ETV Bharat / state

জলপাইগুড়ির হোটেল থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ - body recover from hotel

আজ সকালে হোটেলের দরজা ভেঙে তাঁদের দেহ উদ্ধার হয়। সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 16, 2019, 5:04 PM IST

জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারি : আজ সকালে জলপাইগুড়ি শহরের এক হোটেল থেকে উদ্ধার হল দম্পতির মৃতদেহ। তাঁদের নাম প্রদীপ বসাক (৩৬) ও সুপ্রিয়া রায় বসাক (২৬)। হোটেলের ঘরের দরজা ভেঙে জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটিকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে ওই দম্পতির বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

জলপাইগুড়ির থানা মোড় সংলগ্ন একটি হোটেলে স্ত্রী ও ৪ বছরের সন্তানকে নিয়ে গতকাল উঠেছিলেন প্রদীপবাবু। আজ ভোরে ঘরের ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙে হোটেলের কর্মীদের। কর্মীরা দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনও সাড়া পাননি। তারপর হোটেলের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেহদুটি উদ্ধার করে। প্রদীপবাবুর দেহ বিছানায় পড়েছিল। সুপ্রিয়াদেবীর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল সিলিং থেকে। শিশুটি বিছানায় বসে কাঁদছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রদীপবাবু কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ফালাকাটায় প্রদীপবাবুর পরিবারকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

undefined

জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারি : আজ সকালে জলপাইগুড়ি শহরের এক হোটেল থেকে উদ্ধার হল দম্পতির মৃতদেহ। তাঁদের নাম প্রদীপ বসাক (৩৬) ও সুপ্রিয়া রায় বসাক (২৬)। হোটেলের ঘরের দরজা ভেঙে জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটিকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে ওই দম্পতির বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

জলপাইগুড়ির থানা মোড় সংলগ্ন একটি হোটেলে স্ত্রী ও ৪ বছরের সন্তানকে নিয়ে গতকাল উঠেছিলেন প্রদীপবাবু। আজ ভোরে ঘরের ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙে হোটেলের কর্মীদের। কর্মীরা দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনও সাড়া পাননি। তারপর হোটেলের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেহদুটি উদ্ধার করে। প্রদীপবাবুর দেহ বিছানায় পড়েছিল। সুপ্রিয়াদেবীর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল সিলিং থেকে। শিশুটি বিছানায় বসে কাঁদছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রদীপবাবু কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ফালাকাটায় প্রদীপবাবুর পরিবারকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Munich - 16 February 2019  
1. Various of Ivanka Trump at Munich Security Conference town hall with International Monetary Fund chief Christine Lagarde and US Senator Lindsey Graham
2. SOUNDBITE (English) Ivanka Trump, President Donald Trump's daughter and senior advisor
"Well, he (President Trump) said consistently that America first doesn't mean America alone, and the reality is that we are proud of our heritage, of being the world's most generous donor. And development assistance is important to us, but that development assistance has to align with American values."
3. Ivanka's husband, Jared Kushner, in audience
4. SOUNDBITE (English) Ivanka Trump, President Donald Trump's daughter and senior advisor
"So to the point we were... that the senator made earlier, about leading some of these outcomes in a more thoughtful way, with what we know works, related to economic prosperity, related to security, both our security and global security and facilitating peace, making sure that women are in power is a critical component. So that's why it was part of the president's national security strategy."
5. Kushner
6. Ivanka at town hall meeting
STORYLINE:
Ivanka Trump appeared at a town hall meeting on the sidelines of the Munich Security Conference on Saturday.
The meeting focused on harnessing the power of women for global stability, and Ivanka said this had always been a key part of the US national security strategy.
President Donald Trump recently launched the Women's Global Development and Prosperity Initiative, a government-wide project led by his daughter.
It aims to coordinate current programmes and develop new ones to assist women in areas such as job training, financial support, and legal or regulatory reforms.
Ivanka, who acts as a senior advisor to her father, is attending the Munich conference to promote the initiative.
At the town hall meeting, she also said her father's expression, "America first", did not mean "America alone", adding the US was proud of its role as "the world's most generous donor".
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.