হলদিবাড়ি , 12 এপ্রিল : রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল হলদিবাড়ির প্রায় 25টি দোকান ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি, মেখলিগঞ্জ ও জলপাইগুড়ি থেকে দমকলের কয়েকটি ইঞ্জিন ৷ দমকল কর্মীদের প্রচেষ্টায় হলদিবাড়ি বাজারটি রক্ষা পেয়েছে ঠিকই, তবে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাপড়ের দোকান, আসবাবপত্রের দোকান ও পাটের দোকান সহ প্রায় 25টি দোকান ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই বাজারটি জতুগৃহে পরিণত হয়েছে ৷ যে কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় বাজার সমিতি সহ পৌরসভাকে ৷ কিন্তু তাদের পক্ষ থেকে কোনও পদক্ষেপই গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ৷ যদিও এখনও স্পষ্ট হয়নি আগুন লাগার কারণ ৷
ভোট চলাকালীন এই অগ্নিকাণ্ডে পথে বসলেন হলদিবাড়ির বেশ কয়েকজন ব্যবসায়ী ৷