ETV Bharat / state

ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 3

ডাকাতি আগেই গ্রেপ্তার তিনজন । ঘটনাটি ধুপগুড়ি থানা এলাকার ।

গ্রেপ্তার 3 ডাকাত
author img

By

Published : May 18, 2019, 2:45 PM IST

ধুপগুড়ি, 18 মে : আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করল ধুপগুড়ি থানার পুলিশ । গতকাল রাতে ধুপগুড়ির মিলপাড়া এলাকায় একটি বাইকের তিন আরোহীকে আটক করে পুলিশ । অন্য একটি বাইকে আরও দু'জন ছিল । তারা পালিয়ে যায় । আটকদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 1টি দেশি বন্দুক, 1 রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র ও রেজিস্ট্রেশনহীন একটি বাইক উদ্ধার হয় । পরে গ্রেপ্তার করা হয় তিনজনকে । ধৃতদের নাম স্বপন সরকার, সায়ন বর্মণ ও বিট্টু সাহা ।

গতকাল রাতে 5 জন মিলে মিলপাড়া এলাকায় ঢুকেছিল । সন্দেহ হয় পুলিশের । পুলিশকর্মীরা কাছে যেতেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে । একটি বাইকের তিনজনকে আটক করে পুলিশ । বাকিরা পালিয়ে যায় । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ধুপগুড়ি, 18 মে : আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করল ধুপগুড়ি থানার পুলিশ । গতকাল রাতে ধুপগুড়ির মিলপাড়া এলাকায় একটি বাইকের তিন আরোহীকে আটক করে পুলিশ । অন্য একটি বাইকে আরও দু'জন ছিল । তারা পালিয়ে যায় । আটকদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 1টি দেশি বন্দুক, 1 রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র ও রেজিস্ট্রেশনহীন একটি বাইক উদ্ধার হয় । পরে গ্রেপ্তার করা হয় তিনজনকে । ধৃতদের নাম স্বপন সরকার, সায়ন বর্মণ ও বিট্টু সাহা ।

গতকাল রাতে 5 জন মিলে মিলপাড়া এলাকায় ঢুকেছিল । সন্দেহ হয় পুলিশের । পুলিশকর্মীরা কাছে যেতেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে । একটি বাইকের তিনজনকে আটক করে পুলিশ । বাকিরা পালিয়ে যায় । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

Intro:Body:গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশের দাবি মোট পাঁচজন ধুপগুড়ি শহরে ডাকাতির উদ্দেশ্যে। গোপনসুত্রে খবির পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ধূপগুড়ি মিলপাড়া এলাকা থেকে একটি বাইকে থাকা তিনজন সন্দেহভাজনকে আটক করে।তাদের সঙ্গে থাকা আরেকটি বাইকে থাকা দুইজন পালিয়ে যায়।আটকদের জিঞ্জাসাবাদ করা হলে এবং তাদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে একটি দেশী বন্দুক,১ রাউন্ড কার্তুজ,ধারালো অস্ত্র ও রেজিস্ট্রেশন হীন একটি বাইক পাওয়া যায়।গ্রেফতার করা হয় তাদের।ধৃতদের নাম স্বপন সরকার, সায়ন বর্মন ও বিট্টু সাহা।পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাচজন মিলে মিলপাড়া এলাকায় ঢুকেছিল।তাদের সন্দেহ হওয়ায় পুলিশ এগিয়ে যেতেই দুটি মোটর সাইকেল সহ পালিয়ে যাবার উপক্রম হয়। একটি বাইক আটকে তিনজনকে আটকে দেওয়া গেলেও দুজন অপর বাইক নিয়ে পালিয়ে যায়। ধৃতদের মধ্যে সায়ন ও বিট্টু শিলিগুড়ির বাসিন্দা।ধূপগুড়িতে ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল বলে অনুমান পুলিশের। ধৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানান হয়েছে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.