ETV Bharat / state

School Closed Controversy : রাজ্য সরকারের নির্ধারিত দিনের আগেই স্কুলে ছুটি ঘিরে বিতর্ক

author img

By

Published : Apr 30, 2022, 10:20 PM IST

সরকারি নির্দেশ অনুসারে স্কুলে গরমের ছুটির নির্দিষ্ট তারিখের আগেই ছুটি দেওয়ার অভিযোগ ধূপগুড়ি ব্লকের বাঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দু’টি প্রাইমারি স্কুলের বিরুদ্ধে ৷ ঘটনাটি প্রকাশ্য আসতেই বিতর্কের সূত্রপাত (School Closed Controversy in Jalpaiguri) ৷

School Closed Controversy in Jalpaiguri
রাজ্য সরকারের নির্ধারিত দিনের আগেই স্কুলে ছুটি ঘিরে বিতর্ক

জলপাইগুড়ি, 30 এপ্রিল: সরকারি নির্দেশ অনুসারে 2 মে থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হচ্ছে গরমের ছুটি ৷ তার আগে থেকে অর্থাৎ শুক্রবার থেকে বন্ধ ধূপগুড়ির বারঘড়িয়া 1 নম্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য বোরাবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় (School Closed Controversy in Jalpaiguri)৷

অভিভাবকদের অভিযোগ, গরমের ছুটি ঘোষণার পর শুক্রবার মধ্য বোরাগারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয় ৷ সরকারি নির্দেশ অনুসারে আগামী 2 মে রাজ্যজুড়ে গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ তার আগেই কেন স্কুলে ছুটি ঘোষণা করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন । এদিন দুপুরে বারঘড়িয়া 1 নম্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও একই ছবি ধরা পড়ে ৷

এই প্রসঙ্গেই বারোঘড়িয়া 1 নম্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ফোনে জানান, শুক্রবার স্কুলে ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছিল শনিবার সকালে স্কুল করানো হবে । সেই মতোই স্কুল হয়েছে । দিনের স্কুল হঠাৎ সকালে হয় কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে । অন্যদিকে মধ্যবোরাগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রতাপ সাহা ফোনে জানান, শুক্রবার স্কুল করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । এটা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন ।

আরও পড়ুন: Teachers Wearing School Dress : পড়ুয়াদের সঙ্গে শিক্ষকরাও পরে আসছেন 'স্কুল ড্রেস'

বারোঘড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা ভগবান রায়-সহ আরও অনেক অভিভাবক বলেন, ‘‘হঠাৎ করে সকালে স্কুল হয়েছে কি না, তা জানা নেই । কিন্তু বরাবর স্কুল দিনেই হয় । এখন শুনছি সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত স্কুল হয়েছে । যদিও অভিভাবক হিসেবে এই বিষয় অজানা ছিল ।’’ অন্যদিকে মধ্যবোরাগাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা হরিধন রায় এবং কৌশিক রায় জনান, আজকে স্কুলে কোনও শিক্ষক-শিক্ষিকা আসেননি । গতকাল স্কুল হওয়ার পর ছুটি দিয়ে দেওয়া হয়েছে । অথচ রাজ্য সরকার গ্রীস্মকালীন ছুটি ঘোষণা করেছে 2 মে অর্থাৎ সোমবার থেকে ।

জলপাইগুড়ি, 30 এপ্রিল: সরকারি নির্দেশ অনুসারে 2 মে থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হচ্ছে গরমের ছুটি ৷ তার আগে থেকে অর্থাৎ শুক্রবার থেকে বন্ধ ধূপগুড়ির বারঘড়িয়া 1 নম্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য বোরাবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় (School Closed Controversy in Jalpaiguri)৷

অভিভাবকদের অভিযোগ, গরমের ছুটি ঘোষণার পর শুক্রবার মধ্য বোরাগারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয় ৷ সরকারি নির্দেশ অনুসারে আগামী 2 মে রাজ্যজুড়ে গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ তার আগেই কেন স্কুলে ছুটি ঘোষণা করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন । এদিন দুপুরে বারঘড়িয়া 1 নম্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও একই ছবি ধরা পড়ে ৷

এই প্রসঙ্গেই বারোঘড়িয়া 1 নম্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ফোনে জানান, শুক্রবার স্কুলে ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছিল শনিবার সকালে স্কুল করানো হবে । সেই মতোই স্কুল হয়েছে । দিনের স্কুল হঠাৎ সকালে হয় কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে । অন্যদিকে মধ্যবোরাগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রতাপ সাহা ফোনে জানান, শুক্রবার স্কুল করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । এটা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন ।

আরও পড়ুন: Teachers Wearing School Dress : পড়ুয়াদের সঙ্গে শিক্ষকরাও পরে আসছেন 'স্কুল ড্রেস'

বারোঘড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা ভগবান রায়-সহ আরও অনেক অভিভাবক বলেন, ‘‘হঠাৎ করে সকালে স্কুল হয়েছে কি না, তা জানা নেই । কিন্তু বরাবর স্কুল দিনেই হয় । এখন শুনছি সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত স্কুল হয়েছে । যদিও অভিভাবক হিসেবে এই বিষয় অজানা ছিল ।’’ অন্যদিকে মধ্যবোরাগাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা হরিধন রায় এবং কৌশিক রায় জনান, আজকে স্কুলে কোনও শিক্ষক-শিক্ষিকা আসেননি । গতকাল স্কুল হওয়ার পর ছুটি দিয়ে দেওয়া হয়েছে । অথচ রাজ্য সরকার গ্রীস্মকালীন ছুটি ঘোষণা করেছে 2 মে অর্থাৎ সোমবার থেকে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.