জলপাইগুড়ি, 21 মার্চ : সহকর্মীদের নিয়ে উদ্দাম নাচছেন ট্রাফিক ওসি ৷ খালি গায়ে মত্ত অবস্থার এই নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে (Dancing Video of Dhupguri Traffic OC goes viral) ৷ ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডের অফিসের মধ্যে হিন্দি গানের তালে নাচের সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক দানা বেঁধেছে ৷ এদিকে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ওই ট্রাফিক কর্মীরা ।
উদ্দাম নাচের ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে । অন্যদিকে একাংশ পুলিশের কথায়, হোলির দু'দিন দিন-রাত পরিশ্রম করে ট্রাফিক সামলে সামান্য নাচ-গানে অন্যায়ের কি আছে ? তবে ওসিকে ভিডিয়োতে পুলিশের পোশাকে দেখা যাচ্ছে না । ভিডিয়োটি আদৌ ট্রাফিক অফিসের ভিতরে কিনা, সেটাও পরিষ্কার নয় ৷
আরও পড়ুন : Kolkata Police on ATM Guard : শহরের রক্ষীবিহীন এটিএম পাহারার দায়িত্বে লালবাজার
এদিকে জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী বলেন, "এর আগে বিহারের পুলিশ আধিকারিকরা থানায় মহিলা পুলিশ কর্মীদের দিয়ে তেল মালিশ করাতেন । এখন সেই রেওয়াজ এই রাজ্যেও এসেছে । ধূপগুড়িতে পুলিশ যা করলেন তা নিন্দার ভাষা নেই ।"
তবে ট্রাফিক পুলিশের ওসি অভিজিৎ সিনহা এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ।