ETV Bharat / state

Police Constable Arrested: আলিপুরদুয়ারে পুলিশ সুপারের দফতরে বসেই আর্থিক প্রতারণা! গ্রেফতার কনস্টেবল - দফতরে বসেই আর্থিক প্রতারণা

সিভিক ভলান্টিয়ারদের বেতনের টাকা আত্মসাৎ করার অভিযোগ ৷ গ্রেফতার আলিপুরদুয়ারের পুলিশ সুপারের দফতরে কর্মরত কনস্টেবল ৷

Police Constable Arrested
আর্থিক প্রতারণা কনস্টেবলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 10:31 PM IST

জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর: খোদ আলিপুরদুয়ারের পুলিশ সুপারের দফতরে বসেই আর্থিক প্রতারণার অভিযোগ এক কনস্টেবলের বিরুদ্ধে ৷ তাঁর কার্যকলাপে চোখ কপালে উঠেছে অন্যান্য আধিকারিকদের । পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত দীপঙ্কর সরকার ৷ অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের বেতনের টাকা আত্মসাৎ করেছেন এই পুলিশ কর্মী । সিভিক ভলান্টিয়ার অনুপস্থিত থাকা সত্বেও তাদের উপস্থিত দেখিয়ে নিজের আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকিয়েছেন তিনি ৷ টাকার পরিমাণ প্রায় 9 লক্ষ 50 হাজার ৷ কীভাবে এই কাণ্ড ঘটানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ ।

এ বিষয়ে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "সিভিকদের বেতনের টাকা আত্মসাৎ করার অভিযোগে আমরা এক কনস্টেবলকে গ্রেফতার করেছি । প্রাথমিকভাবে তদন্তে সাড়ে 9 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে । তাঁকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"

জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুলিশ সুপারের দফতরের ফিনান্স বিভাগের কর্মী হিসেবে কাজ করেন পুলিশ কনস্টেবল দীপঙ্কর সরকার । তাঁর বিরুদ্ধে অভিযোগ, কয়েক বছর ধরেই এই পুলিশ কর্মী লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছিলেন । যে সমস্ত সিভিক কর্মী কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকতেন । তাদের অনুপস্থিতিকে উপস্থিতি দেখানো হত । এরপর তাঁদের বিলের টাকা দীপঙ্কর তাঁর আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতেন ।

আরও পড়ুন: বীরভূমের নতুন সায়গল ! আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে কনস্টেবলের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন

এইভাবে দিনের পর দিন বছরের পর বছর সিভিক ভলান্টিয়ারদের বিলের টাকা আত্মসাৎ করছেন দীপঙ্কর । এমন অভিযোগ আসার পরেই আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী ঘটনার তদন্ত শুরু করান । তদন্তে উঠে আসে, সাড়ে 9 লক্ষ সরকারি টাকা তছরূপ হয়েছে । এরপরেই দীপঙ্করকে গ্রেফতার করা হয় । তাঁকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে । পুলিশ আধিকারিকদের অনুমান, এই আর্থিক তৎরূপের পেছনে বড় একটা চক্র কাজ করছে । এর সঙ্গে আরও কে কে জড়িত আছে তার খোঁজ চালাচ্ছ আলিপুরদুয়ার জেলা পুলিশ ।

জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর: খোদ আলিপুরদুয়ারের পুলিশ সুপারের দফতরে বসেই আর্থিক প্রতারণার অভিযোগ এক কনস্টেবলের বিরুদ্ধে ৷ তাঁর কার্যকলাপে চোখ কপালে উঠেছে অন্যান্য আধিকারিকদের । পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত দীপঙ্কর সরকার ৷ অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের বেতনের টাকা আত্মসাৎ করেছেন এই পুলিশ কর্মী । সিভিক ভলান্টিয়ার অনুপস্থিত থাকা সত্বেও তাদের উপস্থিত দেখিয়ে নিজের আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকিয়েছেন তিনি ৷ টাকার পরিমাণ প্রায় 9 লক্ষ 50 হাজার ৷ কীভাবে এই কাণ্ড ঘটানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ ।

এ বিষয়ে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "সিভিকদের বেতনের টাকা আত্মসাৎ করার অভিযোগে আমরা এক কনস্টেবলকে গ্রেফতার করেছি । প্রাথমিকভাবে তদন্তে সাড়ে 9 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে । তাঁকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"

জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুলিশ সুপারের দফতরের ফিনান্স বিভাগের কর্মী হিসেবে কাজ করেন পুলিশ কনস্টেবল দীপঙ্কর সরকার । তাঁর বিরুদ্ধে অভিযোগ, কয়েক বছর ধরেই এই পুলিশ কর্মী লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছিলেন । যে সমস্ত সিভিক কর্মী কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকতেন । তাদের অনুপস্থিতিকে উপস্থিতি দেখানো হত । এরপর তাঁদের বিলের টাকা দীপঙ্কর তাঁর আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতেন ।

আরও পড়ুন: বীরভূমের নতুন সায়গল ! আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে কনস্টেবলের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন

এইভাবে দিনের পর দিন বছরের পর বছর সিভিক ভলান্টিয়ারদের বিলের টাকা আত্মসাৎ করছেন দীপঙ্কর । এমন অভিযোগ আসার পরেই আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী ঘটনার তদন্ত শুরু করান । তদন্তে উঠে আসে, সাড়ে 9 লক্ষ সরকারি টাকা তছরূপ হয়েছে । এরপরেই দীপঙ্করকে গ্রেফতার করা হয় । তাঁকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে । পুলিশ আধিকারিকদের অনুমান, এই আর্থিক তৎরূপের পেছনে বড় একটা চক্র কাজ করছে । এর সঙ্গে আরও কে কে জড়িত আছে তার খোঁজ চালাচ্ছ আলিপুরদুয়ার জেলা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.