ETV Bharat / state

Jalpaiguri Clash: জমি বিবাদ ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ি, মৃত 1, 10 বাড়িতে আগুন - জলপাইগুড়ির খবর

জমি বিবাদকে (Land Problem) ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে (Jalpaiguri Clash) ৷ গড়ালবাড়িতে দু'পক্ষের সংঘর্ষে মৃত 1, আহত 7 ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় 10টি বাড়িতে ৷

clash between two groups over land problem in jalpaiguri, 1 died, 7 injured
জমি বিবাদ ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ি ! মৃত 1, 10 বাড়িতে আগুন
author img

By

Published : Nov 19, 2021, 2:45 PM IST

Updated : Nov 19, 2021, 4:11 PM IST

জলপাইগুড়ি, 19 নভেম্বর: জমি বিবাদকে (Land Problem) কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ির (Jalpaiguri Clash) গড়ালবাড়ি । সংঘর্ষের জেরে মৃত্যু হল একজনের ৷ আহত হয়েছেন 7 জন ৷ পুড়ে ছাই 10টি বাড়ি ৷

জমি নিয়ে বিবাদ ও সংঘর্ষে গুরুতর জখম হন 52 বছরের ফুজুমুদ্দিন মহম্মদ । পরে তাঁর মৃত্যু হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সংঘর্ষে আহত হয়েছেন আরও 7 জন । শুভচনি এলাকায় 10টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

স্থানীয় সহিদুল ইসলামের অভিযোগ, "আমার জমিতে ওরা চাষ করতে দিচ্ছিল না । জমির জবরদখলকে কেন্দ্র করেই এই ঘটনা । আমার জমিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।" তাঁর অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর আক্রমণ করা হয় ।

আরও পড়ুন: Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

উল্টোদিকে ববিরুদ্দিন মহম্মদের দাবি, "আমরা জমির দখল নিতে গিয়েছিলাম । তখন আমাদের উপর ওরা চড়াও হয় । আমাদের দু'জন আহত হয়েছেন ।"

আরও পড়ুন: Elephant In Budbud: বুদবুদে রাস্তায় হাতির দল, অবরুদ্ধ জাতীয় সড়ক

জমি বিবাদে উত্তেজনা

ঘটনাস্থলে গিয়েছে কোতয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী । এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে । প্রথমে পুলিশ ও দমকলকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।

আরও পড়ুন: Dilip Ghosh : নিউটাউনের পুকুরে মাছ ধরলেন দিলীপ, শৈশবের স্মৃতি রোমন্থন করে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

জলপাইগুড়ি, 19 নভেম্বর: জমি বিবাদকে (Land Problem) কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ির (Jalpaiguri Clash) গড়ালবাড়ি । সংঘর্ষের জেরে মৃত্যু হল একজনের ৷ আহত হয়েছেন 7 জন ৷ পুড়ে ছাই 10টি বাড়ি ৷

জমি নিয়ে বিবাদ ও সংঘর্ষে গুরুতর জখম হন 52 বছরের ফুজুমুদ্দিন মহম্মদ । পরে তাঁর মৃত্যু হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ সংঘর্ষে আহত হয়েছেন আরও 7 জন । শুভচনি এলাকায় 10টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

স্থানীয় সহিদুল ইসলামের অভিযোগ, "আমার জমিতে ওরা চাষ করতে দিচ্ছিল না । জমির জবরদখলকে কেন্দ্র করেই এই ঘটনা । আমার জমিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।" তাঁর অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর আক্রমণ করা হয় ।

আরও পড়ুন: Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

উল্টোদিকে ববিরুদ্দিন মহম্মদের দাবি, "আমরা জমির দখল নিতে গিয়েছিলাম । তখন আমাদের উপর ওরা চড়াও হয় । আমাদের দু'জন আহত হয়েছেন ।"

আরও পড়ুন: Elephant In Budbud: বুদবুদে রাস্তায় হাতির দল, অবরুদ্ধ জাতীয় সড়ক

জমি বিবাদে উত্তেজনা

ঘটনাস্থলে গিয়েছে কোতয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী । এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে । প্রথমে পুলিশ ও দমকলকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।

আরও পড়ুন: Dilip Ghosh : নিউটাউনের পুকুরে মাছ ধরলেন দিলীপ, শৈশবের স্মৃতি রোমন্থন করে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Last Updated : Nov 19, 2021, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.