জলপাইগুড়ি, 9 নভেম্বর : জলপাইগুড়ি শহরের কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে । একই দিনে জেলা শহরের 3 জন ও জেলার মোট 4 জন কোরোনা রোগীর মৃত্যু হল ৷
জলপাইগুড়ি পৌরসভা এলাকায় কোরোনা সংক্রমিত 3 ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে, জানিয়েছে জেলা স্বাস্থ্যদপ্তর । এছাড়াও জলপাইগুড়ি থানার বেলাকোবা এলাকায় কোরোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে নতুন করে জলপাইগুড়ি পৌরসভা এলাকার 25 জন আক্রান্ত হয়েছেন ৷ জানালেন পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় । সোমবার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় ও নিপু সাহার উদ্যোগে কোরোনা আক্রান্তদের বাড়ি ও এলাকা পৌরকর্মীদের দিয়ে স্যানিটাইজ় করা হয় । পৌরসভা সুত্রে জানা গিয়েছে, রবিবার জলপাইগুড়ি শহরে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন 37 জন । কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 25 জন ।
সৈকত চট্টোপাধ্যায় জানান, "দুঃখজনক ঘটনা, 3 জনের মৃত্যু হয়েছে । সামনে কালীপুজো ও ছট পুজো রয়েছে ৷ এই অবস্থায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরও কঠিন হবে । কালীপুজোয় ভিড় এড়িয়ে চলতে হবে, মাস্ক অবশ্যই পরতেই হবে ৷ "