জলপাইগুড়ি, 8 অগাস্ট : কোরোনা মোকাবিলায় চার তৃণমূল কর্মীর নাম দিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে বিতর্কে তৃণমূলের জেলা সভাপতি। সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুললেন BJP-র জেলা সভাপতি বাপী গোস্বামী। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল জেলা সভাপতির।
BJP-র জেলা সভাপতির বাপী গোস্বামী অভিযোগ করে বলেন, জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যানী অভিযোগ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যানী চিঠি দিয়ে চারজন তৃণমূল কর্মীর নাম দিয়ে জানান, কোরোনা মোকাবিলায় কাজ করবে। BJP-র জেলা সভাপতি বাপী গোস্বামীর প্রশ্ন করেন, তৃণমূলের নেতারা কি কোরোনা নিয়ে অভিজ্ঞ? আসলে কোভিড হাসপাতালের সবকিছু কুক্ষিগত করার জন্যই এটা করা হচ্ছে। আমরা এর ধিক্কার জানাই। কারণ এমন একটা সময় স্বাস্থ্য দপ্তরে যখন স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে শাসক দল বা রাজ্য সরকারর ভাবছে না তখন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে চারজনের নাম পাঠানো হচ্ছে ।
এদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যানী জানান, অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ভুল ব্যাখ্য়া করা হচ্ছে। BJP সব সময়ই ভুল ব্যাখ্য়া করে থাকে ।