ধূপগুড়ি, 28 সেপ্টেম্বর: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিধায়কের শপথের দিন জানাল রাজভবন। তবে পরিষদীয়মন্ত্রী বা বিধানসভার অধ্যক্ষ যে অনুরোধ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে করেছিলেন তা রাখলেন না তিনি। রাজভবন সূত্রে খবর, ধুপগুড়ির বিধায়কের শপথের দিন শনিবার এবং শপথ গ্রহণের অনুষ্ঠান হবে রাজভবনেই।
বৃহস্পতিবার পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের তরফ থেকে বিধায়কের শপথ নিয়ে শেষ বার অনুরোধ করে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছিল। রাজ্যপাল যাতে বিধানসভায় এসে বিধায়ককে শপথ বাক্য পাঠ করান সেই কথাও চিঠিতে জানিয়েছিলেন পরিষদীয়মন্ত্রী। কিন্তু রাজ্যপাল তাঁর অবস্থানে অনড়। তাই আর এই নিয়ে অচলাবস্থা না বাড়িয়ে রাজভবনের সিদ্ধান্তই শেষ পর্যন্ত মেনে নিচ্ছে সব পক্ষ।
বৃহস্পতিবার ছিল আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির দিন। এই ছুটির দিনই বিধানসভায় বিধায়কের শপথ নিয়ে চিঠি এসে পৌঁছেছে। সেখানে লেখা রয়েছে রাজ্যপাল নিজেই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে চান। একই সঙ্গে, ধুপগুড়ির জয়ী প্রার্থী নির্মল রায়ের মূল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনেই।
শনিবারের পর রবিবার এবং সোমবারও পরপর দুইদিন ছুটি। এদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন জেলার সভাধিপতিরা সবাই দিল্লি যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের থেকে দাবি আদায়ের জন্য। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়েরও। যাবেন শোভনদেব চট্টোপাধ্যায়ও। তাই অহেতুক এই নিয়ে টানাপোড়েন বাড়াতে চায়নি সরকার পক্ষ।
আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন যেহেতু বিধায়ক পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি তাই রাজভবনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান করে বাস্তবে রাজভবনের দরজা যে সকলের জন্য খোলা এই বার্তা দিতে চান । খুব স্বাভাবিকভাবেই তাঁর ইচ্ছাই শেষ পর্যন্ত ফলতে চলেছে।
আরও পড়ুন: শুধু অভিষেক নন, তাঁর বাবা-মাকেও তলব করল ইডি
অন্যদিকে, রাজভবনের চিঠি পাওয়ার পরই কলকাতার উদ্দেশে রওনা হচ্ছেন বিধায়ক। তিনি শপথের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তিনি জানান, পরিষদীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর ৷ সেখানে কথা বলার পর দলের নির্দেশ মেনে কাজ করবেন। তবে এদিনের চিঠি পাওয়ার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বিধায়ক বলেন, "আমরা উত্তরবঙ্গে থাকি বলে যাতায়াতে সমস্যা রয়েছে ৷ আগামিকাল অর্থাৎ শুক্রবার বিমানে কলকাতা পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। তবে এবারে হয়তো শপথ গ্রহণের জট কাটার সম্ভাবনা রয়েছে।"