ETV Bharat / state

ভিনরাজ্যে মৃত্যু জলপাইগুড়ির শ্রমিকের - death of a worker

চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন জলপাইগুড়ির বাসিন্দা গুপিন চাঁদ মণ্ডল । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

worker
শ্রমিক
author img

By

Published : Apr 28, 2020, 10:16 PM IST

জলপাইগুড়ি, 28 এপ্রিল : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল জলপাইগুড়ির এক শ্রমিকের । নাম গুপিন চাঁদ মণ্ডল । মৃতদেহ বাড়িতে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আর্জি জানাল তাঁর পরিবার। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের চনপাড়া এলাকার ঘটনা ।

স্থানীয় বাসিন্দারা বলেন, "কোরোনা কিনা জানি না।আমরা চাই মৃতদেহ সরকার আনার ব্যবস্থা করুক।" ইতিমধ্যে বিষয়টি থানায় জানানো হয়েছে। গুপিন চেন্নাইয়ের পুন্নাবলম এলাকায় একটি বেসরকারি নির্মাণ সংস্থায় কাজ করতেন। লকডাউনের আগে তিনি সেখানে গিয়েছিলেন। খাবারের সমস্যা হচ্ছিল । বাড়িতে টাকাও চেয়ে পাঠিয়েছিলেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন।


গুপিন চাঁদের শ্যালক গোবিন্দ সরকার বলেন, "আজ আমাদের জানানো হয় জামাইবাবুর মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কীভাবে মারা গেল সঠিক তথ্য জানতে পাচ্ছি না।"

জলপাইগুড়ি, 28 এপ্রিল : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল জলপাইগুড়ির এক শ্রমিকের । নাম গুপিন চাঁদ মণ্ডল । মৃতদেহ বাড়িতে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আর্জি জানাল তাঁর পরিবার। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের চনপাড়া এলাকার ঘটনা ।

স্থানীয় বাসিন্দারা বলেন, "কোরোনা কিনা জানি না।আমরা চাই মৃতদেহ সরকার আনার ব্যবস্থা করুক।" ইতিমধ্যে বিষয়টি থানায় জানানো হয়েছে। গুপিন চেন্নাইয়ের পুন্নাবলম এলাকায় একটি বেসরকারি নির্মাণ সংস্থায় কাজ করতেন। লকডাউনের আগে তিনি সেখানে গিয়েছিলেন। খাবারের সমস্যা হচ্ছিল । বাড়িতে টাকাও চেয়ে পাঠিয়েছিলেন। বাড়িতে দুই সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন।


গুপিন চাঁদের শ্যালক গোবিন্দ সরকার বলেন, "আজ আমাদের জানানো হয় জামাইবাবুর মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কীভাবে মারা গেল সঠিক তথ্য জানতে পাচ্ছি না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.