জলপাইগুড়ি, 19 জুন : জেলায় সুস্থ হয়ে উঠছেন একের পর এক কোরোনা আক্রান্ত । বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোরোনা হাসপাতাল থেকে একে একে ছুটি পাচ্ছেন অনেক। তবে অভিযোগ উঠছে, অনেক জায়গাতেই সুস্থ হয়ে ওঠা রোগীরা হেনস্থার শিকার হচ্ছেন । এনিয়ে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন OSD । ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার 268 জন কোরোনা আক্রান্তের মধ্যে 133 জন সুস্থ হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে একজন ।
জলপাইগুড়ি জেলা পুলিশের ছ'জন কর্মী কোরোনায় আক্রান্ত হওয়ার পর তাঁদের বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।কয়েকদিন চিকিৎসার পরই সুস্থ হয়ে ওঠেন অনেকেই । জলপাইগুড়ি জেলা পুলিশে কর্মরত মালদার বাসিন্দা মোজামেল হোসেন । তিনি জানান, “ আমি সুস্থ, কিন্তু সেখানকার মানুষ বিশ্বাস করছে না । অযথা হেনস্থা হতে হচ্ছে আমার পরিবারকে । সেই কারণে পরিবারের পাশে দাঁড়াতে আমি ছুটির আবেদনও করেছি ।" তিনি আরও বলেন, “সঠিক সময়ে চিকিৎসা পেলে সব ভালো হয়ে যায় । ভয়ের কিছুই নেই। কিন্তু কোরোনা হলে কাউকে অচ্ছুৎ করে দেখা ঠিক নয়। আমার কোনও উপসর্গ ছিল না । চিকিৎসা করে আজ আমি সুস্থ । “ অন্যদিকে, ময়নাগুড়ির দমকলকর্মী হাতেম আলি জানান, “ আমি সুস্থ। আমায় সব কর্মীরা সাহস জুগিয়েছে । চিকিৎসায় ভালো হয়ে বাড়ি ফিরেছি ।"
কোরোনা মোকাবিলার উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “যারা কোরোনা জয়ীদের পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে আমরা সুস্থ করে বাড়ি পাঠাব । তবে আতঙ্ক ছড়াবেন না কেউ । সঠিক সময়ে চিকিৎসা পেলে সবাই সুস্থ হবে ।"