ETV Bharat / state

Damaged Road: দীর্ঘদিন ধরে বেহাল তিস্তাবাঁধের রাস্তা, রোজ যন্ত্রণার সফর স্থানীয়দের - জলপাইগুড়ি

তিস্তাবাঁধের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ৷ খানাখন্দে বৃষ্টির জল জমে ডোবায় পরিণত সেই রাস্তা ৷ নিত্যদিনের যাতায়াতে নাজেহাল হতে হচ্ছে স্থানীয়দের ৷ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷

damaged-teesta-dam-road-poses-problems-for-residents-for-a-long-time
দীর্ঘদিন ধরে বেহাল তিস্তাবাঁধের রাস্তা, রোজ যন্ত্রণার সফর স্থানীয়দের
author img

By

Published : Sep 5, 2021, 2:55 PM IST

Updated : Sep 5, 2021, 8:41 PM IST

জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর: নিত্য যাতায়াতের ব্যস্ত পথ তিস্তাবাঁধের রাস্তা ৷ দেখে অবশ্য বোঝা কঠিন ৷ গোটা রাস্তাটাই ভাঙা ৷ বৃষ্টির জল সেই খানাখন্দে জমে যা পরিস্থিতি, তাতে এখন তাকে রাস্তা না-বলে নালা বলাই ভালো ৷ পায়ে হেঁটে, সাইকেলে বা গাড়িতে চলাচল করতে নাজেহাল হতে হচ্ছে স্থানীয়দের ৷ আবার বর্ষার তেজ যখন বাড়ে, তখন এই রাস্তা আর নালা থাকে না, নদীর রূপ নেয় ৷ যা পারাপার করতে আকছার দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয়দের ৷ প্রতিদিন কোনওক্রমে ঝুঁকি নিয়েই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের ৷

স্থানীয় বাসিন্দা পরিতোষ বিশ্বাসের কথায়, "আমি টোটো রিক্সা চালিয়ে রোজগার করি । কিন্তু বেহাল রাস্তার কারণে যাত্রী নিয়ে যেতে পারি না । এই রাস্তা দিয়ে যেতে গিয়ে টোটো-সহ যাত্রী উল্টে যাওয়ার উপক্রম হয়। এই রাস্তায় চলাচলই করা যায় না ।"

আরও পড়ুন: Jamuria Agitation : জামুড়িয়ায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার, চলল গুলি

তিস্তাপাড়ের বাসিন্দা নমিতা বিশ্বাস বলেন, "তিস্তার বাঁধের উপর দিয়ে আমদের অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে । গর্ভবতীদের হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয় । আমরা চাই, অতি দ্রুত এই রাস্তাটি যাতে ঠিক করা হয় । বেহাল রাস্তার জন্য শহর থেকে কোনও টোটো যাত্রী নিয়ে আসতে চায় না । ফলে আমাদের সমস্যায় পড়তে হয় ।"

আরও পড়ুন: BJP : দলবদলের হাওয়ায় কি উত্তরবঙ্গে ধাক্কা খাবে বিজেপি ?

স্থানীয় বাসিন্দা বাবু বিশ্বাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা দিয়েই তাঁদের যাতায়াত করতে হচ্ছে ৷ গত বছর থেকে এই অবস্থা । বারবার জেলাশাসক থেকে শুরু করে সেচ দফতর আধিকারিকদের জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি । বাঁধের গর্ত বড় হতে হতে এখন ডোবায় পরিণত হয়েছে । সেচ দফতর থেকে বালি পাথর দিয়ে বাঁধ মেরামতি হলেও এ বার কিছুই করা হয়নি । এরপর ডোবার জলে মাছ ছেড়ে প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে জানান তিনি । তাঁর কথায়, ‘‘এখন ছাত্রছাত্রীরা স্কুলে যায় না, তাই রক্ষা । কিন্তু রাতে যখন টিউশন পড়ে বাড়ি ফেরে, তাদের অনেক সময় চেনা যায় না । ওই রাস্তায় পড়ে গিয়ে আপাদমস্তক কাদায় স্নান করে ফেরে ৷’’

আরও পড়ুন : Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক

নিত্যদিন যন্ত্রণার সফরে নাভিশ্বাস উঠেছে স্থানীয় বাসিন্দাদের ৷ অবিলম্বে এই রাস্তা সারাইয়ের আর্জি জানিয়েছেন তাঁরা ৷ তবে প্রশাসনের কবে টনক নড়ে, সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন ৷

আরও পড়ুন: Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর: নিত্য যাতায়াতের ব্যস্ত পথ তিস্তাবাঁধের রাস্তা ৷ দেখে অবশ্য বোঝা কঠিন ৷ গোটা রাস্তাটাই ভাঙা ৷ বৃষ্টির জল সেই খানাখন্দে জমে যা পরিস্থিতি, তাতে এখন তাকে রাস্তা না-বলে নালা বলাই ভালো ৷ পায়ে হেঁটে, সাইকেলে বা গাড়িতে চলাচল করতে নাজেহাল হতে হচ্ছে স্থানীয়দের ৷ আবার বর্ষার তেজ যখন বাড়ে, তখন এই রাস্তা আর নালা থাকে না, নদীর রূপ নেয় ৷ যা পারাপার করতে আকছার দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয়দের ৷ প্রতিদিন কোনওক্রমে ঝুঁকি নিয়েই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের ৷

স্থানীয় বাসিন্দা পরিতোষ বিশ্বাসের কথায়, "আমি টোটো রিক্সা চালিয়ে রোজগার করি । কিন্তু বেহাল রাস্তার কারণে যাত্রী নিয়ে যেতে পারি না । এই রাস্তা দিয়ে যেতে গিয়ে টোটো-সহ যাত্রী উল্টে যাওয়ার উপক্রম হয়। এই রাস্তায় চলাচলই করা যায় না ।"

আরও পড়ুন: Jamuria Agitation : জামুড়িয়ায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার, চলল গুলি

তিস্তাপাড়ের বাসিন্দা নমিতা বিশ্বাস বলেন, "তিস্তার বাঁধের উপর দিয়ে আমদের অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে । গর্ভবতীদের হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয় । আমরা চাই, অতি দ্রুত এই রাস্তাটি যাতে ঠিক করা হয় । বেহাল রাস্তার জন্য শহর থেকে কোনও টোটো যাত্রী নিয়ে আসতে চায় না । ফলে আমাদের সমস্যায় পড়তে হয় ।"

আরও পড়ুন: BJP : দলবদলের হাওয়ায় কি উত্তরবঙ্গে ধাক্কা খাবে বিজেপি ?

স্থানীয় বাসিন্দা বাবু বিশ্বাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা দিয়েই তাঁদের যাতায়াত করতে হচ্ছে ৷ গত বছর থেকে এই অবস্থা । বারবার জেলাশাসক থেকে শুরু করে সেচ দফতর আধিকারিকদের জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি । বাঁধের গর্ত বড় হতে হতে এখন ডোবায় পরিণত হয়েছে । সেচ দফতর থেকে বালি পাথর দিয়ে বাঁধ মেরামতি হলেও এ বার কিছুই করা হয়নি । এরপর ডোবার জলে মাছ ছেড়ে প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে জানান তিনি । তাঁর কথায়, ‘‘এখন ছাত্রছাত্রীরা স্কুলে যায় না, তাই রক্ষা । কিন্তু রাতে যখন টিউশন পড়ে বাড়ি ফেরে, তাদের অনেক সময় চেনা যায় না । ওই রাস্তায় পড়ে গিয়ে আপাদমস্তক কাদায় স্নান করে ফেরে ৷’’

আরও পড়ুন : Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক

নিত্যদিন যন্ত্রণার সফরে নাভিশ্বাস উঠেছে স্থানীয় বাসিন্দাদের ৷ অবিলম্বে এই রাস্তা সারাইয়ের আর্জি জানিয়েছেন তাঁরা ৷ তবে প্রশাসনের কবে টনক নড়ে, সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন ৷

আরও পড়ুন: Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

Last Updated : Sep 5, 2021, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.