জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: তিনমাসের মধ্যে জলপাইগুড়ির ধূপগুড়িকে মহকুমা হিসেবে পরিণত করা হবে ৷ শনিবার ধূপগুড়িতে নির্বাচনী জনসভা করতে এসে এই ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর এই ঘোষণার পর তৈরি হয়েছে বিতর্ক ৷ কারণ, তিনি একজন সাংসদ৷ রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷ তাই প্রশ্ন উঠছে, যে তিনি কীভাবে এই ঘোষণা করতে পারেন ৷
অভিষেকের ঘোষণার পর এই প্রশ্নই তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনিও এখন ধূপগুড়িতে রয়েছেন ৷ কারণ, মঙ্গলবার সেখানে উপ-নির্বাচন ৷ সেই ভোটের প্রচারেই সুজন সেখানে রয়েছেন ৷ এ দিন ধূপগুড়িতে বসেই এই সিপিএম নেতার প্রশ্ন, ‘‘তিনমাসের মধ্যে মহকুমা করা হবে । অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলার কে ? উনি তো সাংসদ ।’’
তাছাড়া উপ-নির্বাচনের কারণে ধূপগুড়িতে আদর্শ আচরণবিধি চালু রয়েছে ৷ তাই পরিস্থিতিতে কি এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া যায়, এই প্রশ্নও উঠেছে অভিষেকের ঘোষণার পর৷ এই নিয়ে সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘অভিষেকের মহকুমা ঘোষণায় ভোটারদের মিথ্যা বলে প্রভাবিত করা হয়েছে । নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। কমিশনের দেখা উচিত ৷’’
আরও পড়ুন: ধূপগুড়িকে 31 ডিসেম্বরের মধ্যে মহকুমা করার ঘোষণা অভিষেকের
উল্লেখ্য, ধূপগুড়িতে মহকুমায় উন্নীত করার দাবি নতুন নয়৷ দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই দাবি জানিয়ে আসছেন ৷ ভোট এলে রাজনৈতিক দলগুলি এই দাবি পূরণের আশ্বাসও দেয় ৷ শনিবার কার্যত সেই আশ্বাসই শোনা গিয়েছে অভিষেকের গলায় ৷ তবে পার্থক্য বলতে, তিনি একেবারে দিনক্ষণ বেঁধে দিয়েছেন ৷ জানিয়েছেন, আগামী 31 ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার ধূপগুড়িতে মহকুমার তকমা দেবে ৷
তৃণমূল কংগ্রেসের তরফে আগেই এই আশ্বাস দিয়ে প্রচার শুরু হয়েছিল ৷ ধূপগুড়িতে ‘মহকুমা চান তৃণমূলকে জেতান’ লেখা হোর্ডিংও চোখে পড়েছে ৷ তাই অভিষেকের ঘোষণার পরই উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে ধূপগুড়িতে ৷ অভিষেকের ঘোষণার পরেই লাড্ডু বিলি হয় ধূপগুড়ি শহরে ।
অন্যদিকে, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করা হবে ঘোষণা করেছিলেন । আশায় বুক বেঁধেছিলেন ধূপগুড়িবাসী । তারপর কেটে গেছে দু’বছর । একবার ফের উপনির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহকুমা করার কথা ঘোষণা করলেন । আদৌও কি ঘোষণার বাস্তবায়ন হবে, নাকি ভোটে বাক্সের খেলা, সেই দিকেই তাকিয়ে ধূপগুড়িবাসী ।
আরও পড়ুন: বিজেপির মতো ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল ভোট করায় না, দাবি অভিষেকের
অনেকে বলেছেন, 2019 সাল থেকে ধূপগুড়ি-সহ জলপাইগুড়ি বিজেপির শক্তঘাঁটিতে পরিণত হয়েছে ৷ তাই উপ-নির্বাচনের প্রাক্কালে এই ঘোষণা মাস্টার স্ট্রোক তৃণমূলের ৷ কিন্তু প্রশ্ন উঠছে, এর পরও যদি ধূপগুড়ির ভোটাররা আরও একবার বিজেপির উপর ভরসা রাখেন, তাহলে কি মহকুমা স্বপ্নই থেকে যাবে !