জলপাইগুড়ি, 5 মার্চ: কর্মীরা ঠিকমতো কাজ করছে না । এই অজুহাত দেখিয়ে চা বাগান বন্ধ করে দিল বাগান কর্তৃপক্ষ । বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান । বুধবার রাতে ফ্যাক্টরির গেটে নোটিস লাগিয়ে বাগান ছেড়ে চলে যায় চা বাগান কর্তৃপক্ষ । ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১১৭৬ জন শ্রমিক ।
শ্রমিকদের অভিযোগ, শীতের মরশুমের শেষে চা বাগানে নতুন পাতা গজিয়ে ওঠে ৷ ফের পাতা তোলার কাজ শুরু হলে শ্রমিকেরা এক বেলা কাজ করে থাকেন । দোলের পর থেকে শ্রমিকরা দুই বেলা করে কাজ শুরু করে ৷ দীর্ঘদিন ধরে এই রীতিই চলে আসছে । কিন্তু বাগান কর্তৃপক্ষ হোলির আগেই দু’বেলা কাজ করার জন্য শ্রমিকদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে । এই নিয়ে শ্রমিকরা চা বাগান কর্তৃপক্ষের সাথে বৈঠকেও বসে । বৈঠকে সিদ্ধান্ত হয়, হোলির পরদিন থেকে শ্রমিকরা দু’বেলা কাজ করবেন । আলোচনার পরও কর্তৃপক্ষ চা বাগান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷
শ্রমিকদের দীর্ঘদিনের যে পাওনা গন্ডা আছে তা মেটায়নি বাগান কর্তৃপক্ষ । প্রতিশ্রুতি দিয়েও পূরণ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা ৷