ETV Bharat / state

Surjya Kanta Comment on Paresh : বাম আমলে দুর্নীতি হয়ে থাকলেও পরেশের শাস্তি হোক, বললেন সূর্যকান্ত - সিপিএম এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র

জলপাইগুড়ির ময়নাগুড়িতে সিটুর (CITU) ৬ষ্ঠ জেলা সম্মেলনের প্রকাশ্য জনসভা ছিল শনিবার ৷ সেখানে যোগ দেওয়ার পর সিপিএম-এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) জানান, বাম আমলে দুর্নীতি হয়ে থাকলেও পরেশের শাস্তি হোক ৷

CPIM Leader Surjya Kanta Mishra on Corruption Allegation against Paresh Chandra Adhikary
Surjya Kanta Comment on Paresh : বাম আমলে দুর্নীতি হয়ে থাকলেও পরেশের শাস্তি হোক, বললেন সূর্যকান্ত
author img

By

Published : Jun 25, 2022, 9:42 PM IST

জলপাইগুড়ি, 25 জুন : পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary) যদি বাম আমলে দুর্নীতি করে থাকেন । এখন যদি ধরা পড়েন, তাহলে ব্যবস্থা নেওয়া হোক । শনিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে বললেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) ।

বাম আমলে পরেশ অধিকারী খাদ্যমন্ত্রী থাকাকালীন গ্রুপ ডি পদে ছ’শোর বেশি কর্মী নিয়োগ হয়েছিল । সেই ছ’শো কর্মীকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘এখন যদি সেটা ধরা পড়েন, তাহলে পরেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।’’ ময়নাগুড়িতে সিটুর (CITU) ৬ষ্ঠ জেলা সম্মেলনের প্রকাশ্য জনসভা ছিল ৷ সেখানে এসেই এই মন্তব্য করেন সিপিএম-এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র ৷

এদিন ময়নাগুড়িতে সভা শেষে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘এই সরকার আপাদমস্তক দুর্নীতিবাজ একটা সরকার । সরকার না এটা সার্কাস । সাম্প্রদায়িক মেরুকরণ যুক্ত হয়েছে । একে হটাতে হবে । এদের এই লিস্ট ওই লিস্ট বের হবে ।’’

তিনি আরও বলেন,পরেশ অধিকারী আমাদের আমলে খাদ্যমন্ত্রী ছিলেন, তার জন্য আমরা দায়ী নাকি ! আমাদের সময়ে কিছু করতে পারেনি । যা করেছে এই আমলে করেছে । যখনই হোক যদি দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হোক ।’’ পাশাপাশি মহকুমা পরিষদের ভোট প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘আমরা মানুষের কাছে ভোট চেয়েছি, মানুষ যা রায় দেবেন আমরা মাথা পেতে নেব ।’’

Surjya Kanta Comment on Paresh : বাম আমলে দুর্নীতি হয়ে থাকলেও পরেশের শাস্তি হোক, বললেন সূর্যকান্ত

এছাড়াও স্কুল বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সমালোচনা করেন সূর্যকান্ত মিশ্র । এদিন তিনি বলেন, ‘‘গরম পড়েছে স্কুল বন্ধ । আমাদের গরম শেখাচ্ছেন । আজকে মনে হচ্ছে গরম পড়েছে স্কুল বন্ধ ৷ আপনার ঘরে ছেলে পুলে নেই তাই আপনি বুঝছেন না । অন্য রাজ্যে স্কুল চলল, আপনি কেন স্কুল চালালেন না ? যারা দুই বছর বাড়ি থেকে বেরোতে পারল না । তাদের মনে চাপ বাড়ল । সবার বাড়ির ছেলেমেয়েদের একই অবস্থা । বিজেপির হোক, তৃণমূল কংগ্রেসের হোক ।’’

এদিনের সভায় উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু-সহ জেলার বাম ও সিটু নেতারা । ময়নাগুড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় জনসভা জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে সমর্থকরা আসেন ।

আরও পড়ুন : Anadi Sahu : সরকারের ঠিকা শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরব প্রাক্তন শ্রমমন্ত্রী

জলপাইগুড়ি, 25 জুন : পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary) যদি বাম আমলে দুর্নীতি করে থাকেন । এখন যদি ধরা পড়েন, তাহলে ব্যবস্থা নেওয়া হোক । শনিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে বললেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) ।

বাম আমলে পরেশ অধিকারী খাদ্যমন্ত্রী থাকাকালীন গ্রুপ ডি পদে ছ’শোর বেশি কর্মী নিয়োগ হয়েছিল । সেই ছ’শো কর্মীকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘এখন যদি সেটা ধরা পড়েন, তাহলে পরেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।’’ ময়নাগুড়িতে সিটুর (CITU) ৬ষ্ঠ জেলা সম্মেলনের প্রকাশ্য জনসভা ছিল ৷ সেখানে এসেই এই মন্তব্য করেন সিপিএম-এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র ৷

এদিন ময়নাগুড়িতে সভা শেষে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘এই সরকার আপাদমস্তক দুর্নীতিবাজ একটা সরকার । সরকার না এটা সার্কাস । সাম্প্রদায়িক মেরুকরণ যুক্ত হয়েছে । একে হটাতে হবে । এদের এই লিস্ট ওই লিস্ট বের হবে ।’’

তিনি আরও বলেন,পরেশ অধিকারী আমাদের আমলে খাদ্যমন্ত্রী ছিলেন, তার জন্য আমরা দায়ী নাকি ! আমাদের সময়ে কিছু করতে পারেনি । যা করেছে এই আমলে করেছে । যখনই হোক যদি দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হোক ।’’ পাশাপাশি মহকুমা পরিষদের ভোট প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘আমরা মানুষের কাছে ভোট চেয়েছি, মানুষ যা রায় দেবেন আমরা মাথা পেতে নেব ।’’

Surjya Kanta Comment on Paresh : বাম আমলে দুর্নীতি হয়ে থাকলেও পরেশের শাস্তি হোক, বললেন সূর্যকান্ত

এছাড়াও স্কুল বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সমালোচনা করেন সূর্যকান্ত মিশ্র । এদিন তিনি বলেন, ‘‘গরম পড়েছে স্কুল বন্ধ । আমাদের গরম শেখাচ্ছেন । আজকে মনে হচ্ছে গরম পড়েছে স্কুল বন্ধ ৷ আপনার ঘরে ছেলে পুলে নেই তাই আপনি বুঝছেন না । অন্য রাজ্যে স্কুল চলল, আপনি কেন স্কুল চালালেন না ? যারা দুই বছর বাড়ি থেকে বেরোতে পারল না । তাদের মনে চাপ বাড়ল । সবার বাড়ির ছেলেমেয়েদের একই অবস্থা । বিজেপির হোক, তৃণমূল কংগ্রেসের হোক ।’’

এদিনের সভায় উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু-সহ জেলার বাম ও সিটু নেতারা । ময়নাগুড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় জনসভা জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে সমর্থকরা আসেন ।

আরও পড়ুন : Anadi Sahu : সরকারের ঠিকা শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরব প্রাক্তন শ্রমমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.