ETV Bharat / state

জলপাইগুড়িতে বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা - জলপাইগুড়ি পৌরসভা

জলপাইগুড়ি পৌরসভা ও স্বাস্থ্য দফতরের উদ্য়োগে 80 বছরের উর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষমদের করোনার ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছে ৷ মোট 25টি ক্যাম্প করে এই ভ্যাকসিনেশন হবে বলে জানানো হয়েছে ৷ এ নিয়ে আজ জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে বৈঠক হয় ৷

covid-vaccination-arrangements-for-senior-citizen-and-especially-able-in-jalpaiguri
জলপাইগুড়িতে বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা
author img

By

Published : Jun 10, 2021, 6:44 PM IST

জলপাইগুড়ি, 10 জুন : জলপাইগুড়ি পৌরসভা এলাকায় করোনা মোকাবিলায় ব্যবস্থা । এবার 25টি ক্যাম্প করে ভ্যাকসিনেশন শুরু করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা ও স্বাস্থ্য দফতর । পৌর এলাকায় বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে চলেছে আগামী সোমবার থেকে । জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

জেলশাসকের দফতরে পৌরসভার প্রতিনিধিদল, জলপাইগুড়ির তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক মৌমিতা গোদারা । বৈঠকে কীভাবে 80 বছরের উর্ধ্বে ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে, তার পরিকল্পনা করা হয়েছে । পাশাপাশি 60 বছরের বেশি বয়সের বিশেষভাবে সক্ষমদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয় ৷

জলপাইগুড়ি পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় বৈঠক শেষে জানান, জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডেই ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া হবে । জলপাইগুড়ি পৌরসভার তত্বাবধানে চলবে 13টি ক্যাম্প এবং 12টি ক্যাম্প চলবে স্বাস্থ্য দফতরের তত্বাবধানে । স্বাস্থ্য দফতরের ক্যাম্পে সিএমওএইচ তাঁর চিকিৎসক এবং নার্সদের দিয়ে ক্যাম্প চালাবেন ৷

আরও পড়ুন : বাড়িতে এসে ভ্যাকসিন দেওয়ার আর্জি বিশেষভাবে সক্ষমদের

পৌরসভার 25টি ওয়ার্ডের প্রতিটিতে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের তালিকা তৈরি করা হবে ৷ 80 বছরের উর্ধ্বে প্রতিদিন ৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে । পৌরসভার এই ক্যাম্পগুলিতে জলপাইগুড়ি লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব করলাভ্যালী, জলপাইগুড়ি ওয়েলফেয়ারের কর্মীরা পৌরসভাকে সাহায্য করবে । জলের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবই থাকবে সেখানে । যারা ভ্যাকসিন নিতে ক্যাম্প আসতে পারবেন না, তাঁদের জন্য বাড়িতেও যাওয়া হবে বলে জানিয়েছে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য ৷

জলপাইগুড়ি, 10 জুন : জলপাইগুড়ি পৌরসভা এলাকায় করোনা মোকাবিলায় ব্যবস্থা । এবার 25টি ক্যাম্প করে ভ্যাকসিনেশন শুরু করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা ও স্বাস্থ্য দফতর । পৌর এলাকায় বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে চলেছে আগামী সোমবার থেকে । জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

জেলশাসকের দফতরে পৌরসভার প্রতিনিধিদল, জলপাইগুড়ির তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক মৌমিতা গোদারা । বৈঠকে কীভাবে 80 বছরের উর্ধ্বে ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে, তার পরিকল্পনা করা হয়েছে । পাশাপাশি 60 বছরের বেশি বয়সের বিশেষভাবে সক্ষমদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয় ৷

জলপাইগুড়ি পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় বৈঠক শেষে জানান, জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডেই ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া হবে । জলপাইগুড়ি পৌরসভার তত্বাবধানে চলবে 13টি ক্যাম্প এবং 12টি ক্যাম্প চলবে স্বাস্থ্য দফতরের তত্বাবধানে । স্বাস্থ্য দফতরের ক্যাম্পে সিএমওএইচ তাঁর চিকিৎসক এবং নার্সদের দিয়ে ক্যাম্প চালাবেন ৷

আরও পড়ুন : বাড়িতে এসে ভ্যাকসিন দেওয়ার আর্জি বিশেষভাবে সক্ষমদের

পৌরসভার 25টি ওয়ার্ডের প্রতিটিতে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের তালিকা তৈরি করা হবে ৷ 80 বছরের উর্ধ্বে প্রতিদিন ৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে । পৌরসভার এই ক্যাম্পগুলিতে জলপাইগুড়ি লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব করলাভ্যালী, জলপাইগুড়ি ওয়েলফেয়ারের কর্মীরা পৌরসভাকে সাহায্য করবে । জলের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবই থাকবে সেখানে । যারা ভ্যাকসিন নিতে ক্যাম্প আসতে পারবেন না, তাঁদের জন্য বাড়িতেও যাওয়া হবে বলে জানিয়েছে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.