ETV Bharat / state

Death Threat to Additional DM: অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকি, মিলল গুলি ছোড়ার চিহ্ন - অতিরিক্ত জেলাশাসককে খুনের হুমকি

জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসককে (Additional District Magistrate) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ সেইসঙ্গে মিলল ঘরের জানালার কাঁচে এবং উলটো দিকে থাকা আলমারিতে ছোট ছিদ্র ৷ পুরো ঘটনার বিষয়ে তদন্তে পুলিশ ৷

Death Threat to Additional DM
অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকি
author img

By

Published : Mar 29, 2023, 10:51 PM IST

Updated : Mar 29, 2023, 10:57 PM IST

জলপাইগুড়ি, 29 মার্চ: ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক (Death Threat to Additional District Magistrate) রঞ্জন চক্রবর্তীকে তাঁর অফিসে ঢুকে প্রাণে মারার অভিযোগ উঠল। এমনকী দফতরে পাওয়া গেল গুলির চিহ্ন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলাশাসকের অফিসে দুইজন বহিরাগত ঢোকেন দেখা করার নাম করে। সে সময় অতিরিক্ত জেলাশাসককে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আজ বুধবার ভূমি দফতরের তিনতলার একটি ঘরের জানালার কাঁচে এবং উলটো দিকে থাকা আলমারিতে ছোট ছিদ্র লক্ষ্য করা গিয়েছে। এই ছিদ্র গুলির কি না, তা নিয়ে ধন্দে রয়েছে দফতরের কর্মীদের একাংশে।

জেলাশাসকের দফতরের নিরাপত্তা বাড়ানোর চিন্তাভাবনা শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিকে জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তী বলেন, "যা অভিযোগ জানানোর কোতোয়ালি থানায় জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।" ঘটনায় জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খাণ্ডালবাহালে উমেশ গণপত বলেন, "কোতোয়ালি থানায় অভিযোগ জমা হয়েছে। দুইজন ব্যক্তি এসে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন। আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি।"

দফতরেরে কর্মীদের দাবি, গুলি লেগে দু'টি ছিদ্র তৈরি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হোক। জলপাইগুড়ি জেলাশাসকের দফতর চত্বরেই জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিস। অতিরিক্ত জেলাশাসককে হুমকি ও গুলির মতো ছিদ্র পাওয়াকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অফিস লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছি কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । পুলিশ রাতেই তদন্তে নেমেছে ৷ পুলিশের দাবি, গুলি ভেদ করে গেলে জানালার কাঁচ পুরো ভেঙে পড়ত। যদিও কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না কোনও মহলই।

আরও পড়ুন: বিজেপির মহিলা কাউন্সিলরকে 'প্রাণে মারার হুমকি'

তবে প্রশ্ন, গুলিই যদি হবে তাহলে সেটি কখন ছোঁড়া হল? রাতে গুলি ছুড়লেও শব্দ হওয়ার কথা, সে ক্ষেত্রে নৈশপ্রহরীরা টের পেতেন। গুলি হলে কার্তুজের খোল বা গুলির অংশ পাওয়া যেত। যার কোনও অংশই ঘর থেকে মেলেনি। জানালা বা আলমারিতে ছিদ্র করে গুলিটি উধাও হয়ে যাবে না বলে দাবি। জানা গিয়েছে, অতিরিক্ত জেলাশাসককে ওই দুই ব্যক্তি একটি লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে, পাট্টা না-দিলে তাঁকে মেরে দেওয়া হবে ৷ এদিকে কে বা কারা অতিরিক্ত জেলাশাসককে হুমকি দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে ।

জলপাইগুড়ি, 29 মার্চ: ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক (Death Threat to Additional District Magistrate) রঞ্জন চক্রবর্তীকে তাঁর অফিসে ঢুকে প্রাণে মারার অভিযোগ উঠল। এমনকী দফতরে পাওয়া গেল গুলির চিহ্ন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলাশাসকের অফিসে দুইজন বহিরাগত ঢোকেন দেখা করার নাম করে। সে সময় অতিরিক্ত জেলাশাসককে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আজ বুধবার ভূমি দফতরের তিনতলার একটি ঘরের জানালার কাঁচে এবং উলটো দিকে থাকা আলমারিতে ছোট ছিদ্র লক্ষ্য করা গিয়েছে। এই ছিদ্র গুলির কি না, তা নিয়ে ধন্দে রয়েছে দফতরের কর্মীদের একাংশে।

জেলাশাসকের দফতরের নিরাপত্তা বাড়ানোর চিন্তাভাবনা শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিকে জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তী বলেন, "যা অভিযোগ জানানোর কোতোয়ালি থানায় জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।" ঘটনায় জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খাণ্ডালবাহালে উমেশ গণপত বলেন, "কোতোয়ালি থানায় অভিযোগ জমা হয়েছে। দুইজন ব্যক্তি এসে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন। আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি।"

দফতরেরে কর্মীদের দাবি, গুলি লেগে দু'টি ছিদ্র তৈরি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হোক। জলপাইগুড়ি জেলাশাসকের দফতর চত্বরেই জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিস। অতিরিক্ত জেলাশাসককে হুমকি ও গুলির মতো ছিদ্র পাওয়াকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অফিস লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছি কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । পুলিশ রাতেই তদন্তে নেমেছে ৷ পুলিশের দাবি, গুলি ভেদ করে গেলে জানালার কাঁচ পুরো ভেঙে পড়ত। যদিও কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না কোনও মহলই।

আরও পড়ুন: বিজেপির মহিলা কাউন্সিলরকে 'প্রাণে মারার হুমকি'

তবে প্রশ্ন, গুলিই যদি হবে তাহলে সেটি কখন ছোঁড়া হল? রাতে গুলি ছুড়লেও শব্দ হওয়ার কথা, সে ক্ষেত্রে নৈশপ্রহরীরা টের পেতেন। গুলি হলে কার্তুজের খোল বা গুলির অংশ পাওয়া যেত। যার কোনও অংশই ঘর থেকে মেলেনি। জানালা বা আলমারিতে ছিদ্র করে গুলিটি উধাও হয়ে যাবে না বলে দাবি। জানা গিয়েছে, অতিরিক্ত জেলাশাসককে ওই দুই ব্যক্তি একটি লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে, পাট্টা না-দিলে তাঁকে মেরে দেওয়া হবে ৷ এদিকে কে বা কারা অতিরিক্ত জেলাশাসককে হুমকি দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে ।

Last Updated : Mar 29, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.