ETV Bharat / state

জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু, জলপাইগুড়ির গ্রামে কোরোনা আতঙ্ক - wb_jal_01_jor death korona atonko_vis

গত 4-5 দিন ধরে জ্বরে ভুগছিলেন হেমন্ত । গতকাল রাতে ওষুধ খাওয়ার পর নিজের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। সকালে দরজা না খোলায় সন্দেহ হয় লোকজনের ।

korona
কোরোনা
author img

By

Published : Mar 17, 2020, 2:41 AM IST

ধুপগুড়ি, 17 মার্চ : জ্বরে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রির মৃত্যুতে কোরোনা আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির ধুপগুড়ির গ্রামে ৷ হেমন্ত রায় নামে 48 বছরের ওই মৃত ব্যক্তি ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ৷ সিকিমে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি ৷ সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷

পরিবার সুত্রে জানা গিয়েছে, গত 4-5 দিন ধরে জ্বরে ভুগছিলেন হেমন্ত । গতকাল রাতে ওষুধ খাওয়ার পর নিজের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। সকালে দরজা না খোলায় সন্দেহ হয় লোকজনের । পরে দরজা ভেঙে হেমন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে জ্বরে আক্রান্ত হয়ে হেমন্তের মৃত্যুর খবরে গ্রামে পৌঁছালে 3 জন প্রতিবেশী হেমন্তর দেহ আনতে সিকিম যান । এদিকে গ্রামের লোকের ধারণা হয় কোরোনা আক্রান্ত হয়ে হেমন্তের মৃত্যু হয়েছে ৷ দেহ নিয়ে এসে গ্রামেই সৎকার করা হয় । তারপরই এই ঘটনায় গ্রামে করোনা আতঙ্ক ছড়ায় ।

ধুপগুড়ি, 17 মার্চ : জ্বরে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রির মৃত্যুতে কোরোনা আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির ধুপগুড়ির গ্রামে ৷ হেমন্ত রায় নামে 48 বছরের ওই মৃত ব্যক্তি ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ৷ সিকিমে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি ৷ সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷

পরিবার সুত্রে জানা গিয়েছে, গত 4-5 দিন ধরে জ্বরে ভুগছিলেন হেমন্ত । গতকাল রাতে ওষুধ খাওয়ার পর নিজের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। সকালে দরজা না খোলায় সন্দেহ হয় লোকজনের । পরে দরজা ভেঙে হেমন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে জ্বরে আক্রান্ত হয়ে হেমন্তের মৃত্যুর খবরে গ্রামে পৌঁছালে 3 জন প্রতিবেশী হেমন্তর দেহ আনতে সিকিম যান । এদিকে গ্রামের লোকের ধারণা হয় কোরোনা আক্রান্ত হয়ে হেমন্তের মৃত্যু হয়েছে ৷ দেহ নিয়ে এসে গ্রামেই সৎকার করা হয় । তারপরই এই ঘটনায় গ্রামে করোনা আতঙ্ক ছড়ায় ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.