ETV Bharat / state

মাওবাদীদের নেতা বানিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন মমতা : দিলীপ - জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা জুড়ে দেওয়ার অভিযোগ BJP-র বিরুদ্ধে

কয়েকদিন আদে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন ছত্রধর মাহাত ৷ তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় তৃণমূলের তরফে ৷ সেই ইশুতে তৃণমূলকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বললেন, ভোটে জেতার জন্য মাওবাদীদের জেল থেকে ছাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Feb 12, 2020, 7:47 PM IST

Updated : Feb 12, 2020, 8:55 PM IST

জলপাইগুড়ি, 12 ফেব্রুয়ারি : "মাওবাদীদের ওষুধ দিয়ে, সুস্থ করে, জেল থেকে ছাড়িয়ে, নেতা বানিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ মানুষকে ফের ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন তিনি ৷" এই ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ জলপাইগুড়িতে অভিনন্দন যাত্রায় যোগ দিয়েছিলেন দিলীপবাবু ৷ ছিলেন BJP নেতা সায়ন্তন বসু, সাংসদ জয়ন্ত রায়সহ অন্য BJP নেতারা ।

দুপুর 2 টো নাগাদ শুরু হয় অভিনন্দন যাত্রা ৷ জলপাইগুড়ির নেতাজি পার্ক থেকে শুরু করে মার্চেন্ট রোড, থানা মোড় হয়ে পার্কের মোড়ে শেষ হয় মিছিল ৷ মিছিল শেষে দিলীপবাবু বলেন, "কোনও মিঞাবাদী, কোনও মাওবাদী পশ্চিমবঙ্গে চলবে না ৷ এখানে জয় শ্রীরাম চলবে ৷ বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন তৃণমূলকে ভোট দেবেন না ৷ দিদিও বুঝে গেছেন ৷ তাই তিনি বিহার থেকে মাসতুতো ভাই PK-কে নিয়ে এসেছেন ৷ বাড়ির লোকের উপর ভরসা নেই ৷ বাইরের থেকে লোক ভাড়া করে এনেছেন ৷ এখানকার ভোটারদের বিশ্বাস করছেন না ৷ তাই বলছেন EVM চলবে না ব্যালোট চাই ৷ 15টি পৌরসভা, দুটো পৌরনিগমের ভোট গত ডিসেম্বর থেকে বাকি রয়েছে ৷ উনি জানেন নির্বাচন হলেই BJP জিতে যাবে ৷"

জলপাইগুড়িতে BJP-র অভিনন্দন যাত্রা

দিল্লির নির্বাচন প্রসঙ্গে বলেন, "BJP-র তিনটে আসন ছিল ৷ আটটা হয়েছে ৷ সিটও বেড়েছে ৷ ভোটও বেড়েছে ৷ নিজেদের (বিরোধীদের ) দোকান সাফ হয়ে গেছে ৷ BJP জেতেনি বলে আনন্দ করছে ৷" তিনি আরও বলেন, "উত্তরবঙ্গের মানুষ লোকসভা নির্বাচনে বুঝিয়ে দিয়েছে উত্তরবঙ্গে শুধু BJP থাকবে ৷ কাটমানি, সিন্ডিকেট, পিসি-ভাইপোর পার্টির উত্তরবঙ্গে কোনও জায়গা নেই ৷ দিদিমণি ভয় পেয়েছেন ৷ উত্তরবঙ্গে এসে বলতেন উত্তরবঙ্গ হাসছে, পাহাড় হাসছে ৷ কিন্তু এখন দিদির আর হাসি দেখা যায় না ৷ মুখ শুকিয়ে গেছে ৷ দক্ষিণবঙ্গে জঙ্গলমহলে গিয়ে বলতেন জঙ্গলমহল হাসছে ৷ লোকে এমন ঝামা ঘষেছে যে আর ওই মুখো হন না ৷ " তিনি আরও বলেন, "দিদিমণি ভেবেছিল CAA-এর বিরুদ্ধে বলে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ক্ষেপাবে ৷ কিন্তু মানুষ সব বুঝে গেছে । মানুষ অপেক্ষা করেছিল কবে BJP রাস্তায় নামবে । আমাদের মিছিলের অনুমতি দিচ্ছে না । মাইক ব্যবহারের অনুমতি দিচ্ছে না । গাড়ি আটকে দিচ্ছে, ভেঙে দিচ্ছে । আমরা যে গাড়ি নিয়ে আসছি সেই গাড়ির কাগজ দেখতে চাইছে । একদিকে বলছে কাগজ দেখাতে হবে না ৷ অন্যদিকে কাগজ দেখতে চাইছে । এক এক সময় এক এক নিয়ম । গতকাল থেকে তিস্তা ব্রিজে গাড়ি খারাপ করে দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল । অনেক গাড়ি আটকে গেছে । গাড়ি আটকে, অনুমতি না দিয়ে BJP-কে আটকাতে পারবে না বলে ৷"

জলপাইগুড়ি, 12 ফেব্রুয়ারি : "মাওবাদীদের ওষুধ দিয়ে, সুস্থ করে, জেল থেকে ছাড়িয়ে, নেতা বানিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ মানুষকে ফের ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন তিনি ৷" এই ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ জলপাইগুড়িতে অভিনন্দন যাত্রায় যোগ দিয়েছিলেন দিলীপবাবু ৷ ছিলেন BJP নেতা সায়ন্তন বসু, সাংসদ জয়ন্ত রায়সহ অন্য BJP নেতারা ।

দুপুর 2 টো নাগাদ শুরু হয় অভিনন্দন যাত্রা ৷ জলপাইগুড়ির নেতাজি পার্ক থেকে শুরু করে মার্চেন্ট রোড, থানা মোড় হয়ে পার্কের মোড়ে শেষ হয় মিছিল ৷ মিছিল শেষে দিলীপবাবু বলেন, "কোনও মিঞাবাদী, কোনও মাওবাদী পশ্চিমবঙ্গে চলবে না ৷ এখানে জয় শ্রীরাম চলবে ৷ বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন তৃণমূলকে ভোট দেবেন না ৷ দিদিও বুঝে গেছেন ৷ তাই তিনি বিহার থেকে মাসতুতো ভাই PK-কে নিয়ে এসেছেন ৷ বাড়ির লোকের উপর ভরসা নেই ৷ বাইরের থেকে লোক ভাড়া করে এনেছেন ৷ এখানকার ভোটারদের বিশ্বাস করছেন না ৷ তাই বলছেন EVM চলবে না ব্যালোট চাই ৷ 15টি পৌরসভা, দুটো পৌরনিগমের ভোট গত ডিসেম্বর থেকে বাকি রয়েছে ৷ উনি জানেন নির্বাচন হলেই BJP জিতে যাবে ৷"

জলপাইগুড়িতে BJP-র অভিনন্দন যাত্রা

দিল্লির নির্বাচন প্রসঙ্গে বলেন, "BJP-র তিনটে আসন ছিল ৷ আটটা হয়েছে ৷ সিটও বেড়েছে ৷ ভোটও বেড়েছে ৷ নিজেদের (বিরোধীদের ) দোকান সাফ হয়ে গেছে ৷ BJP জেতেনি বলে আনন্দ করছে ৷" তিনি আরও বলেন, "উত্তরবঙ্গের মানুষ লোকসভা নির্বাচনে বুঝিয়ে দিয়েছে উত্তরবঙ্গে শুধু BJP থাকবে ৷ কাটমানি, সিন্ডিকেট, পিসি-ভাইপোর পার্টির উত্তরবঙ্গে কোনও জায়গা নেই ৷ দিদিমণি ভয় পেয়েছেন ৷ উত্তরবঙ্গে এসে বলতেন উত্তরবঙ্গ হাসছে, পাহাড় হাসছে ৷ কিন্তু এখন দিদির আর হাসি দেখা যায় না ৷ মুখ শুকিয়ে গেছে ৷ দক্ষিণবঙ্গে জঙ্গলমহলে গিয়ে বলতেন জঙ্গলমহল হাসছে ৷ লোকে এমন ঝামা ঘষেছে যে আর ওই মুখো হন না ৷ " তিনি আরও বলেন, "দিদিমণি ভেবেছিল CAA-এর বিরুদ্ধে বলে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ক্ষেপাবে ৷ কিন্তু মানুষ সব বুঝে গেছে । মানুষ অপেক্ষা করেছিল কবে BJP রাস্তায় নামবে । আমাদের মিছিলের অনুমতি দিচ্ছে না । মাইক ব্যবহারের অনুমতি দিচ্ছে না । গাড়ি আটকে দিচ্ছে, ভেঙে দিচ্ছে । আমরা যে গাড়ি নিয়ে আসছি সেই গাড়ির কাগজ দেখতে চাইছে । একদিকে বলছে কাগজ দেখাতে হবে না ৷ অন্যদিকে কাগজ দেখতে চাইছে । এক এক সময় এক এক নিয়ম । গতকাল থেকে তিস্তা ব্রিজে গাড়ি খারাপ করে দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল । অনেক গাড়ি আটকে গেছে । গাড়ি আটকে, অনুমতি না দিয়ে BJP-কে আটকাতে পারবে না বলে ৷"

Last Updated : Feb 12, 2020, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.