জলপাইগুড়ি, 25 জানুয়ারি : প্রাক্তন কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) জঙ্গি ও লিঙ্কম্যানরা সরকারি চাকরি পেলেও কেএলও জঙ্গিদের আক্রমণে নিহত অনেকেই । ওই সব পরিবারের কেউই চাকরি পাচ্ছেন না । এমনকি আহত হয়েছিলেন অনেকে । নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চাকরির দাবি করে আসছে । কিন্তু তাদের চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ । আজ চাকরির দাবিতে অবস্থানে বসেছে নিহতের পরিবার ও আহতরা । আজ পূর্ত দপ্তরের সামনে থেকে মিছিল করে পুলিশ সুপারের দপ্তরের সামনে যায় । তারপর তারা জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থানে বসে ।
কামতাপুর রাজ্যের দাবিতে হাতে অস্ত্র তুলে নিয়েছিল অনেকেই । কেএলওর আন্দোলনে কেউ কেউ প্রাণ হারিয়েছিলেন । কেউ বা আহতও হয়েছিলেন । 2001 সাল থেকে কেএলওর গুলিতে উত্তরবঙ্গের 47 টি পরিবার কোন না কোনওভাবে কেএলওর হামলায় নির্যাতিত হন । বর্তমানে রাজ্য সরকার প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরি দিলেও এদিকে জঙ্গিদের গুলিতে যারা নিহত বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের চাকরি দেয়নি ।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরও চাকরি পাননি কেএলও-র প্রাক্তন লিঙ্কম্যানরা
উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রাক্তন কেএলও জঙ্গিদের হোমগার্ডে চাকরি দেওয়া শুরু করেছে । বামফ্রন্ট সরকার আহত ও নিহত মিলিয়ে 10 টি পরিবারকে সাহায্য করলেও বাকি পরিবারগুলো অথৈজলে পড়ে রয়েছে বলে অভিযোগ । প্রায় 28 টি নিহত পরিবারের সদস্যদের চাকরি আজ পর্যন্তও দেওয়া হয়নি, জানালেন শুভজিৎ সরকার ।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পূর্ব শালবাড়ির বাসিন্দা শুভজিৎ সরকারের অভিযোগ, তাঁর বাবাকে 2001 সালের 11 অক্টোবর কেএলও জঙ্গিরা গুলি করে মেরেছিলেন । তারপর থেকে পরিবার চালানো দায় হয়ে পড়েছে । বার বার রাজ্য সকারের কাছে দরবার করেও চাকরির বিষয়ে কোনও সুরাহা হয়নি । আমরা আবারও তদবির করছি । আমাদের তো লোকবল নেই । প্রাক্তন জঙ্গিদের রাজ্য সরকার চাকরি দিলেও আমাদের দিচ্ছে না । তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি ।