ETV Bharat / state

Dhupguri By Poll: আসন্ন বিধানসভার উপনির্বাচন ! 'ধূপগুড়ি মহকুমা' গড়ার দাবিতে আন্দোলন নাগরিক মঞ্চের - ধূপগুড়িকে মহকুমা হিসেবে

ধূপগুড়িতে বিধানসভার উপ-নির্বাচন 5 সেপ্টেম্বর ৷ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ধূপগুড়িকে মহকুমা হিসেবে গড়ে তলার কাজ প্রায় শেষের পথে ৷ তবে এখনও তা বাস্তবায়িত হয়নি ৷ উপনির্বাচনের আগে সেই ইস্যুতে সরব সিপিএম থেকে শুরু করে বিজেপির মতো বিরোধী দলগুলি ৷

Dhupguri Mahakuma
ধূপগুড়ি মহকুমার দাবিতে আন্দোলন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 7:44 AM IST

Updated : Sep 2, 2023, 1:22 PM IST

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে ধূপগুড়ি মহকুমার দাবিতে সরব নাগরিক মঞ্চ

ধূপগুড়ি, 2 সেপ্টেম্বর: বিধানসভা উপনির্বাচনের আগে ধূপগুড়িকে মহকুমা হিসেবে গোড়া তোলা নিয়ে নতুন করে তরজার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে । 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিতালী রায়ের হয়ে প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, মহকুমা গঠনের কাজ শুরু হয়েছে ৷ এরপর প্রায় আড়াই বছর কেটে গিয়েছে কিন্তু ধূপগুড়িকে মহকুমা হিসেবে গোড়ে তোলা যায়নি ৷

এদিকে ধূপগুড়িকে লাগাতার মহকুমা ঘোষণার দাবি জানিয়ে আন্দোলন করছে নাগরিক মঞ্চ ৷ স্বভাবতই উপনির্বাচনের আগে সেই আন্দোলন আরও জোরালো হয়েছে ৷ মহকুমা গঠনের দাবিতে ধূপগুড়িতে নাগরিক মঞ্চ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে ৷ মোমবাতি হাতে মিছিল থেকে শুরু করে মানব বন্ধন-সবই হয়েছে। শুধু মহকুমা হতে পারেনি ধূপগুড়ি ৷

এই মহকুমা গঠনের বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিকদের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি মহকুমা গঠনের কথা বলে গিয়েছিলেন ৷ এটা ঠিক যে এখান থেকে জলপাইগুড়ি মহকুমায় গিয়ে প্রশাসনিক কাজ করতে মানুষের সমস্যা হয় ৷ দূরত্ব প্রায় 84 কিমি ৷ ধূপগুড়ি মহকুমা হলে প্রশাসনিক এবং বিচারবিভাগীয় কাজ সহজেই করা যাবে ৷" তাঁর আশ্বাস, এই সমস্যার বিষয়টি মুখ্যমন্ত্রী জানেন ৷ তিনি এই বিষয়ে একটি প্রক্রিয়াও শুরু করেছেন ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ধূপগুড়িতে আসবেন ৷ তখন গৌতব দেব তাঁর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: সন্তানের চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার শিশুর বাবা-মা

এদিকে, ধূপগুড়িতে দলীয় প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সর্মথনে প্রচারে এসে মহকুমা ঘোষণার বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "নাগরিক মঞ্চের দাবি একশো শতাংশ ঠিক ৷ বাম আমলে পৌরসভা তৈরি হয়েছে ৷ কিন্তু এখনও সেই নির্বাচন হচ্ছে না ৷ মুখ্যমন্ত্রী এসে কথা দিয়ে গিয়েছিলেন মহকুমা গড়তে যা যা দরকার সব তৈরি ৷ ভোটের পরই চালু হবে ৷ কিন্তু তাও হয়নি। মুখ্যমন্ত্রী অসত্য কথা বলেছিলেন ৷"

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে ধূপগুড়ি মহকুমার দাবিতে সরব নাগরিক মঞ্চ

ধূপগুড়ি, 2 সেপ্টেম্বর: বিধানসভা উপনির্বাচনের আগে ধূপগুড়িকে মহকুমা হিসেবে গোড়া তোলা নিয়ে নতুন করে তরজার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে । 5 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিতালী রায়ের হয়ে প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, মহকুমা গঠনের কাজ শুরু হয়েছে ৷ এরপর প্রায় আড়াই বছর কেটে গিয়েছে কিন্তু ধূপগুড়িকে মহকুমা হিসেবে গোড়ে তোলা যায়নি ৷

এদিকে ধূপগুড়িকে লাগাতার মহকুমা ঘোষণার দাবি জানিয়ে আন্দোলন করছে নাগরিক মঞ্চ ৷ স্বভাবতই উপনির্বাচনের আগে সেই আন্দোলন আরও জোরালো হয়েছে ৷ মহকুমা গঠনের দাবিতে ধূপগুড়িতে নাগরিক মঞ্চ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে ৷ মোমবাতি হাতে মিছিল থেকে শুরু করে মানব বন্ধন-সবই হয়েছে। শুধু মহকুমা হতে পারেনি ধূপগুড়ি ৷

এই মহকুমা গঠনের বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিকদের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি মহকুমা গঠনের কথা বলে গিয়েছিলেন ৷ এটা ঠিক যে এখান থেকে জলপাইগুড়ি মহকুমায় গিয়ে প্রশাসনিক কাজ করতে মানুষের সমস্যা হয় ৷ দূরত্ব প্রায় 84 কিমি ৷ ধূপগুড়ি মহকুমা হলে প্রশাসনিক এবং বিচারবিভাগীয় কাজ সহজেই করা যাবে ৷" তাঁর আশ্বাস, এই সমস্যার বিষয়টি মুখ্যমন্ত্রী জানেন ৷ তিনি এই বিষয়ে একটি প্রক্রিয়াও শুরু করেছেন ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ধূপগুড়িতে আসবেন ৷ তখন গৌতব দেব তাঁর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: সন্তানের চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার শিশুর বাবা-মা

এদিকে, ধূপগুড়িতে দলীয় প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সর্মথনে প্রচারে এসে মহকুমা ঘোষণার বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "নাগরিক মঞ্চের দাবি একশো শতাংশ ঠিক ৷ বাম আমলে পৌরসভা তৈরি হয়েছে ৷ কিন্তু এখনও সেই নির্বাচন হচ্ছে না ৷ মুখ্যমন্ত্রী এসে কথা দিয়ে গিয়েছিলেন মহকুমা গড়তে যা যা দরকার সব তৈরি ৷ ভোটের পরই চালু হবে ৷ কিন্তু তাও হয়নি। মুখ্যমন্ত্রী অসত্য কথা বলেছিলেন ৷"

Last Updated : Sep 2, 2023, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.