ETV Bharat / state

জলপাইগুড়িতে দলের কোন্দল মেটাতে আসরে গৌতম, করলেন বৈঠক

লোকসভা নির্বাচনের পরে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বদল হয় । তারপর থেকে সেখানে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে ওঠে । সমস্যা মেটাতে জেলা সভাপতি ও বিধায়কদের নিয়ে বৈঠক গৌতম দেবের ।

Core committee meeting held in jalpaiguri
Core committee meeting held in jalpaiguri
author img

By

Published : Jun 21, 2020, 5:39 AM IST

জলপাইগুড়ি, 20 জুন : জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল মেটাতে জেলা সভাপতি ও বিধায়কদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসলেন উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব।


লোকসভা নির্বাচনের পরে জেলা সভাপতি বদল করে তৃণমূল কংগ্রেস । সভাপতি বদল হবার পর জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। নবনিযুক্ত জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন করে ব্লকে ব্লকে আহ্বায়ক দিয়ে কাজ শুরু করেন । প্রায় এক বছর হয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়নি । দলেরই কয়েকজন বিধায়ক জেলা সভাপতির বিরোধিতা করছে বলে অভিযোগ । এমনকী ব্লক সভাপতিরাও জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন । এরপর অরূপ বিশ্বাস এসেও দলের হাল শোধরাতে পারেননি। তারপর গৌতম দেবকে দায়িত্ব দেওয়া হয় । জেলা তৃণমূলের ব্লক সভাপতি নিয়োগ করার প্রক্রিয়া শুরু হতেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে । প্রকাশ্যেই নেতাদের একাংশ জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটাতে জেলা সভাপতি ও বিধায়কদের সাথে বৈঠক করতে জলপাইগুড়ি আসেন উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব । এদিন জলপাইগুড়ি রায়কতপাড়ার জেলা সভাপতির নিজস্ব অফিসে বৈঠক করেন গৌতম দেব । আলাদাভাবে জেলা সভাপতি সাথে কথা বলেন । ময়নাগুড়ি ও রাজগঞ্জের বিধায়কের সাথেও আলাদাভাবে বসেন ।

এদিন জেলা সভাপতি ও বিধায়কদের সাথে বৈঠক শেষে গৌতম দেব বলেন, "দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক হয়েছে। আলোচলা হল জেলা সভাপতি ও বিধায়কের সঙ্গে। আমাদের দল একটা পরিবার। সবাইকে নিয়ে চলতে হবে ৷ দলে কেউ ভুল ত্টিরু করলে তা জেলা সভাপতিকেই দেখতে হবে । আমি আলোচনার বিষয় রাজ্য কমিটিকে জানাব । আশা করি খুব তাড়াতাড়ি জেলা কমিটি ঘোষণা করা যাবে ।খগেশ্বর রায় দলের উত্তরবঙ্গের প্রথম বিধায়ক তাঁর সাথেও আজ ভালো কথা হয়েছে ।”

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, "ভালোমন্দ আলোচনা হয়েছে। জেলা সভাপতি কিছু ত্যাগ স্বীকার করেছেন আমিও ত্যাগ স্বীকার করেছি। আমি যে ব্লক সভাপতি চেয়েছি তাঁকেই পাচ্ছি । আমি 8টি অঞ্চল সভাপতি চেয়েছি তাই পাচ্ছি । জেলা সভাপতি অন্য 4টি অঞ্চলের সভাপতি যাকে করবেন তাঁকে মেনে নেব ।"

এদিকে ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন," দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হল। খুশি বা অখুশি হওয়ার বিষয় নেই। জেলা ও রাজ্য সিদ্ধান্ত নেব।"

জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন," পদ কারও দীর্ঘস্থায়ী নয়। একটা সময় আমারও পদ চলে গিয়েছিল। নতুন করে জেলার 15টি সাংগঠনিক ব্লকে সভাপতি তালিকা আজ পাঠানো হবে। সবার সাথেই আলোচনা হয়েছে ।"

জলপাইগুড়ি, 20 জুন : জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল মেটাতে জেলা সভাপতি ও বিধায়কদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসলেন উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব।


লোকসভা নির্বাচনের পরে জেলা সভাপতি বদল করে তৃণমূল কংগ্রেস । সভাপতি বদল হবার পর জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। নবনিযুক্ত জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন করে ব্লকে ব্লকে আহ্বায়ক দিয়ে কাজ শুরু করেন । প্রায় এক বছর হয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়নি । দলেরই কয়েকজন বিধায়ক জেলা সভাপতির বিরোধিতা করছে বলে অভিযোগ । এমনকী ব্লক সভাপতিরাও জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন । এরপর অরূপ বিশ্বাস এসেও দলের হাল শোধরাতে পারেননি। তারপর গৌতম দেবকে দায়িত্ব দেওয়া হয় । জেলা তৃণমূলের ব্লক সভাপতি নিয়োগ করার প্রক্রিয়া শুরু হতেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে । প্রকাশ্যেই নেতাদের একাংশ জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটাতে জেলা সভাপতি ও বিধায়কদের সাথে বৈঠক করতে জলপাইগুড়ি আসেন উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব । এদিন জলপাইগুড়ি রায়কতপাড়ার জেলা সভাপতির নিজস্ব অফিসে বৈঠক করেন গৌতম দেব । আলাদাভাবে জেলা সভাপতি সাথে কথা বলেন । ময়নাগুড়ি ও রাজগঞ্জের বিধায়কের সাথেও আলাদাভাবে বসেন ।

এদিন জেলা সভাপতি ও বিধায়কদের সাথে বৈঠক শেষে গৌতম দেব বলেন, "দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক হয়েছে। আলোচলা হল জেলা সভাপতি ও বিধায়কের সঙ্গে। আমাদের দল একটা পরিবার। সবাইকে নিয়ে চলতে হবে ৷ দলে কেউ ভুল ত্টিরু করলে তা জেলা সভাপতিকেই দেখতে হবে । আমি আলোচনার বিষয় রাজ্য কমিটিকে জানাব । আশা করি খুব তাড়াতাড়ি জেলা কমিটি ঘোষণা করা যাবে ।খগেশ্বর রায় দলের উত্তরবঙ্গের প্রথম বিধায়ক তাঁর সাথেও আজ ভালো কথা হয়েছে ।”

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, "ভালোমন্দ আলোচনা হয়েছে। জেলা সভাপতি কিছু ত্যাগ স্বীকার করেছেন আমিও ত্যাগ স্বীকার করেছি। আমি যে ব্লক সভাপতি চেয়েছি তাঁকেই পাচ্ছি । আমি 8টি অঞ্চল সভাপতি চেয়েছি তাই পাচ্ছি । জেলা সভাপতি অন্য 4টি অঞ্চলের সভাপতি যাকে করবেন তাঁকে মেনে নেব ।"

এদিকে ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন," দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হল। খুশি বা অখুশি হওয়ার বিষয় নেই। জেলা ও রাজ্য সিদ্ধান্ত নেব।"

জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন," পদ কারও দীর্ঘস্থায়ী নয়। একটা সময় আমারও পদ চলে গিয়েছিল। নতুন করে জেলার 15টি সাংগঠনিক ব্লকে সভাপতি তালিকা আজ পাঠানো হবে। সবার সাথেই আলোচনা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.