ETV Bharat / state

Fake Doctor: ভুয়ো চিকিৎসক ! টু-পাশ ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ - ভুয়ো চিকিৎসক

ফের ভুয়ো চিকিৎসকের (Fake Doctor) হদিশ মিলল ৷ এবার জলপাইগুড়িতে ধরা পড়ল এই ভুয়ো চিকিৎসক ৷ তাঁর নাম রংবাজ শেখ ৷

Fake Doctor
Fake Doctor
author img

By

Published : Nov 15, 2022, 10:00 PM IST

জলপাইগুড়ি, 15 নভেম্বর: ডাক্তার পরিচয় দিয়ে দিব্যি চিকিৎসা চালাচ্ছিলেন জঙ্গীপুরের যুবক । আইকার্ডের নাম ঠিকানা দেখে ওই চিকিৎসকের খোঁজ নিতেই বেরিয়ে এলে আসল তথ্য ৷ জানা গিয়েছে, তিনি ক্লাস টু-পাশ ৷ জীবনে কোনওদিন ডাক্তারিই পড়েননি । আর এই ভুয়ো ডাক্তারকে (Fake Doctor) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

আয়ুর্বেদিক চিকিৎসক সেজেছিলেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ । তিনি করছিলেন বিশেষভাবে সক্ষম রোগীদের চিকিৎসা । স্থানীয়দের সচেতনতায় ফাঁস হল তাঁর ভুয়ো ডাক্তারি বিদ্যা ।

জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটার সুভাষ পল্লির বাসিন্দা বিশ্বজিৎ রায়ের বছর 6-এর ছেলে ঋষি বিশেষভাবে সক্ষম। অনেক চিকিৎসা করিয়েও তাঁর সন্তানকে সুস্থ করতে পারে বিশ্বজিৎ। বিষয়টি জানতে পারে রংবাজ শেখ । সম্প্রতি বিশ্বজিতের বাড়িতে আয়ুর্বেদিক ডাক্তার সেজে চলে আসেন তিনি । এরপর তাঁর বাচ্চাটি ভালোভাবে পরীক্ষা করে তাকে ওষুধ দেন রংবাজ । যেই ওষুধগুলির জন্য তিনি 28,000 টাকা দাবি করেন বলে অভিযোগ ।

ফের ভুয়ো চিকিৎসকের হদিশ

বিষয়টি নিয়ে বিশ্বজিৎ রায়ের মনে সন্দেহ হয় । এরপর ডাক্তারের নাম ঠিকানা নিয়ে, আই কার্ডের নাম ও ডিগ্রি দিয়ে ওয়েবসাইটে সার্চ করলে কিছুই পান না তিনি । এতে তাঁর মনে আরও সন্দেহ বাড়ে । ওষুধ নেওয়ার অছিলায় আজ রংবাজ শেখকে বাড়িতে ডাকেন । তিনি এলে পাড়া প্রতিবেশিরা মিলে তাঁকে ঘিরে ধরে চেপে ধরতেই কান্নায় ভেঙে পড়েন । তিনি যে ভুয়ো তা স্বীকার করে নেন । রংবাজ ক্লাস টু অবধি পড়াশোনা করেছেন তাও জানান । এরপর পরিবারের লোকেরা খবর দেয় বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়িতে । পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় তাঁকে (Class two pass Fake Doctor arrested from Jalpaiguri) ।

আরও পড়ুন: দুর্গাপুরে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

বিশ্বজিৎ রায় বলেন, "আমার ছেলের চিকিৎসা করতে এসেছিলেন ডাক্তার ৷ তিনি কিছু ঔষধ দেন বাচ্চাকে ৷ সেগুলির দাম ছিল 28,000 হাজার টাকা ৷ আমার সন্দেহ হয় ৷ প্রেসক্রিপশন নিয়ে আমি অনলাইনে ল্যাপটপে পরিচয় ভ্যারিফিকেশন করি ৷ তারপরই দেখি ভুয়ো ৷ তাঁর নামে কোনও নথি নেই ৷"

জলপাইগুড়ি, 15 নভেম্বর: ডাক্তার পরিচয় দিয়ে দিব্যি চিকিৎসা চালাচ্ছিলেন জঙ্গীপুরের যুবক । আইকার্ডের নাম ঠিকানা দেখে ওই চিকিৎসকের খোঁজ নিতেই বেরিয়ে এলে আসল তথ্য ৷ জানা গিয়েছে, তিনি ক্লাস টু-পাশ ৷ জীবনে কোনওদিন ডাক্তারিই পড়েননি । আর এই ভুয়ো ডাক্তারকে (Fake Doctor) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

আয়ুর্বেদিক চিকিৎসক সেজেছিলেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ । তিনি করছিলেন বিশেষভাবে সক্ষম রোগীদের চিকিৎসা । স্থানীয়দের সচেতনতায় ফাঁস হল তাঁর ভুয়ো ডাক্তারি বিদ্যা ।

জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটার সুভাষ পল্লির বাসিন্দা বিশ্বজিৎ রায়ের বছর 6-এর ছেলে ঋষি বিশেষভাবে সক্ষম। অনেক চিকিৎসা করিয়েও তাঁর সন্তানকে সুস্থ করতে পারে বিশ্বজিৎ। বিষয়টি জানতে পারে রংবাজ শেখ । সম্প্রতি বিশ্বজিতের বাড়িতে আয়ুর্বেদিক ডাক্তার সেজে চলে আসেন তিনি । এরপর তাঁর বাচ্চাটি ভালোভাবে পরীক্ষা করে তাকে ওষুধ দেন রংবাজ । যেই ওষুধগুলির জন্য তিনি 28,000 টাকা দাবি করেন বলে অভিযোগ ।

ফের ভুয়ো চিকিৎসকের হদিশ

বিষয়টি নিয়ে বিশ্বজিৎ রায়ের মনে সন্দেহ হয় । এরপর ডাক্তারের নাম ঠিকানা নিয়ে, আই কার্ডের নাম ও ডিগ্রি দিয়ে ওয়েবসাইটে সার্চ করলে কিছুই পান না তিনি । এতে তাঁর মনে আরও সন্দেহ বাড়ে । ওষুধ নেওয়ার অছিলায় আজ রংবাজ শেখকে বাড়িতে ডাকেন । তিনি এলে পাড়া প্রতিবেশিরা মিলে তাঁকে ঘিরে ধরে চেপে ধরতেই কান্নায় ভেঙে পড়েন । তিনি যে ভুয়ো তা স্বীকার করে নেন । রংবাজ ক্লাস টু অবধি পড়াশোনা করেছেন তাও জানান । এরপর পরিবারের লোকেরা খবর দেয় বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়িতে । পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় তাঁকে (Class two pass Fake Doctor arrested from Jalpaiguri) ।

আরও পড়ুন: দুর্গাপুরে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

বিশ্বজিৎ রায় বলেন, "আমার ছেলের চিকিৎসা করতে এসেছিলেন ডাক্তার ৷ তিনি কিছু ঔষধ দেন বাচ্চাকে ৷ সেগুলির দাম ছিল 28,000 হাজার টাকা ৷ আমার সন্দেহ হয় ৷ প্রেসক্রিপশন নিয়ে আমি অনলাইনে ল্যাপটপে পরিচয় ভ্যারিফিকেশন করি ৷ তারপরই দেখি ভুয়ো ৷ তাঁর নামে কোনও নথি নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.