জলপাইগুড়ি, 8 অগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান । অবশেষে হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত চালু হতে চলেছে দার্জিলিং মেল(Darjeeling Mail to Sealdah is going to start from Haldibari)। আগামী 15 অগস্ট থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন এনজেপি হয়ে শিয়ালদা ছুটবে দার্জিলিং মেল এক্সপ্রেস ।
সোমবারই রেলমন্ত্রকের রেলবোর্ডের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে 12343/12344 দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যাবে । এতদিন শিয়ালদা থেকে রাত দশটা পাঁচ মিনিটে দার্জিলিং মেল ছেড়ে এনজেপি পর্যন্ত আসত । এবার থেকে 12343 দার্জিলিং মেল এনজেপির বদলে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি পর্যন্ত যাবে । অন্যদিকে 12344 দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত যাবে ।
আরও পড়ুন : কলকাতা ও আগরতলার মধ্যে চলবে স্পেশাল ট্রেন, রইল সময়-ভাড়ার খুঁটিনাটি