নাগরাকাটা, 2 জানুয়ারি: চা বাগান থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ। মঙ্গলবার সকালে জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত নাথুয়াহাট জলঢাকা আলতাডাঙ্গা চা-বাগানের 5 নম্বর সেকশনের ঘটনা ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মহিলার বয়স 50-60এর মধ্যে ৷ দেহটি শনাক্ত করা যায়নি ৷
স্থানীয় বাসিন্দা জানান, এদিন সকালে ওই চা-বাগান এলাকা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ৷ গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে বেশ কয়েকজন এলাকাবাসী ওই চা- বাগানের ভিতরে ঢুকে পড়েন ৷ বেশ কিছুদূর যেতেই একটি পচাগলা দেহ দেখতে পান ৷ মৃতের হাতে শাঁখা-পলা এবং পরনে শাড়ি দেখেই অনুমান দেহটি মহিলার । স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে ৷
বানারহাট থানা সূত্র মারফত খবর, এখনও পর্যন্ত মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মৃতদেহটি বেশ কয়েকদিন আগের ৷ বানারহাট থানার আইসি শান্তুনু সরকার বলেন, " ওই মহিলা ভবঘুরে ৷ এলাকার মানুষজনও তাঁকে চেনেন না ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, 20 থেকে 25দিন আগ ওঅ মহিলার মৃত্যু হয়েছে ৷ ইতিমধ্যেই মৃতের শরীরের একাধিক জায়গায় পচন ধরে গিয়েছে ৷ হয়তো কোনো বন্যজন্তুর হানায় মৃত্যু হয়ে থাকতে পারে ৷ কারণ দেহের পাশে চিতাবাঘের পায়ের ছাপ পাওয়া গেছে।" তিনি জানান মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । সেই তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷ ওই মহিলার বয়স 50 থেকে 60 বছরের মধ্যে হবে ৷
এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই মহিলার দেহের পাশে চিতা বাঘের পায়ের ছাপ মিলেছে ৷ বন্য জন্তুর আক্রমেণের মৃত্য়ুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ চা বাগানের মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনা বা বন্যজন্তুর আক্রমণের যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তা যথেষ্ট উদ্বেগের বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন: