘোষকে জানানো হল ৷ কেন্দ্র আসলে রাজ্যকে অন্ধকারে রাখতে চাইছে ৷ এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পক্ষে ক্ষতিকর ৷ গতকাল যেমন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী যে ওঁকে আগে জানানো হল?"

দিলীপ ঘোষের বক্তব্য...

এদিকে রাজ্য সরকারকে জবাব দিতে আসরে নেমেছেন খোদ দিলীপ ঘোষ ৷ কাকে আগে জানানো হল এই নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ আসন্ন পৌরভোটকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে শিলিগুড়িতে রয়েছেন দিলীপবাবু ৷ তিনি বলেন, "জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করবে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আমার কাছে চিঠি এসেছে ।" কেন্দ্রীয় সরকারের চিঠি দেওয়া ইশুতে রাজ্যের সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, "রাজ্যের উচিত এই সিদ্ধান্তে খুশি হওয়া । জলপাইগুড়িতে আমাদের দলের সাংসদ রয়েছেন । তিনি নিজে ডাক্তার । তিনিও চেষ্টা করেছিলেন । মনে রাখবেন উত্তরবঙ্গে AIIMS-এর ধাঁচে হাসপাতাল হওয়ার কথা ছিল । কিন্তু, সেই হাসপাতাল কল্যাণীতে নিয়ে গিয়েছিল এই রাজ্য সরকারই । কেন্দ্রীয় প্রকল্পে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হবেই । আমার সরকারকে বলেছি, এই রাজ্যে যা করবে আগে আমাকে জানাবে ৷ তাই ওরা আমাকে জানিয়েছে ৷"

তৃণমূলের উত্তরবঙ্গ কোর কমিটির সম্পাদক গৌতম দেব বলেন, "রাজনৈতিক প্রচারে ফায়দা পেতে দিলীপ ঘোষ এসব বলছে ৷ মুখ্যমন্ত্রীর চেষ্টার একাধিক জেলায় স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে । রাজ্য সরকারকে না জানিয়ে কেন কেন্দ্র সরকার দিলীপ ঘোষের কাছে কেন চিঠি দিল?"

দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনা করেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জি ৷ তাঁর অভিযোগ, "কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন না দিয়েই রাজ্য সরকারকে অবজ্ঞা করে দিলীপ ঘোষকে চিঠি পাঠাল ৷ এটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করা বলে মনে করি ৷ 2017 সালেই রাজ্য ঘোষণা করেছিল, জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে ৷ সেই কাজও শুরু হয়েছে ৷ দিলীপ ঘোষকে চিঠি দেওয়াতে আমাদের কিছু যায় আসে না ৷"

Intro:জলপাইগুড়ি, 25 জানুয়ারি: জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গতকালই এই মর্মে কেন্দ্র সরকারের তরফে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে চিঠি এসেছে। এ নিয়ে রাজ্যকে কিছুই না জানানোয় ক্ষুব্ধ রাজ্য সরকার। যদিও শনিবার শিলিগুড়িতে দিলীপ ঘোষ বলেন কে আগে জানলেন তাতে কি। রাজ্যের উচিত এই সিদ্ধান্তে খুশি হওয়া।


Body:শিলিগুড়িতে আসন্ন পৌর নির্বাচন মাথায় রেখে শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্টেশন ফিডার রোড এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে তিনি জানান, জলপাইগুড়িতে জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করবে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফে আমার কাছে চিঠি এসেছে। এ সম্পর্কে রাজ্য সরকারকে কিছুই না জানানোর প্রসঙ্গে তিনি বলেন কে আগে জানলেন তাতে কি আসে যায়? রাজ্যের উচিত এই সিদ্ধান্তে খুশি হওয়া। জলপাইগুড়িতে আমাদের দলের সাংসদ রয়েছেন। তিনি নিজেও ডাক্তার। তিনিও চেষ্টা করেছিলেন। আপনারা মনে রাখবেন উত্তরবঙ্গে এইমসের ধাঁচে হাসপাতাল হওয়ার কথা ছিল। কিন্তু সেই হাসপাতাল কল্যাণীতে নিয়ে গিয়েছিল এই রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হবেই।


Conclusion:
Last Updated : Jan 25, 2020, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.