জলপাইগুড়ি, 11 জুন : রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ করোনার থাবা জলপাইগুড়ি ই়্জিনিয়ারিং কলেজেও ৷ জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের 6 জন ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন । তার জেরেই স্থগিত হলে গেল কলেজের সমস্ত পরীক্ষা ৷ উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কলেজ (College closed indefinitely at Jalpaiguri for Corona) ৷
ইতিমধ্যেই এখানকার কোভিড আক্রান্ত 3 জন ছাত্র জলপাইগুড়ি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 3জন কলেজের হোস্টেলেই আইসোলেশনে আছেন ৷ জানা গিয়েছে, কয়েক দিন আগে কলেজের দ্বিতীয় বর্ষের 2 ছাত্রের জ্বর ও সর্দির উপসর্গ দেখা দেয় ৷ তাদের করোনা পরীক্ষা করলে পজেটিভ রিপোর্ট আসে ৷ তারপরেই কলেজের দ্বিতীয় বর্ষের হোস্টেলে থাকা 180 জন ছাত্রের মধ্যে কোভিড আতঙ্ক ছড়ায় । এর পরেই প্রায় প্রতিদিন 1-2 জন করে ছাত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসছে ৷ এমন অবস্থায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। কেবলমাত্র দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যেই করোনার পজিটিভ রিপোর্ট আসছে ৷ কলেজের অন্যান্য বর্ষের পড়ুয়াদের মধ্যে কোভিড উপসর্গ দেখা যায়নি ৷ হঠাৎ করে করোনা কী ভাবে ছড়াল তা নিয়ে চিন্তিত কলেজ কর্তৃপক্ষ। গত সপ্তাহেই কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেখানে ছাত্র-ছাত্রীদের জমায়েত হয়েছিল । সেখান থেকে সংক্রমণে ছড়াতে পারে বলে আশঙ্কা কলেজ কর্তৃপক্ষের ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : বাড়ছে করোনা, তিন মাস পর রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরল 100
জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, ‘‘করোনার সংক্রমণের জেরে আমরা আপাতত ছাত্রদের কথাই ভাবছি । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস আপাতত বন্ধ থাকবে। সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে ।’’