জলপাইগুড়ি, 25 জুলাই : কোরোনা থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছিলেন । হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর OSD, মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছিলেন । কিন্তু, কয়েকদিন পর ফের কোরোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী । গতকাল ফেসবুকে ওই স্বাস্থ্যকর্মী নিজেই একথা জানিয়েছেন ।
জলপাইগুড়ির কদমতলার বাসিন্দা ওই স্বাস্থ্যকর্মী জুন মাসে কোরোনা আক্রান্ত হন । বেশ কয়েকদিন কোরোনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলে । 11 জুন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি । পরে কাজেও যোগ দিয়েছিলেন । কিন্তু, গতকাল তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, ফের আক্রান্ত হয়েছেন তিনি । গতকাল নিজের ফেসবুক স্ট্যাটাস দিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছেন তিনি ।
এবিষয়ে OSD ডাঃ সুশান্ত রায় জানান, বিষয়টি যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে । একজন কোরোনা মুক্ত হওয়ার পর ফের আক্রান্ত হচ্ছেন । এইরকম চারজনের সংক্রমণের ঘটনা সামনে এসেছে । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে । বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য বিভাগ ।
ওই স্বাস্থ্য কর্মীর বাড়ি এবং সংলগ্ন এলাকা স্যানিটাইজ়িং করা হচ্ছে । আক্রান্তের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তারও একটি তালিকা তৈরি করা হচ্ছে ।