জলপাইগুড়ি, 25 নভেম্বর: পৃথক কামতাপুর রাজ্যের (Demands of Separate Kamtapur State) দাবিতে এবার বিক্ষোভে নামল কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) (Kamtapur People's Party United) । জেলাশাসকের দফতরের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা । জলপাইগুড়িতে একদফা মিছিলও করেন তাঁরা ।
আরও পড়ুন: WB Bypoll Result : মমতাও ধাক্কা খেয়েছিলেন, সুদিন ফেরার আশায় সুকান্ত
এ দিন দলের সদস্যরা প্রথমে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান । পুলিশ আটকাতে গেলে সেখানে অশান্তির সৃষ্টি হয় । দলের কোষাধ্যক্ষ প্রদীপকুমার রায় বলেন, ‘‘আমাদের পৃথক রাজ্যের দাবি বহু দিনের ৷ লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পেরর মাধ্যমে আমাদের ভিক্ষা দিচ্ছে রাজ্য সরকার ৷ তা চাই না আমরা ৷ কারণ 5-10 হাজার টাকায় রাজ্যের উন্নয়ন হবে না ৷ আমরা কর্মসংস্থান চাই ৷ তাই আলাদা রাজ্য চাইছি ৷ জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আলাদা করে এ নিয়ে চিঠিও দিয়েছি ৷’’
আরও পড়ুন: National road blockade : তৃণমূল কর্মীর দেহ নিয়ে বিক্ষোভে স্তব্ধ জাতীয় সড়ক
উত্তরবঙ্গকে সঙ্গে নিয়ে পৃথক কামতাপুরি রাজ্যের দাবি দীর্ঘ দিনের ৷ 1998 থেকে 2004 সাল পর্যন্ত তা নিয়ে উত্তালও হয়েছিল অবিভক্ত জলপাইগুড়ির বেশ কিছু অংশে ৷ তবে সম্প্রতি বিজেপি-র সাংসদ এবং বিধাকরা নতুন করে পৃথক রাজ্যের দাবি (BJP's Demand of Separate North Bengal State) খুঁচিয়ে তোলায়, নতুন করে সেই পুরনো দাবি আবার মাথাচাড়া দিতে শুরু করেছে ৷ এ দিন তার জন্য বিজেপি নেতৃত্বকে সাধুবাদও জানান কামতাপুর পিপলস পার্টির নেৃতৃত্ব ৷